শিলিগুড়ি, 15 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের সর্বত্র যথেষ্ট সচেতনতা অবলম্বন করা হচ্ছে । বাদ যায়নি শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারিও । পশুদের সুরক্ষায় নেওয়া হুয়েছে বাড়তি উদ্যোগ । কোরোনা সংক্রমণ রুখতে সেখানে সেল বার্নিং প্রক্রিয়া শুরু হয়েছে ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারির আগেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বেঙ্গল সাফারি পার্কের গেট । কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রতি মুহূর্তেই । বেঙ্গল সাফারি চত্বর স্যানিটাইজ় করার পাশাপাশি এবার সেল বার্নিং প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ । এছাড়া পশু-পাখিদের ডায়েট মেনে খাবার দেওয়া হচ্ছে । নিয়ম করে পশুদের স্বাস্থ্য পরীক্ষাও করছেন চিকিৎসকরা ।
বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরমদেও রাই বলেন, "বেঙ্গল সাফারির ভিতরে থাকা যেসব নাইট শেল্টারে রয়েল বেঙ্গল টাইগার, লেপার্ড-সহ অন্যান্য পশুদের রাখা হয়েছে, সেখানে আগুনের সাহায্যে জীবাণুমুক্ত করা হচ্ছে নিয়মিত । এছাড়াও স্যানিটাইজ় করা হচ্ছে গোটা বেঙ্গল সাফারি চত্বর । কর্মীদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হচ্ছে ।"