ETV Bharat / state

পাহাড়ে চালু হতে চলেছে কোরোনা হাসপাতাল - ত্রিবেণী

তিন সপ্তাহেই পাহাড়ে চালু COVID হাসপাতাল । দুই জেলা শাসক ও স্বাস্থ্য কর্তাদের নিয়ে পরিদর্শনের পর জানালেন OSD ।

ছবি
ছবি
author img

By

Published : May 11, 2020, 12:57 PM IST

ত্রিবেণী (দার্জিলিং), 11 মে : GTA এলাকায় SARI ও কোরোনা হাসপাতাল চালু হচ্ছে । SARI-র জন্য 70 টি এবং কোরোনা পজ়িটিভদের জন্য 30 টি বেড থাকছে । গতকাল দার্জিলিঙের ত্রিবেণীতে প্রস্তাবিত কোরোনা হাসপাতাল পরিদর্শন করেন কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত কুমার রায়, দার্জিলিং ও কালিম্পঙের জেলাশাসক ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকরা ।

এই বিষয়ে সুশান্তকুমার রায় বলেন, " ত্রিবেণীতে SARI ও COVID হাসপাতালের জন্য সরকারের সবুজ সংকেত মিলেছে । ওই হাসপাতালে রোগীদের নেওয়ার জন্য দুটি আলাদা এন্ট্রি গেট হবে । কোরোনা পজ়িটিভদের জন্য একটি এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (ILI) ও SARI-র জন্য একটি । এরমধ্যে 70টি বেড থাকবে ILI ও SARI-র জন্য এবং কোরোনা পজ়িটিভদের জন্য 30 টি বেড । ILI-কে স্টেজ-1, SARI-কে স্টেজ-2 এবং কোরোনা আক্রান্ত, কিন্তু কম অসুস্থ বা উপসর্গহীনদের স্টেজ -3 এবং বেশি অসুস্থদের স্টেজ-4 তে রাখা হবে । স্টেজ-3 ও স্টেজ-4 এর জন্য রয়েছে 30টি বেড । আর স্টেজ-1 ও স্টেজ-2 এর জন্য 70 টি বেড । তবে সোয়াব পরীক্ষার পর যদি দেখা যায় কারও কোরোনা নেগেটিভ তাঁদের সেখান থেকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে ।"

এদিকে, কোরোনার সোয়াব পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসছে নয়া মেশিন । কিছুদিনের মধ্যেই সেই মেশিন এলে উত্তরবঙ্গে কোরোনা পরীক্ষায় আরও গতি বাড়বে বলে জানান সুশান্তবাবু ।

ত্রিবেণী (দার্জিলিং), 11 মে : GTA এলাকায় SARI ও কোরোনা হাসপাতাল চালু হচ্ছে । SARI-র জন্য 70 টি এবং কোরোনা পজ়িটিভদের জন্য 30 টি বেড থাকছে । গতকাল দার্জিলিঙের ত্রিবেণীতে প্রস্তাবিত কোরোনা হাসপাতাল পরিদর্শন করেন কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত কুমার রায়, দার্জিলিং ও কালিম্পঙের জেলাশাসক ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকরা ।

এই বিষয়ে সুশান্তকুমার রায় বলেন, " ত্রিবেণীতে SARI ও COVID হাসপাতালের জন্য সরকারের সবুজ সংকেত মিলেছে । ওই হাসপাতালে রোগীদের নেওয়ার জন্য দুটি আলাদা এন্ট্রি গেট হবে । কোরোনা পজ়িটিভদের জন্য একটি এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (ILI) ও SARI-র জন্য একটি । এরমধ্যে 70টি বেড থাকবে ILI ও SARI-র জন্য এবং কোরোনা পজ়িটিভদের জন্য 30 টি বেড । ILI-কে স্টেজ-1, SARI-কে স্টেজ-2 এবং কোরোনা আক্রান্ত, কিন্তু কম অসুস্থ বা উপসর্গহীনদের স্টেজ -3 এবং বেশি অসুস্থদের স্টেজ-4 তে রাখা হবে । স্টেজ-3 ও স্টেজ-4 এর জন্য রয়েছে 30টি বেড । আর স্টেজ-1 ও স্টেজ-2 এর জন্য 70 টি বেড । তবে সোয়াব পরীক্ষার পর যদি দেখা যায় কারও কোরোনা নেগেটিভ তাঁদের সেখান থেকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে ।"

এদিকে, কোরোনার সোয়াব পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসছে নয়া মেশিন । কিছুদিনের মধ্যেই সেই মেশিন এলে উত্তরবঙ্গে কোরোনা পরীক্ষায় আরও গতি বাড়বে বলে জানান সুশান্তবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.