দার্জিলিং, 17 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক সীমান্তে পার্বত্য এলাকা সান্দাকফুতে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার নেপালের 10 যুবক । জানা গেছে, নেপাল থেকে বেড়াতে এসে ড্রোন উড়িয়ে ছবি তুলছিল ওই যুবকরা । তবে এই ড্রোন ওড়ানোর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
সশস্ত্র সীমাবল বা SSB-র জওয়ানরা ওই 10 যুবককে আটক করে দার্জিলিং জেলার সুখিয়া পোখরি থানার পুলিশের হাতে তুলে দেয় । বাজেয়াপ্ত করা হয়েছে ড্রোনটিও । জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অধিকাংশই দার্জিলিং জেলা সংলগ্ন নেপালের ঝাঁপা জেলার বাসিন্দা ।
SSB ও জেলা পুলিশ সূত্রে খবর, নেপালের ওই 10 যুবক সান্দাকফুতে বেড়াতে আসে । রবিবার তারা সান্দাকফুতে ড্রোন উড়িয়ে ছবি তুলছিল । আর সেইসময় তাদের দেখতে পান SSB-র জওয়ানরা ।