ETV Bharat / state

''মিলবে কোরোনা নেগেটিভ কলগার্ল'', শিলিগুড়িতে অনলাইনে দেহব্যবসার রমরমা

author img

By

Published : Aug 21, 2020, 5:22 PM IST

কোরোনা আবহে ইন্টারনেটকে হাতিয়ার করে শিলিগুড়িতে দেহব্যবসা চলছে বলে অভিযোগ ৷ ''কলগার্লরা কোরোনা নেগেটিভ ৷'' দালালরা এইভাবে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানার চেষ্টা করছে বলে অভিযোগ ৷

file photo
ফাইল ফোটো

শিলিগুড়ি, 21 অগাস্ট : ''মিলবে কোরোনা নেগেটিভ কলগার্ল ৷'' কোরোনা আবহে এই ক্যাপশন ব্যবহার করেই শিলিগুড়িতে দেহব্যবসা চলছে বলে অভিযোগ ৷ এক্ষেত্রে দালালরা নেট দুনিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে ৷ ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে ডাকছে কাস্টমার ৷

জানা যায়, ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে "এসকর্ট সার্ভিস শিলিগুড়ি" লিখে সার্চ করলেই একের পর এক তথ্য সামনে আসছে । যেখানে একাধিক দালালের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া যাচ্ছে । সেই নম্বরে ফোন বা মেসেজ করলেই দালালদের আশ্বাসবাণী, ''পুলিশের ভয় নেই ৷ হোটেলের সু-বন্দোবস্ত করে দেওয়া হবে ৷'' সঙ্গে তাদের আরও সংযোজন, ''প্রত্যেক কলগার্লের কোরোনা পরীক্ষা করানো আছে । তাদের রিপোর্ট নেগেটিভ । কোরোনা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই ৷'' সূত্রের খবর, বিভিন্ন হোটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোরোনা আবহে এভাবেই দেহব্যবসা চালাচ্ছে অসাধু চক্র ৷

পুলিশ আধিকারিক জয় টুডুর বক্তব্য...

এই অসাধু চক্রের রমরমার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ি করেছে শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ ৷ তাদের অভিয়োগ, প্রশাসনের চোখের আড়ালে দিনের পর দিন এভাবে দেহব্যবসা চলছে ৷ কোরোনা আবহে এভাবে দেহব্যবসা চললে তাতে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায় ৷ পুলিশের এবিষয়ে কড়া পদক্ষেপ করা উচিত ৷

এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (ইস্ট) তথা দায়িত্বপ্রাপ্ত DCP (হেডকোয়ার্টার) জয় টুডু বলেন, "আমরা খবর পেয়েছি । নজর রাখছি । খুব শিগগিরই পদক্ষেপ করব । নির্দিষ্ট তথ্য পেলে আমরা রেইডও করব।"

শিলিগুড়ি, 21 অগাস্ট : ''মিলবে কোরোনা নেগেটিভ কলগার্ল ৷'' কোরোনা আবহে এই ক্যাপশন ব্যবহার করেই শিলিগুড়িতে দেহব্যবসা চলছে বলে অভিযোগ ৷ এক্ষেত্রে দালালরা নেট দুনিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে ৷ ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে ডাকছে কাস্টমার ৷

জানা যায়, ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে "এসকর্ট সার্ভিস শিলিগুড়ি" লিখে সার্চ করলেই একের পর এক তথ্য সামনে আসছে । যেখানে একাধিক দালালের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া যাচ্ছে । সেই নম্বরে ফোন বা মেসেজ করলেই দালালদের আশ্বাসবাণী, ''পুলিশের ভয় নেই ৷ হোটেলের সু-বন্দোবস্ত করে দেওয়া হবে ৷'' সঙ্গে তাদের আরও সংযোজন, ''প্রত্যেক কলগার্লের কোরোনা পরীক্ষা করানো আছে । তাদের রিপোর্ট নেগেটিভ । কোরোনা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই ৷'' সূত্রের খবর, বিভিন্ন হোটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোরোনা আবহে এভাবেই দেহব্যবসা চালাচ্ছে অসাধু চক্র ৷

পুলিশ আধিকারিক জয় টুডুর বক্তব্য...

এই অসাধু চক্রের রমরমার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ি করেছে শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ ৷ তাদের অভিয়োগ, প্রশাসনের চোখের আড়ালে দিনের পর দিন এভাবে দেহব্যবসা চলছে ৷ কোরোনা আবহে এভাবে দেহব্যবসা চললে তাতে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায় ৷ পুলিশের এবিষয়ে কড়া পদক্ষেপ করা উচিত ৷

এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (ইস্ট) তথা দায়িত্বপ্রাপ্ত DCP (হেডকোয়ার্টার) জয় টুডু বলেন, "আমরা খবর পেয়েছি । নজর রাখছি । খুব শিগগিরই পদক্ষেপ করব । নির্দিষ্ট তথ্য পেলে আমরা রেইডও করব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.