ETV Bharat / state

শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্রাউন সুগার ও নগদ - শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র

পুলিশের অভিযানে উদ্ধার একটি মডিফাইড পিস্তল, সাত রাউন্ড গুলি,330 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 6 লাখ 32 হাজার টাকা । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার ৷

matigara arms arrest
শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jan 25, 2021, 8:18 AM IST

শিলিগুড়ি, 25 জানুয়ারি : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল আগ্নেয়াস্ত্র, ব্রাউন সুগার এবং বিপুল পরিমাণ নগদ ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল বিহারের দুই বাসিন্দাকে ।

রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের ধোকালজোতে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশের একটি দল। অভিযানে শামশার খান ও সাহ ওয়ালি নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতরা দুজনেই ডালখোলার বাসিন্দা।

ধৃতরা একটি গাড়িতে করে পালানোর ছক কষেছিল । কিন্তু পুলিশ তাড়া করে দু'জনকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মডিফাইড পিস্তল, সাত রাউন্ড গুলি, 330 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 6 লাখ 32 হাজার টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।

শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন : যেমন খুশি মৎস্য কুড়াইব, খাইব সুখে !

সম্প্রতি মাটিগাড়া এলাকাতেই অভিযান চালিয়ে সাতটি বন্দুক এবং 91 রাউন্ড গুলি হয়েছে ৷ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে তিনজন বিহারের বাসিন্দা ছিল ৷ একজন কালিম্পংয়ের বাসিন্দা । সেই ঘটনার পর ফের শহরে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ শহরে দুষ্কৃতীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন পুলিশ আধিকারিকরা।

সাধারণতন্ত্র দিবসের আগে শহরে কীভাবে আগ্নেয়াস্ত্র এবং মাদক প্রবেশ করছে তা নিয়ে চিন্তিত পুলিশ । কোনও নাশকতার ছক ছিল নাকি তারা শুধু মাদক পাচারের সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে ।

শিলিগুড়ি, 25 জানুয়ারি : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল আগ্নেয়াস্ত্র, ব্রাউন সুগার এবং বিপুল পরিমাণ নগদ ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল বিহারের দুই বাসিন্দাকে ।

রবিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের ধোকালজোতে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশের একটি দল। অভিযানে শামশার খান ও সাহ ওয়ালি নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতরা দুজনেই ডালখোলার বাসিন্দা।

ধৃতরা একটি গাড়িতে করে পালানোর ছক কষেছিল । কিন্তু পুলিশ তাড়া করে দু'জনকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মডিফাইড পিস্তল, সাত রাউন্ড গুলি, 330 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 6 লাখ 32 হাজার টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।

শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন : যেমন খুশি মৎস্য কুড়াইব, খাইব সুখে !

সম্প্রতি মাটিগাড়া এলাকাতেই অভিযান চালিয়ে সাতটি বন্দুক এবং 91 রাউন্ড গুলি হয়েছে ৷ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে তিনজন বিহারের বাসিন্দা ছিল ৷ একজন কালিম্পংয়ের বাসিন্দা । সেই ঘটনার পর ফের শহরে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ শহরে দুষ্কৃতীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন পুলিশ আধিকারিকরা।

সাধারণতন্ত্র দিবসের আগে শহরে কীভাবে আগ্নেয়াস্ত্র এবং মাদক প্রবেশ করছে তা নিয়ে চিন্তিত পুলিশ । কোনও নাশকতার ছক ছিল নাকি তারা শুধু মাদক পাচারের সঙ্গে জড়িত সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.