ETV Bharat / state

কাওয়াখালির মাঠ নিয়েও অসন্তোষ প্রকাশ BJP-র - SJDA

মোদির জনসভার মাঠ নিয়ে অসন্তুষ্ট BJP, শুরু হল মঞ্চ বাঁধার কাজ

নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 31, 2019, 6:12 PM IST

Updated : Mar 31, 2019, 11:42 PM IST

শিলিগুড়ি, ৩১ মার্চ : দীর্ঘ টালাবাহানার পর কাওয়াখালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করার অনুমতি দিয়েছে SJDA (শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। কিন্তু, মাঠের মাপ সহ একাধিক বিষয় নিয়ে অসন্তুষ্ট BJP জেলা নেতৃত্ব। তবে তাদের বক্তব্য, "নেই মামার চেয়ে কানা মামা ভালো"।

৩ এপ্রিল শিলিগুড়িতে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদি। তাঁর সভার অনুমতি নিয়ে প্রশাসন ও BJP-র মধ্যে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে কাওয়াখালিতে SJDA-র নিজস্ব জমিতে সভা করার অনুমতি চাওয়া হয় BJP-র তরফে। কিন্তু তখন সেই অনুমতি দেওয়া হয়নি। তারপর অম্বিকানগরে রেলের জমিতে সভা করা হবে বলে ঠিক হয়। গতকাল সেই মাঠ পরিদর্শনে গেছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG সহ শিলিগুড়ির পুলিশ কমিশনার ও অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। কিন্তু, হেলিকপ্টার নামানোর ক্ষেত্রে সমস্যা থাকায় শেষপর্যন্ত কাওয়াখালিতেই "বিশ্ব বাংলা শিল্পী হাট"-এর পাশে প্রায় ১৫ একর ফাঁকা জমিতে সভার অনুমতি দেয় প্রশাসন।

Narendra Modi
সভাস্থানের ছবি

যদিও BJP নেতাদের দাবি, মোদির সভার জন্য কাওয়াখালির মাঠটিও পর্যাপ্ত নয়। তাছাড়া, পাশেই হাট থাকায় মাঠের একদিক রুদ্ধ। রাস্তার উপর মানুষ দাঁড়াতে পারবে না। এসব চিন্তাভাবনা করেই তাঁরা প্রথমে কাওয়াখালির মাঠের উলটোদিকের ফাঁকা জমিতে সভার অনুমতি চেয়েছিল। কিন্তু, আইনি জটিলতার কারণ দেখিয়ে SJDA সেখানে সভার অনুমতি দেয়নি।

তবে বিতর্ক দূরে সরিয়ে আপাতত জোরকদমে জনসভার প্রস্তুতি চলছে। BJP সূত্রে খবর, দুটি মঞ্চ তৈরি করা হবে। একটি মূল মঞ্চ হবে। তার উচ্চতা প্রায় ১০ ফুট ও দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। সেই মঞ্চেই মোদি সহ অন্য হেভিওয়েট নেতারা থাকবেন। মূল মঞ্চ থেকে কিছুটা দূরে আরও একটি মঞ্চ তৈরি করা হবে। উচ্চতা প্রায় ৮ ফুট। সেই মঞ্চে বিভিন্ন জেলার নেতারা থাকবেন। তবে, উত্তরবঙ্গের আটটি কেন্দ্রের প্রার্থীই সভায় হাজির থাকবেন কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

BJP-র শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "প্রধানমন্ত্রীর সভার জন্য যে কোনও মাঠই ছোটো। তাঁর সভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়। আমাদের আশা, প্রধানমন্ত্রীর সভা সফল হবে। লক্ষাধিক মানুষের সমাগম হবে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কে ব্যাপক প্রভাব ফেলবে। তাঁর কথায়, "মোদি শুধু ভারত নয়, সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাঁর প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা রয়েছে তা হয়তো বিশ্বের কোনও নেতার নেই। মোদি আসার ফলে পশ্চিমবঙ্গ বিশেষত উত্তরবঙ্গে যে BJP ও মোদি ঝড় চলছে তা আরও তুঙ্গে উঠবে। "

