দার্জিলিং, 16 মার্চ : কোরোনা আতঙ্কের জের এবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল টাইগার হিল । আজ দার্জিলিংয়ের DFO (বন্যপ্রাণ)-এর তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷
ওই নির্দেশিকায় জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোরোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতির জেরে জনস্বার্থে মহানন্দা অভয়ারণ্য, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, সিঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এমনকী টাইগার হিল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 17 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটককের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । তবে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে এ ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলে জানা গেছে ৷
আরও পড়ুন : কোরোনা: বন্ধ হল বেঙ্গল সাফারি
অন্যদিকে শিলিগুড়িতে বন্ধ করে দেওয়া হয়েছে বেঙ্গল সাফারি পার্ক ৷