ETV Bharat / state

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গোর্খাল্যান্ড ইস্যুতে হাওয়া নীরজ জিম্বার

author img

By

Published : Jun 27, 2021, 5:08 PM IST

জিটিএর দুর্নীতির তদন্ত এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ সেই সঙ্গে ষষ্ঠ তফসিলি লাগু করার দাবিও জানিয়েছেন তিনি ৷

darjeeling-mla-neeraj-jimba-meet-with-governor-jagdeep-dhankhar-on-gta-corruption-and-ghorkha-land-issue
ছাইচাপা গোর্খাল্যান্ড ইস্যুতে রাজ্যপাল সাক্ষাৎ নীরজ জিম্বার

দার্জিলিং, 27 জুন : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আগেই সোচ্চার হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ৷ সেই বিতর্কের মাঝে ফের একবার পৃথক গোর্খাল্যান্ডের দাবি মাথাচাড়া দিয়ে উঠল ৷ আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এই দাবি নিয়ে দেখা করেছেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ পাহাড়কে কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি করেছেন নীরজ জিম্বা ৷

প্রসঙ্গত, সম্প্রতি জিটিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ এবার সেই একই দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক ৷ সম্প্রতি দিল্লি থেকে ফিরেই দার্জিলিং গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে রাজভবনে প্রায় রোজই বিরোধী বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি ৷ যেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া ঘরছাড়া বিজেপি কর্মীদের অভিযোগও শুনেছেন তিনি ৷ এবার জিটিএ দুর্নীতির অভিযোগ এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে যাওয়া বিজেপি বিধায়ক নীরজ জিম্বার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ৷

প্রসঙ্গত, আজকের এই সাক্ষাতে জিটিএ দুর্নীতির তদন্ত এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবির পাশাপাশি ষষ্ঠ তফসিলি লাগু করার দাবিও জানিয়েছেন জিম্বা ৷ এ নিয়ে বিজেপি বিধায়ক জানিয়েছেন, দেশের জন্য গোর্খাদের কী অবদান রয়েছে, সেই তথ্য তিনি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন ৷ সেই মতো কিছু বই ও রিপোর্ট জগদীপ ধনকড়কে দিয়েছেন নীরজ জিম্বা ৷ পাশাপাশি পাহাড়ে অশান্তি থামাতে স্থায়ী সমাধান কী হতে পারে, সেই নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে ৷ এর পরেই তিনি জানান, এ নিয়ে তিনি রাজ্যপালের কাছে ষষ্ঠ তফসিলি দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে পাহাড়ের শান্তির জন্য কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্য ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই বলে জানিয়েছেন জিম্বা ৷

আরও পড়ুন : ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

অন্যদিকে, নীরজ জিম্বার কাছে জিটিএর দুর্নীতির অভিযোগ পেয়েই জিটিএ প্রশাসকের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কিন্তু জিটিএ-র তরফে এ নিয়ে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা ৷ এমনকি খোদ রাজ্যপাল নিজে টুইট করে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ লিখেছেন, ‘‘এক দশক ধরে পাহাড়ে কোনও গণতন্ত্র নেই ৷ জিটিএ’র আয়-ব্যয়ের কোনও হিসেব নেওয়া হচ্ছে না ৷ এমনকি পঞ্চায়েত নির্বাচনও হয়নি ৷’’

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একের পর এক ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেই রয়েছে ৷ তা সে নারদ স্টিং হোক বা ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রশাসনিক স্তরে দ্বন্দ্ব ৷ সম্প্রতি সেই সংঘাতে নয়া মাত্রা যোগ করেছিল পৃথক উত্তরবঙ্গ রাজ্য ও জঙ্গলমহলের পৃথক রাজ্যের দাবি ৷ এবার সেই তালিকায় যুক্ত হল ছাইচাপা আগুন হয় থাকা পৃথক গোর্খাল্যান্ড ইস্যু ৷

দার্জিলিং, 27 জুন : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আগেই সোচ্চার হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ৷ সেই বিতর্কের মাঝে ফের একবার পৃথক গোর্খাল্যান্ডের দাবি মাথাচাড়া দিয়ে উঠল ৷ আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এই দাবি নিয়ে দেখা করেছেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ পাহাড়কে কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি করেছেন নীরজ জিম্বা ৷

প্রসঙ্গত, সম্প্রতি জিটিএ-তে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ এবার সেই একই দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক ৷ সম্প্রতি দিল্লি থেকে ফিরেই দার্জিলিং গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে রাজভবনে প্রায় রোজই বিরোধী বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি ৷ যেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া ঘরছাড়া বিজেপি কর্মীদের অভিযোগও শুনেছেন তিনি ৷ এবার জিটিএ দুর্নীতির অভিযোগ এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে যাওয়া বিজেপি বিধায়ক নীরজ জিম্বার সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ৷

প্রসঙ্গত, আজকের এই সাক্ষাতে জিটিএ দুর্নীতির তদন্ত এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবির পাশাপাশি ষষ্ঠ তফসিলি লাগু করার দাবিও জানিয়েছেন জিম্বা ৷ এ নিয়ে বিজেপি বিধায়ক জানিয়েছেন, দেশের জন্য গোর্খাদের কী অবদান রয়েছে, সেই তথ্য তিনি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন ৷ সেই মতো কিছু বই ও রিপোর্ট জগদীপ ধনকড়কে দিয়েছেন নীরজ জিম্বা ৷ পাশাপাশি পাহাড়ে অশান্তি থামাতে স্থায়ী সমাধান কী হতে পারে, সেই নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে ৷ এর পরেই তিনি জানান, এ নিয়ে তিনি রাজ্যপালের কাছে ষষ্ঠ তফসিলি দাবি জানিয়েছেন ৷ সেই সঙ্গে পাহাড়ের শান্তির জন্য কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্য ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই বলে জানিয়েছেন জিম্বা ৷

আরও পড়ুন : ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

অন্যদিকে, নীরজ জিম্বার কাছে জিটিএর দুর্নীতির অভিযোগ পেয়েই জিটিএ প্রশাসকের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কিন্তু জিটিএ-র তরফে এ নিয়ে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা ৷ এমনকি খোদ রাজ্যপাল নিজে টুইট করে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ লিখেছেন, ‘‘এক দশক ধরে পাহাড়ে কোনও গণতন্ত্র নেই ৷ জিটিএ’র আয়-ব্যয়ের কোনও হিসেব নেওয়া হচ্ছে না ৷ এমনকি পঞ্চায়েত নির্বাচনও হয়নি ৷’’

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একের পর এক ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেই রয়েছে ৷ তা সে নারদ স্টিং হোক বা ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রশাসনিক স্তরে দ্বন্দ্ব ৷ সম্প্রতি সেই সংঘাতে নয়া মাত্রা যোগ করেছিল পৃথক উত্তরবঙ্গ রাজ্য ও জঙ্গলমহলের পৃথক রাজ্যের দাবি ৷ এবার সেই তালিকায় যুক্ত হল ছাইচাপা আগুন হয় থাকা পৃথক গোর্খাল্যান্ড ইস্যু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.