ETV Bharat / state

GJM-এর উদ্যোগে দার্জিলিং হাসপাতালে জীবাণুনাশক স্প্রে

আজ দার্জিলিং জেলা হাসপাতাল চত্বরকে জীবাণুমুক্ত করতে রাসায়নিক স্প্রে করা হয় ৷ মোর্চার নেতৃত্বে এই কাজ হয় ৷

author img

By

Published : Apr 10, 2020, 6:33 PM IST

দার্জিলিং হাসপাতালে জীবাণুনাশক স্প্রে, নেতৃত্বে বিনয় তামাং
দার্জিলিং হাসপাতালে জীবাণুনাশক স্প্রে, নেতৃত্বে বিনয় তামাং

দার্জিলিং, 10 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে পাহাড়ের একাধিক জায়গায় চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ ৷ আজ দার্জিলিং জেলা হাসপাতালেও রাসায়নিক স্প্রে করা হয় ৷ নেতৃত্বে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং ৷

স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনের তরফে নয়, মোর্চার তরফে এই কর্মসূচি আজ নেওয়া হয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সাধুবাদও দেওয়া হয় মোর্চা নেতৃত্বকে ৷ বিশ্বজুড়ে কোরোনার বিরুদ্ধে লড়াই চলছে ৷ তাই এবার কোরোনার হানা থেকে পাহাড়কে বাঁচাতে প্রশাসন ও GTA-র সঙ্গে আসরে নামল মোর্চার মতো রাজনৈতিক দলও ৷

কয়েকদিন আগেই দমকলের তরফে দার্জিলিং থানায় রাসায়নিক স্প্রে করা হয় ৷ পাহাড়ের বিভিন্ন পৌরসভার তরফেও জীবাণুমুক্ত করার কাজ চলছে ৷ GTA রাসায়নিক স্প্রে সরবরাহ করছে ৷ মোর্চা নেতা বিনয় তামাং বলেন, "কারও কোরোনার উপসর্গ দেখা দিলে প্রথমে হাসপাতালেই তো আসবেন ৷ সেখান থেকে তারপর আইসোলেশন বা কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে ৷ তাই হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত না থাকলে সেখান থেকেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে ৷ এর জন্যই এই উদ্যোগ ৷"

দার্জিলিং, 10 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে পাহাড়ের একাধিক জায়গায় চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ ৷ আজ দার্জিলিং জেলা হাসপাতালেও রাসায়নিক স্প্রে করা হয় ৷ নেতৃত্বে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং ৷

স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনের তরফে নয়, মোর্চার তরফে এই কর্মসূচি আজ নেওয়া হয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সাধুবাদও দেওয়া হয় মোর্চা নেতৃত্বকে ৷ বিশ্বজুড়ে কোরোনার বিরুদ্ধে লড়াই চলছে ৷ তাই এবার কোরোনার হানা থেকে পাহাড়কে বাঁচাতে প্রশাসন ও GTA-র সঙ্গে আসরে নামল মোর্চার মতো রাজনৈতিক দলও ৷

কয়েকদিন আগেই দমকলের তরফে দার্জিলিং থানায় রাসায়নিক স্প্রে করা হয় ৷ পাহাড়ের বিভিন্ন পৌরসভার তরফেও জীবাণুমুক্ত করার কাজ চলছে ৷ GTA রাসায়নিক স্প্রে সরবরাহ করছে ৷ মোর্চা নেতা বিনয় তামাং বলেন, "কারও কোরোনার উপসর্গ দেখা দিলে প্রথমে হাসপাতালেই তো আসবেন ৷ সেখান থেকে তারপর আইসোলেশন বা কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে ৷ তাই হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত না থাকলে সেখান থেকেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে ৷ এর জন্যই এই উদ্যোগ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.