ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছাল কোভিশিল্ড

গতকাল কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসাপাতাল এসে পৌঁছায় কোরোনা ভ্যাকসিনের 18 হাজার ডোজ় । আপাতত সেগুলি মজুত করা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায় কোভ্যাক্সিন
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায় কোভ্যাক্সিন
author img

By

Published : Jan 14, 2021, 8:44 AM IST

শিলিগুড়ি, ১৪ জানুয়ারি : অবশেষে প্রতীক্ষার অবসান । কোভিশিল্ড কলকাতায় পৌঁছায় মঙ্গলবার । আর গতকাল কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায় কোরোনার ভ্যাকসিন ।

দার্জিলিং জেলার জন্য বরাদ্দ হয়েছে কোভিশিল্ড-এর 18 হাজার ডোজ় । আজ সকাল থেকেই এই ভ্যাক্সিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টোরে মজুত করা শুরু হবে । স্টোর করার পর দার্জিলিং-এর একাধিক জায়গায় বিতরণ করা হবে । প্রথম পর্যায়ে এই টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের ।

আরও পড়ুন : বুধবার সন্ধ্য়ায় মালদায় পৌঁছালো কোরোনার টিকা

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছায় কোভিশিল্ড । শনিবার থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ । তার মধ্যেই জেলায় জেলায় এসে পৌঁছাচ্ছে কোভাশিল্ড ।

শিলিগুড়ি, ১৪ জানুয়ারি : অবশেষে প্রতীক্ষার অবসান । কোভিশিল্ড কলকাতায় পৌঁছায় মঙ্গলবার । আর গতকাল কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায় কোরোনার ভ্যাকসিন ।

দার্জিলিং জেলার জন্য বরাদ্দ হয়েছে কোভিশিল্ড-এর 18 হাজার ডোজ় । আজ সকাল থেকেই এই ভ্যাক্সিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টোরে মজুত করা শুরু হবে । স্টোর করার পর দার্জিলিং-এর একাধিক জায়গায় বিতরণ করা হবে । প্রথম পর্যায়ে এই টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের ।

আরও পড়ুন : বুধবার সন্ধ্য়ায় মালদায় পৌঁছালো কোরোনার টিকা

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছায় কোভিশিল্ড । শনিবার থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ । তার মধ্যেই জেলায় জেলায় এসে পৌঁছাচ্ছে কোভাশিল্ড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.