ETV Bharat / state

শিলিগুড়িতে সাইকেলে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন SFI কর্মীরা - siliguri

আজ ফুলবাড়ি এলাকায় গরিব পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় SFI-এর তরফে । ডাবগ্রাম লোকাল কমিটির তরফে দুটি কলোনিতে 100জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে ।

aa
SFI কর্মীরা
author img

By

Published : May 8, 2020, 2:52 PM IST

শিলিগুড়ি,8মে: শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়িতে সাইকেলে করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন SFI কর্মীরা । দেওয়া হল শুকনো খাবার ।

কোরোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন জারি থাকার কারণে অনেক মানুষেরই কাজ বন্ধ হয়েছে । হাতে টাকা নেই । খাদ্য সংকট । সরকারের তরফে রেশন দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় । এই অবস্থায় অনেক সংগঠন, রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাধারণ মানুষ এগিয়ে আসছেন সাহায্যার্থে । আজ ফুলবাড়ি এলাকায় গরিব পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় SFI-এর তরফে । ডাবগ্রাম লোকাল কমিটির তরফে দুটি কলোনিতে 100জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে । সাইকেলে চেপে কর্মীরা ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন ।

লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান, "কোরোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন চলছে গোটা দেশজুড়েই । সমস্যার সম্মুখীন হয়েছেন গরিব মানুষরা । তাঁদের কথা মাথায় রেখেই সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল । বহু মানুষ আর্থিক সমস্যায় ভুগছেন বর্তমানে । তাঁদের কাছে পর্যাপ্ত খাবার নেই । অনেকের কাজও বন্ধ । এই পরিস্থিতিতে আমরা যথাসাধ্য ত্রাণ পৌঁছে দিচ্ছি ।"

শিলিগুড়ি,8মে: শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়িতে সাইকেলে করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন SFI কর্মীরা । দেওয়া হল শুকনো খাবার ।

কোরোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন জারি থাকার কারণে অনেক মানুষেরই কাজ বন্ধ হয়েছে । হাতে টাকা নেই । খাদ্য সংকট । সরকারের তরফে রেশন দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় । এই অবস্থায় অনেক সংগঠন, রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাধারণ মানুষ এগিয়ে আসছেন সাহায্যার্থে । আজ ফুলবাড়ি এলাকায় গরিব পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় SFI-এর তরফে । ডাবগ্রাম লোকাল কমিটির তরফে দুটি কলোনিতে 100জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে । সাইকেলে চেপে কর্মীরা ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন ।

লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান, "কোরোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন চলছে গোটা দেশজুড়েই । সমস্যার সম্মুখীন হয়েছেন গরিব মানুষরা । তাঁদের কথা মাথায় রেখেই সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল । বহু মানুষ আর্থিক সমস্যায় ভুগছেন বর্তমানে । তাঁদের কাছে পর্যাপ্ত খাবার নেই । অনেকের কাজও বন্ধ । এই পরিস্থিতিতে আমরা যথাসাধ্য ত্রাণ পৌঁছে দিচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.