ETV Bharat / state

আনলকেও দার্জিলিঙে বন্ধ চিড়িয়াখানা, টয় ট্রেন - কোরোনা

জুলাইয়ের 1 তারিখ থেকে খুলে গেছে পাহাড়ের বেশিরভাগ পর্যটনস্থান । কিন্তু খোলেনি দার্জিলিং চিড়িয়াখানা । চালু হয়নি টয় ট্রেন পরিষেবাও । কবে চালু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ।

Darjeeling, Tourism, Zoological Park, Himalayan Mountaineering Institute
Darjeeling Tourism
author img

By

Published : Jul 5, 2020, 5:06 PM IST

দার্জিলিং, 5 জুলাই : চলতি মাসের 1 তারিখ থেকেই পর্যটকদের স্বাগত জানাতে তৈরি দার্জিলিং । ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে টাইগার হিল, রক গার্ডেন, বাতাসিয়া লুপ, গঙ্গামায়া পার্ক । পাহাড়ের বেশিরভাগ পর্যটনস্থান পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও খোলেনি দার্জিলিং চিড়িয়াখানা । কবে খুলবে তা নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । বন্ধ টয় ট্রেন পরিষেবাও ।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "চিড়িয়াখানা খোলার জন্য রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও নির্দেশ আসেনি । শুধু দার্জিলিং নয়, রাজ্যের কোনও চিড়িয়াখানাই এখনও খোলেনি । কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে ।" তিনি আরও বলেন, "কোরোনা ও লকডাউনের জেরে পর্যটন মরশুমে বন্ধ হয়ে যায় দার্জিলিং চিড়িয়াখানা । এখন আনলকে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও ভরা বর্ষায় এখনও সেভাবে পর্যটকের দেখা নেই । জুলাই, অগাস্ট মাসে বর্ষার জন্য পর্যটকরা সেভাবে পাহাড়মুখো হবেন না । কিন্তু এরপরই পর্যটকদের দেখা মিলতে শুরু করবে । আর যাঁরাই দার্জিলিঙে বেড়াতে আসবেন তাঁরা অন্তত একবার চিড়িয়াখানায় আসবেন ।"

গত বছর প্রায় পাঁচ লাখ পর্যটক এসেছিলেন দার্জিলিং চিড়িয়াখানায় । জুন মাসেই এসেছিলেন এক লাখ দশ হাজার জন । চিড়িয়াখানার প্রবেশমূল্য মাথা পিছু 60 টাকা । বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে ।

GTA-র তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে 1 জুলাই থেকে পাহাড়ে পর্যটকরা আসতে পারবেন । বিভিন্ন হোটেল এবং হোমস্টেগুলিতে থাকতে পারবেন তাঁরা । কিন্তু এরপরও দার্জিলিং চিড়িয়াখানা এবং টয় ট্রেন পরিষেবা কবে চালু হবে তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পর্যটন সংস্থাগুলি ।

দার্জিলিং, 5 জুলাই : চলতি মাসের 1 তারিখ থেকেই পর্যটকদের স্বাগত জানাতে তৈরি দার্জিলিং । ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে টাইগার হিল, রক গার্ডেন, বাতাসিয়া লুপ, গঙ্গামায়া পার্ক । পাহাড়ের বেশিরভাগ পর্যটনস্থান পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও খোলেনি দার্জিলিং চিড়িয়াখানা । কবে খুলবে তা নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । বন্ধ টয় ট্রেন পরিষেবাও ।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "চিড়িয়াখানা খোলার জন্য রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও নির্দেশ আসেনি । শুধু দার্জিলিং নয়, রাজ্যের কোনও চিড়িয়াখানাই এখনও খোলেনি । কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে ।" তিনি আরও বলেন, "কোরোনা ও লকডাউনের জেরে পর্যটন মরশুমে বন্ধ হয়ে যায় দার্জিলিং চিড়িয়াখানা । এখন আনলকে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও ভরা বর্ষায় এখনও সেভাবে পর্যটকের দেখা নেই । জুলাই, অগাস্ট মাসে বর্ষার জন্য পর্যটকরা সেভাবে পাহাড়মুখো হবেন না । কিন্তু এরপরই পর্যটকদের দেখা মিলতে শুরু করবে । আর যাঁরাই দার্জিলিঙে বেড়াতে আসবেন তাঁরা অন্তত একবার চিড়িয়াখানায় আসবেন ।"

গত বছর প্রায় পাঁচ লাখ পর্যটক এসেছিলেন দার্জিলিং চিড়িয়াখানায় । জুন মাসেই এসেছিলেন এক লাখ দশ হাজার জন । চিড়িয়াখানার প্রবেশমূল্য মাথা পিছু 60 টাকা । বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে ।

GTA-র তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে 1 জুলাই থেকে পাহাড়ে পর্যটকরা আসতে পারবেন । বিভিন্ন হোটেল এবং হোমস্টেগুলিতে থাকতে পারবেন তাঁরা । কিন্তু এরপরও দার্জিলিং চিড়িয়াখানা এবং টয় ট্রেন পরিষেবা কবে চালু হবে তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পর্যটন সংস্থাগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.