ETV Bharat / state

শিলিগুড়িতে দাদাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত ভাই

বড় ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল ছোট ভাই ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্তর কড়া শাস্তির দাবি করেছে নিহতের পরিবার ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 4, 2021, 10:09 PM IST

শিলিগুড়ি, 4 মার্চ :সাতসকালে বাড়িতে চা খেতে যাওয়ার নাম করে দাদাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে খুন করল ভাই । আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার সংলগ্ন এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর , ঘটনায় দাদা শঙ্কর দাসকে (30) খুন করার অভিযোগ উঠল পিসতুতো ভাই সুরেশ দাসের বিরুদ্ধে । পেশায় রাজমিস্ত্রি শঙ্কর শিলিগুড়ি পৌরনিগমের 36 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগরের বাসিন্দা । অন্যদিকে , ভাই সুরেশ দাসের বাড়ি 23 নম্বর ওয়ার্ডের উদয়নগরে । শঙ্করের পরিবারে আছেন দুই ভাই এবং এক বোন ৷ নেশাগ্রস্ত অবস্থায় শঙ্করের পরিবারের অন্য সদস্যদের উপর একাধিকবার মারধরের অভিযোগও আছে সুরেশের বিরুদ্ধে । কিন্তু প্রতিবার ভাই ভেবে সুরেশকে ক্ষমা করে দিতেন শঙ্করের পরিবার ৷

এরপর, আজ সকালে শঙ্করের বাড়িতে চা খেতে যায় সুরেশ ৷ শঙ্কর চা ফোটাতে বাইরে বেরালে পিছন থেকে অভিযুক্ত আঘাত করে তাঁকে ৷ মাথায়, ঘাড়ে এলোপাথাড়িভাবে ছুরি দিয়ে কোপাতে শুরু করে সে ৷ ঘটনাস্থানেই শঙ্করের মৃত্যু হয় ৷ স্থানীয় বাসিন্দাদের দেখে চম্পট দেয় সুরেশ ৷ পরে স্থানীয়রাই শঙ্করকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থান থেকে কিছুটা দুরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে সুরেশকে । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্রটিও উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।"

শঙ্কর দাসের বোন রিম্পা দাস বলেন, "এর আগেও ভাইদের মারধর করেছে । সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে সুরেশ । খুনির কড়া শাস্তির দাবি জানাচ্ছি ।"

শিলিগুড়ি, 4 মার্চ :সাতসকালে বাড়িতে চা খেতে যাওয়ার নাম করে দাদাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে খুন করল ভাই । আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার সংলগ্ন এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর , ঘটনায় দাদা শঙ্কর দাসকে (30) খুন করার অভিযোগ উঠল পিসতুতো ভাই সুরেশ দাসের বিরুদ্ধে । পেশায় রাজমিস্ত্রি শঙ্কর শিলিগুড়ি পৌরনিগমের 36 নম্বর ওয়ার্ডের মধ্য শান্তিনগরের বাসিন্দা । অন্যদিকে , ভাই সুরেশ দাসের বাড়ি 23 নম্বর ওয়ার্ডের উদয়নগরে । শঙ্করের পরিবারে আছেন দুই ভাই এবং এক বোন ৷ নেশাগ্রস্ত অবস্থায় শঙ্করের পরিবারের অন্য সদস্যদের উপর একাধিকবার মারধরের অভিযোগও আছে সুরেশের বিরুদ্ধে । কিন্তু প্রতিবার ভাই ভেবে সুরেশকে ক্ষমা করে দিতেন শঙ্করের পরিবার ৷

এরপর, আজ সকালে শঙ্করের বাড়িতে চা খেতে যায় সুরেশ ৷ শঙ্কর চা ফোটাতে বাইরে বেরালে পিছন থেকে অভিযুক্ত আঘাত করে তাঁকে ৷ মাথায়, ঘাড়ে এলোপাথাড়িভাবে ছুরি দিয়ে কোপাতে শুরু করে সে ৷ ঘটনাস্থানেই শঙ্করের মৃত্যু হয় ৷ স্থানীয় বাসিন্দাদের দেখে চম্পট দেয় সুরেশ ৷ পরে স্থানীয়রাই শঙ্করকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থান থেকে কিছুটা দুরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে সুরেশকে । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্রটিও উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।"

শঙ্কর দাসের বোন রিম্পা দাস বলেন, "এর আগেও ভাইদের মারধর করেছে । সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে সুরেশ । খুনির কড়া শাস্তির দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.