শিলিগুড়ি, 3 ডিসেম্বর : বালাসন সেতুর একাংশের উপর বেইলি ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল শিলিগুড়িতে (Matigara Bailey Bridge Inauguration) ৷ উদ্বোধনে আমন্ত্রিত না হয়েও মঞ্চে উপস্থিত হলেন মাটিগাড়ার নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল অনুষ্ঠান মঞ্চ ৷ বিজেপির অভিযোগ, কেন্দ্রের টাকায় তৈরি হওয়া বেইলি ব্রিজের কৃতিত্ব তৃণমূল নিচ্ছে ৷ যদিও পরে পুলিশ ও জেলাশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
শিলিগুড়ির মাটিগাড়া বালাসন সেতুর (Matigara Balasan Bridge) উপর তৈরি বেইলি ব্রিজের উদ্বোধন হয় আজ ৷ ব্রিজ উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, প্রাক্তন কো-অর্ডিনেটর রঞ্জন শীলশর্মা, শিলিগুড়ি মহকুমার তৃণমূল কংগ্রেসের নেতা কাজল ঘোষ প্রমুখ ৷ কিন্তু, অভিযোগ মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি ৷ বদলে উদ্বোধনে তৃণমূলের নেতাদের আমন্ত্রণ জানানো হয় ৷
কেন্দ্রীয় সরকারের 67 লক্ষ টাকার আর্থিক সহযোগিতায় ওই বেইলি ব্রিজ মেরামত করা হয়েছে ৷ তাই আমন্ত্রণ না পেয়েও সেখানে গিয়ে পৌঁছান বিজেপি নেতারা ৷ সঙ্গে ছিলেন নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৷ অভিযোগ, বিধায়ক অনুষ্ঠান মঞ্চের কাছে যেতেই তাঁকে সরে যেতে বলে পুলিশ (Bailey Bridge Inauguration Controversy) ৷ আর তার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা ৷ এনিয়ে আনন্দময় বর্মন অভিযোগ করে বলেন, ‘‘এখানে আমি নির্বাচিত জনপ্রতিনিধি ৷ বাকিরা সব হেরে যাওয়া নেতৃত্ব ৷ তাঁদের পুনর্বাসন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ এমনকি তাঁরা মাটিগাড়া এলাকার বাসিন্দা নন ৷ শিলিগুড়ি থেকে এসেছেন ৷ তাঁদের ডেকে ফলাও করে ওই ব্রিজ উদ্ধোধন করা হচ্ছে ৷ যেটার কোন প্রয়োজনই ছিল না ৷ ওটা তো মেরামত করা হয়েছে ৷’’
আরও পড়ুন : BJP agitation in Silliguri: শিলিগুড়িতে বিজেপির মিছিলে উত্তেজনা, বিক্ষোভ বিধায়কদের
পাল্টা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, ‘‘কোনও তরজা নয় ৷ রাতদিন আমাদের লোক কাজ করে ওই সেতু নির্মাণ করেছে ৷ আমরা 365 দিন মানুষের পাশে থাকি ৷ বিজেপির কেউ থাকে না ৷’’ যদিও, পরে উত্তেজনা এড়াতে হস্তক্ষেপ করেন দার্জিলিংয়ের জেলার জেলাশাসক ৷ তিনি, তৃণমূল নেতা কাজল ঘোষ ও বিধায়ক আনন্দময় বর্মন একসঙ্গে ব্রিজের উদ্বোধন করেন ৷