ETV Bharat / state

থিম নয়, সাবেকিয়ানায় পুজো সারবে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি

author img

By

Published : Oct 17, 2020, 8:19 AM IST

কোরোনা পরিস্থিতি ৷ তাই থিম পুজো বন্ধ একাধিক বারোয়ারি মণ্ডপে ৷ বাদ যায়নি শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজোও ৷

ছবি
ছবি

শিলিগুড়ি, 17 অক্টোবর : শিলিগুড়িতে একাধিক বড় পুজো হয়ে থাকে । গোটা উত্তরবঙ্গ থেকেই বহু দর্শনার্থী পুজো দেখতে শিলিগুড়ি আসেন । কিন্তু এবার কোরোনা আবহে সবই অনিশ্চিত হয়ে গিয়েছে । শিলিগুড়িতে অন্যতম বড় পূজা কমিটি নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনি জানিয়েছে, এবার কোরোনা আবহে অর্থ সংকটে জেরবার পূজার উদ্যোক্তারা । তাই বিগ বাজেটের পুজো বলতে যা বোঝায় তা হচ্ছে না । তবে স্বাস্থ্য বিধি মেনে সাবেকিয়ানায় পুজো সারবে তারা ।

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হত । পুজোর পাশাপাশি বিশাল মাঠে মেলায় আয়োজন হত সেখানে । বিভিন্ন থিমকে সামনে রেখে জাঁকজমকের সঙ্গে আয়োজিত হত এই পুজো । স্পনসরদের ভিড় যেমন লেগে থাকত, তেমনি তৃতীয়া থেকেই পূজা দেখতে হাজির হতেন দর্শনার্থীরা ।

থিম নয়, সাবেকিয়ানায় পুজো সারবে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি

পুজো কমিটির তরফে দেবাশিস সরকার বলেন, "এবার সাবেকিয়ানায় পুজো হবে । থিমের পূজায় প্রচুর অর্থ দরকার । তা মিলছে না । ফলে ইচ্ছে থাকলেও উপায় নেই । তাছাড়া খোলা প্যান্ডেল করতে হবে । এভাবে থিমের পুজো করা সম্ভব না ।" তিনি আরও বলেন, জৌলুষ থাকছে না পুজোয় । দূর থেকেই প্রতিমা দেখবেন দর্শনার্থীরা । রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে । তবে চাঁদা কতটা মিলবে তা নিয়ে সন্দেহ রয়েছে । তবে দর্শনার্থীদের আশার কথা মাথায় রেখে প্রতিমার আকার বড় রাখার চেষ্টা করা হবে । এতে দূর থেকেই প্রতিমা দেখতে সুবিধা হবে সকলের ।

পুজো কমিটির সদস্য অরিন্দম রায় বলেন, এই পুজোকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের একটা প্রত্যাশা থাকে । কিন্তু সেভাবে বড় পুজো করার সম্ভাবনা নেই ৷

শিলিগুড়ি, 17 অক্টোবর : শিলিগুড়িতে একাধিক বড় পুজো হয়ে থাকে । গোটা উত্তরবঙ্গ থেকেই বহু দর্শনার্থী পুজো দেখতে শিলিগুড়ি আসেন । কিন্তু এবার কোরোনা আবহে সবই অনিশ্চিত হয়ে গিয়েছে । শিলিগুড়িতে অন্যতম বড় পূজা কমিটি নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনি জানিয়েছে, এবার কোরোনা আবহে অর্থ সংকটে জেরবার পূজার উদ্যোক্তারা । তাই বিগ বাজেটের পুজো বলতে যা বোঝায় তা হচ্ছে না । তবে স্বাস্থ্য বিধি মেনে সাবেকিয়ানায় পুজো সারবে তারা ।

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হত । পুজোর পাশাপাশি বিশাল মাঠে মেলায় আয়োজন হত সেখানে । বিভিন্ন থিমকে সামনে রেখে জাঁকজমকের সঙ্গে আয়োজিত হত এই পুজো । স্পনসরদের ভিড় যেমন লেগে থাকত, তেমনি তৃতীয়া থেকেই পূজা দেখতে হাজির হতেন দর্শনার্থীরা ।

থিম নয়, সাবেকিয়ানায় পুজো সারবে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি

পুজো কমিটির তরফে দেবাশিস সরকার বলেন, "এবার সাবেকিয়ানায় পুজো হবে । থিমের পূজায় প্রচুর অর্থ দরকার । তা মিলছে না । ফলে ইচ্ছে থাকলেও উপায় নেই । তাছাড়া খোলা প্যান্ডেল করতে হবে । এভাবে থিমের পুজো করা সম্ভব না ।" তিনি আরও বলেন, জৌলুষ থাকছে না পুজোয় । দূর থেকেই প্রতিমা দেখবেন দর্শনার্থীরা । রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে । তবে চাঁদা কতটা মিলবে তা নিয়ে সন্দেহ রয়েছে । তবে দর্শনার্থীদের আশার কথা মাথায় রেখে প্রতিমার আকার বড় রাখার চেষ্টা করা হবে । এতে দূর থেকেই প্রতিমা দেখতে সুবিধা হবে সকলের ।

পুজো কমিটির সদস্য অরিন্দম রায় বলেন, এই পুজোকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের একটা প্রত্যাশা থাকে । কিন্তু সেভাবে বড় পুজো করার সম্ভাবনা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.