শিলিগুড়ি, 28 জুন: সোমবারের পর ফের বুধবার। আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। উঠল গো-ব্যাক স্লোগান। এদিন দার্জিলিং রাজভবন থেকে সড়কপথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন তিনি। সেখানে 13টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তাঁর । যদিও উপস্থিত ছিলেন 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আর সেই বৈঠকে যোগ দিতেই এদিন বিশ্ববিদ্যালয়ে যান আচার্য। সেই সময়েই ছাত্র বিক্ষোভের মুখে পড়েন আচার্য।
শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ওই বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত হতে শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, রাজ্য সরকারকে না-জানিয়ে অনৈতিকভাবে ওই বৈঠক করছেন আচার্য। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বিভিন্ন উপাচার্যরা মঙ্গলবার উত্তরবঙ্গে চলে এসেছিলেন। এর পাশাপাশি রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে দেখতে চান পড়ুয়ারা বলে দাবি ওঠে।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার বলেন, "শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছেন রাজ্যপাল। তিনি নিজের মতো কাজ করছেন। সেই জন্য ছাত্ররা তাঁকে কালো পতাকা দেখিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে দেখতে চাই। উনি রাজ্যপাল কম ও বিজেপির নেতা হিসেবে বেশি কাজ করছেন। তাই আজ আমরা বিশ্ববিদ্যালয়ে তাঁকে পেয়ে কালো পতাকা দেখানো ও ধিক্কার জানানোর কর্মসূচি নিয়েছি।"
টিএমসিপি নেতা মিঠুন বৈশ্য বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে দেখতে চাই। এই আচার্য রাজ্য সরকারকে ছাড়া এসব করছেন। এজন্য এই বিক্ষোভ।"এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হন সেই সময় তাঁর কনভয়ের সামনে কালো পতাকা দেখানো হয়। যদিও এই বিক্ষোভ নিয়ে কোনও প্রত্যুত্তর দেননি রাজ্যপাল। বা তাঁর কোনও মতামতও পাওয়া যায়নি। উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য সোমবার এভাবেই কালো পতাকা দেখাচ্ছিলেন রাজ্যপালকে। পুলিশ সরিয়ে নিয়ে যায় ওই যুবকদের।
আরও পড়ুন: পায়ে ও কোমরে আঘাত মুখ্যমন্ত্রীর, খবর নিলেন রাজ্যপাল