ETV Bharat / state

দার্জিলিং নিয়ে বৈঠক চেয়ে ফের রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র : রাজু বিস্তা - Raju Bista

রাজ্য সরকার বৈঠক না করলে কী করবেন ? সাংসদ বলেন, "রাজ্য সরকার বৈঠক না ডাকলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে ৷"

রাজু বিস্তা
রাজু বিস্তা
author img

By

Published : Jan 10, 2020, 6:18 PM IST

দার্জিলিং, 10 জানুয়ারি : দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তবে, রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানালেন BJP-র দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷ আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন রাজু । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি ৷

BJP পাহাড়ে জোটসঙ্গীদের পাশেই রয়েছে বলে জানান রাজু বিস্তা ৷ জোটসঙ্গীদের দাবি ও প্রত্যাশা নিয়েও ওয়াকিবহাল কেন্দ্রীয় নেতারা ৷ এই পরিস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকেই সমস্যা মিটতে পারে বলে মনে করছেন তিনি ৷ রাজু বিস্তা মনে করেন, কেন্দ্র, রাজ্য সরকার ও দার্জিলিঙের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা হওয়া উচিত ৷

রাজ্য সরকার বৈঠক না করলে কী করবেন ? সাংসদ বলেন, "রাজ্য সরকার বৈঠক না ডাকলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে ৷" বিমল গুরঙের নাম না করে রাজু বিস্তা বলেন, "পাহাড়ে মোর্চা দু'ভাগে বিভক্ত ঠিকই ৷ কিন্তু, বাস্তবে কিছু সংখ্যক মোর্চা নেতা GTA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে ৷ বাকি সাধারণ মানুষ ও মোর্চা নেতারা ঐক্যবদ্ধই আছেন ৷ তাঁরাও দার্জিলিঙের প্রতিনিধি ৷ আমরা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করব ৷ আপনারা দেখতে থাকুন ৷ সবটা এখনই খোলসা করব না ৷"

দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চেয়ে ফের রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র

এর আগে পৃথক রাজ্যের দাবিতে 102 দিন বনধ হয়েছে পাহাড়ে ৷ পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ GTA প্রশাসনিক বোর্ড তৈরি করে তাতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসিয়েছেন বিনয় শিবিরকেই ৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজু জানান, "কেন্দ্রীয় অর্থ খরচের ক্ষেত্রেও সব কাজ যথাযথ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তাই বিশেষ অডিটের প্রয়োজন রয়েছে GTA-তে ৷ আমরা কেন্দ্রকে বলেছি, অডিট না হলে নতুন করে আর GTA-কে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না ৷"

পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, "পাহাড়কে ফের অশান্ত করতে চেষ্টা করছেন সাংসদ ৷ পাহাড় এখন শান্ত রয়েছে ৷ BJP-র উস্কানিতে পাহাড়ের মানুষ ওদের সঙ্গ দেবে না ৷"

দার্জিলিং, 10 জানুয়ারি : দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তবে, রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানালেন BJP-র দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷ আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন রাজু । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি ৷

BJP পাহাড়ে জোটসঙ্গীদের পাশেই রয়েছে বলে জানান রাজু বিস্তা ৷ জোটসঙ্গীদের দাবি ও প্রত্যাশা নিয়েও ওয়াকিবহাল কেন্দ্রীয় নেতারা ৷ এই পরিস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকেই সমস্যা মিটতে পারে বলে মনে করছেন তিনি ৷ রাজু বিস্তা মনে করেন, কেন্দ্র, রাজ্য সরকার ও দার্জিলিঙের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা হওয়া উচিত ৷

রাজ্য সরকার বৈঠক না করলে কী করবেন ? সাংসদ বলেন, "রাজ্য সরকার বৈঠক না ডাকলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে ৷" বিমল গুরঙের নাম না করে রাজু বিস্তা বলেন, "পাহাড়ে মোর্চা দু'ভাগে বিভক্ত ঠিকই ৷ কিন্তু, বাস্তবে কিছু সংখ্যক মোর্চা নেতা GTA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে ৷ বাকি সাধারণ মানুষ ও মোর্চা নেতারা ঐক্যবদ্ধই আছেন ৷ তাঁরাও দার্জিলিঙের প্রতিনিধি ৷ আমরা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করব ৷ আপনারা দেখতে থাকুন ৷ সবটা এখনই খোলসা করব না ৷"

দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চেয়ে ফের রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র

এর আগে পৃথক রাজ্যের দাবিতে 102 দিন বনধ হয়েছে পাহাড়ে ৷ পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ GTA প্রশাসনিক বোর্ড তৈরি করে তাতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসিয়েছেন বিনয় শিবিরকেই ৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজু জানান, "কেন্দ্রীয় অর্থ খরচের ক্ষেত্রেও সব কাজ যথাযথ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তাই বিশেষ অডিটের প্রয়োজন রয়েছে GTA-তে ৷ আমরা কেন্দ্রকে বলেছি, অডিট না হলে নতুন করে আর GTA-কে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না ৷"

পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, "পাহাড়কে ফের অশান্ত করতে চেষ্টা করছেন সাংসদ ৷ পাহাড় এখন শান্ত রয়েছে ৷ BJP-র উস্কানিতে পাহাড়ের মানুষ ওদের সঙ্গ দেবে না ৷"

Intro:দার্জিলিঙ পাহাড় পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে ফের রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও রাজ্যের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলে নি বলে শিলিগুড়িতে জানালেন বিজেপির দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়িতে তিনি জানান, অন্তত একমাস আগে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঐ চিঠি রাজ্যের কাছে গিয়েছে। 



Body:শিলিগুড়িতে রাজু জানান, পাহাড়ে জোটসঙ্গীদের পাশেই রয়েছে বিজেপি। জোটসঙ্গীদের দাবি ও প্রত্যাশা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন কেন্দ্রের বিজেপি নেতারাও। এই পরিস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকেই সমস্যা মিটতে পারে। তবে রাজ্য সরকারকেই ওই বৈঠক ডাকতে হবে। কেন্দ্র সরকার , রাজ্য সরকার এবং দার্জিলিঙের স্থানিয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা হওয়াই উচিত। 
রাজু বলেন, রাজ্য সরকার বৈঠক না ডাকতে চাইলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব। সেখানেই পরবর্তী কৌশল ঠিক হবে। 
ত্শৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে বিমল গুরুঙ এর না উচ্চারন না করে রাজু বলেন পাহাড়ে মোর্চা দুই ভাগে বিভক্ত ঠিকই। কিন্তু বাস্তবে কিছু সংখ্যক মোর্চানেতা জিটিএ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে। বাকি সাধারণ মানুষ ও মোর্চা নেতারা ঐক্যবদ্ধই আছেন। তারাও দার্জিলিঙের প্রতিনিধি। আমরা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করব। আপনারা দেখতে থাকুন। সবটা এখনই খোলসা করব না। 
এর আগে পৃথক রাজ্যের দাবিত্বে ১০২ দিন বনধ হয়েছে পাহাড়ে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোর্চায় ভাঙন ধরানোর পাশাপাশি জিটিএ প্রশাসনিক বোর্ড তৈরী করে তাতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসিয়েছেন বিনয় শিবিরকেই। শিলিগুড়িতে সে প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তা বলেন কেন্দ্রীয় অর্থ খরচের ক্ষেত্রেও সব কাজ যথাযথ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই বিশেষ অডিটের প্রয়োজন রয়েছে জিটিএ তে। আমরা কেন্দ্র সরকারের কাছে বলেছি অডিট না হলে নতুন করে আর জিটিএ কে কোনও অর্থ বরাদ্দ করা যাবেনা। 
এদিকে এ নিয়ে পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন পাহাড়কে ফের অশান্ত করতে চেষ্টা করছেন সাংসদ। পাহাড় এখন শান্ত রয়েছে। বিজেপির উস্কানি শুনে পাহাড়ের মানুষ ওদের সাথ দেবেন না।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.