শিলিগুড়ি, ৩১ মার্চ : দীর্ঘ টালাবাহানার পর কাওয়াখালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করার অনুমতি দিয়েছে SJDA (শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। কিন্তু, মাঠের মাপ সহ একাধিক বিষয় নিয়ে অসন্তুষ্ট BJP জেলা নেতৃত্ব। তবে তাদের বক্তব্য, "নেই মামার চেয়ে কানা মামা ভালো"।

৩ এপ্রিল শিলিগুড়িতে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদি। তাঁর সভার অনুমতি নিয়ে প্রশাসন ও BJP-র মধ্যে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে কাওয়াখালিতে SJDA-র নিজস্ব জমিতে সভা করার অনুমতি চাওয়া হয় BJP-র তরফে। কিন্তু তখন সেই অনুমতি দেওয়া হয়নি। তারপর অম্বিকানগরে রেলের জমিতে সভা করা হবে বলে ঠিক হয়। গতকাল সেই মাঠ পরিদর্শনে গেছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের IG সহ শিলিগুড়ির পুলিশ কমিশনার ও অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। কিন্তু, হেলিকপ্টার নামানোর ক্ষেত্রে সমস্যা থাকায় শেষপর্যন্ত কাওয়াখালিতেই "বিশ্ব বাংলা শিল্পী হাট"-এর পাশে প্রায় ১৫ একর ফাঁকা জমিতে সভার অনুমতি দেয় প্রশাসন।

Narendra Modi
সভাস্থানের ছবি

যদিও BJP নেতাদের দাবি, মোদির সভার জন্য কাওয়াখালির মাঠটিও পর্যাপ্ত নয়। তাছাড়া, পাশেই হাট থাকায় মাঠের একদিক রুদ্ধ। রাস্তার উপর মানুষ দাঁড়াতে পারবে না। এসব চিন্তাভাবনা করেই তাঁরা প্রথমে কাওয়াখালির মাঠের উলটোদিকের ফাঁকা জমিতে সভার অনুমতি চেয়েছিল। কিন্তু, আইনি জটিলতার কারণ দেখিয়ে SJDA সেখানে সভার অনুমতি দেয়নি।

তবে বিতর্ক দূরে সরিয়ে আপাতত জোরকদমে জনসভার প্রস্তুতি চলছে। BJP সূত্রে খবর, দুটি মঞ্চ তৈরি করা হবে। একটি মূল মঞ্চ হবে। তার উচ্চতা প্রায় ১০ ফুট ও দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। সেই মঞ্চেই মোদি সহ অন্য হেভিওয়েট নেতারা থাকবেন। মূল মঞ্চ থেকে কিছুটা দূরে আরও একটি মঞ্চ তৈরি করা হবে। উচ্চতা প্রায় ৮ ফুট। সেই মঞ্চে বিভিন্ন জেলার নেতারা থাকবেন। তবে, উত্তরবঙ্গের আটটি কেন্দ্রের প্রার্থীই সভায় হাজির থাকবেন কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

BJP-র শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "প্রধানমন্ত্রীর সভার জন্য যে কোনও মাঠই ছোটো। তাঁর সভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম হয়। আমাদের আশা, প্রধানমন্ত্রীর সভা সফল হবে। লক্ষাধিক মানুষের সমাগম হবে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কে ব্যাপক প্রভাব ফেলবে। তাঁর কথায়, "মোদি শুধু ভারত নয়, সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাঁর প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা রয়েছে তা হয়তো বিশ্বের কোনও নেতার নেই। মোদি আসার ফলে পশ্চিমবঙ্গ বিশেষত উত্তরবঙ্গে যে BJP ও মোদি ঝড় চলছে তা আরও তুঙ্গে উঠবে। "

Intro:মোদীর জনসভার মাঠ নিয়ে অসন্তুষ্ট বিজেপি, শুরু হল মঞ্চ বাঁধার কাজ!


শিলিগুড়ি, ৩১ মার্চঃ কাওয়াখালিতে এসজেডিএর জমিতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জনসভার জন্য এসজেডিএর তরফে যে স্থান বরাদ্দ করা হয়েছে তা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট জেলার বিজেপি নেতৃত্বরা। তবে, "নাই মামার চেয়ে কানা মামা ভালো" মন্তব্য বিজেপি নেতৃত্বদের। 


শিলিগুড়ির কাওয়াখালিতে বিশ্ববাংলা শিল্পী হাটের পাশে প্রায় ১৫ একর ফাঁকা জমিতে প্রধানমন্ত্রীর সভার জন্য স্থান বরাদ্দ করেছে এসজেডিএ কতৃপক্ষ। যদিও বিজেপি নেতৃত্বদের পছন্দ ছিল উল্টোদিকের ফাঁকা জমি। তবে আইনী জট উল্লেখ করে এসজেডিএর তরফে সেই স্থান বাতিল করা হয়। বিজেপি নেতৃত্বরা জানান, আমাদের প্রতিক্ষেত্রেই বাঁধা দেওয়ার চেষ্টা করা হয়৷ তবে আমরা আমাদের মতোন করে পথ চলি। সাফল্যও মিলছে। এবারেও মিলবে। 


আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা আসনকে পাখির চোখ করে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে ৩ এপ্রিল শিলিগুড়ি আসছেন নরেন্দ্র মোদী। হাতে সময় মাত্র দুদিন। কম সময়ে কাজ শেষ করতেই তোড়জোড়ে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে বিজেপির তরফে। এদিকে নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করতে সভাস্থলে রয়েছে এসপিজির আধিকারীকেরা। 


বিজেপি সূত্রে খবর, মোদীর সভাস্থলে দুটি মঞ্চ তৈরী হবে। একটি মূল মঞ্চ হবে। যার উচ্চতা হবে ১০ ফুট। দৈর্ঘ আনুমানিক ৩০ ফুট। সেই মঞ্চেই থাকবেন প্রধানমন্ত্রী ও হেভিওয়েট নেতৃত্বরা। অন্যদিকে, সেই মঞ্চ থেকে ঢিল ছোরা দূরত্ব আনুমানিক ৮ ফুট উচ্চতার আরও একটি মঞ্চ হবে। যেখানে বিভিন্ন জেলার নেতৃত্বরা থাকবেন। তবে উত্তরবঙ্গের সাত আট জেলার প্রার্থীই সভা মঞ্চে থাকবেন কি না তা এখনও ঠিক হয়নি৷ রাজ্যের তরফে সিদ্ধান্ত চূড়ান্ত হবার পরেই তা স্থির হবে। 


বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, প্রথমে তো আমাদের জায়গা দেওয়া হচ্ছিল না। তবে অনেক চেষ্টার পর আমরা সভা করার জন্য জায়গা পেয়েছি। জায়গাটি ছোট বটে, তবে প্রধানমন্ত্রীর সভার জন্য যত বড় জায়গাই হোক না কেন তা ছোট হয়ে যায়৷ আমরা আশাবাদী কয়েকলক্ষ লোকের সমাগম হবে মোদীর সভায়। আমরাও বাড়তি অক্সিজেন পাব। তিনি আরও বলেন, মোদীজি সভা করছেন মানে উত্তরবঙ্গের সব আসনে আমাদের জয় নিশ্চিত। রাজ্যের শাসকদল তা বুঝে গিয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরছে। তাই বাঁধা দেওয়ার চেষ্টা হচ্ছে এত।




Body:.


Conclusion:.
Last Updated : Mar 31, 2019, 11:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.