ETV Bharat / state

মন্ত্রীর পাইলট কারের ধাক্কায় আহত যুবককে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শিলিগুড়িতে - BJP shifts youth injured in minister's pilot car

বৃহস্পতিবার দুপুরে আশিঘরে পর্যটনমন্ত্রী গৌতম দেবের কনভয়ের সঙ্গে থাকা একটি পাইলট গাড়ি ধাক্কা মারে হিরন্ময় সূত্রধর নামে এক যুবককে । তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবককে ছেড়ে দেওয়া হয় ।

SSS
SSS
author img

By

Published : Jan 15, 2021, 12:35 PM IST

শিলিগুড়ি, 15 জানুয়ারি : মন্ত্রীর কনভয়ের পাইলট কারের ধাক্কায় আহত যুবককে নিয়ে শিলিগুড়িতে রাজনৈতিক পারদ চড়ছে । চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে বিজেপির তরফে আহত যুবককে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আশিঘরে পর্যটনমন্ত্রী গৌতম দেবের কনভয়ের সঙ্গে থাকা পাইলট গাড়ি ধাক্কা মারে হিরন্ময় সূত্রধর নামে এক যুবককে । ওই যুবক শিলিগুড়ি বিজেপির এক মহিলা নেত্রীর ছেলে । যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

বিজেপি মহিলা নেত্রীর ছেলেকে ধাক্কা মারে মন্ত্রীর পাইলট কার, অভিযোগ মন্ত্রী পরিবারের সঙ্গে সহযোগিতা করেননি

এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়োজনে চিকিৎসকের টিম তৈরি রাখতে বলেছিলেন বলে জানান পর্যটনমন্ত্রী । রাতে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ফের ওই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে মাঝরাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে যান শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল, জেলা সভানেত্রী শিখা চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথসহ একাধিক কর্মী-সমর্থক। এদিকে, খবর পেয়ে হাসপাতালে যান পর্যটনমন্ত্রী গৌতম দেবও ।

আরও পড়ুন মন্ত্রীর পাইলট গাড়ির ধাক্কায় জখম যুবক

অভিযোগ, তিনি যুবককে দেখে পরিবারের সঙ্গে কথা না বলেই চলে যান । এমনকী, ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর পরিবারের লোকেরা মন্ত্রীকে একাধিকবার ফোন করলেও তিনি উত্তর দেননি বলে অভিযোগ ।

বিজেপি নেতৃত্ব ওই যুবককে মাঝরাতে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করে। শিখা চ্যাটার্জির অভিযোগ, ইস্টার্ন বাইপাসের ওখানে ছেলেটা আসছিল । ওঁর কনভয় মেরে দিয়ে চলে গেল । যখন দেখল আহত হয়েছে লোক জড়ো হয়ে গেছে তখন হসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় । ছেলেটির ক্রমাগত বমি হচ্ছিল । তাঁকে বার বার ফোন করা হয়েছে । পাওয়া যায়নি । যখন দেখছে অবস্থা খারাপ আবার ভরতি করা হয়েছে তখন উনি এসেছেন । হাসপাতালে কোনও চিকিৎসার ব্যবস্থা হয়নি । আমরা এখন নার্সিংহোমে নিয়ে যাচ্ছি । ছেলেটির কিছু হলে তার দায় কে নিত ?"

শিলিগুড়ি, 15 জানুয়ারি : মন্ত্রীর কনভয়ের পাইলট কারের ধাক্কায় আহত যুবককে নিয়ে শিলিগুড়িতে রাজনৈতিক পারদ চড়ছে । চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে বিজেপির তরফে আহত যুবককে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আশিঘরে পর্যটনমন্ত্রী গৌতম দেবের কনভয়ের সঙ্গে থাকা পাইলট গাড়ি ধাক্কা মারে হিরন্ময় সূত্রধর নামে এক যুবককে । ওই যুবক শিলিগুড়ি বিজেপির এক মহিলা নেত্রীর ছেলে । যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

বিজেপি মহিলা নেত্রীর ছেলেকে ধাক্কা মারে মন্ত্রীর পাইলট কার, অভিযোগ মন্ত্রী পরিবারের সঙ্গে সহযোগিতা করেননি

এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়োজনে চিকিৎসকের টিম তৈরি রাখতে বলেছিলেন বলে জানান পর্যটনমন্ত্রী । রাতে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ফের ওই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে মাঝরাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে যান শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল, জেলা সভানেত্রী শিখা চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথসহ একাধিক কর্মী-সমর্থক। এদিকে, খবর পেয়ে হাসপাতালে যান পর্যটনমন্ত্রী গৌতম দেবও ।

আরও পড়ুন মন্ত্রীর পাইলট গাড়ির ধাক্কায় জখম যুবক

অভিযোগ, তিনি যুবককে দেখে পরিবারের সঙ্গে কথা না বলেই চলে যান । এমনকী, ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর পরিবারের লোকেরা মন্ত্রীকে একাধিকবার ফোন করলেও তিনি উত্তর দেননি বলে অভিযোগ ।

বিজেপি নেতৃত্ব ওই যুবককে মাঝরাতে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করে। শিখা চ্যাটার্জির অভিযোগ, ইস্টার্ন বাইপাসের ওখানে ছেলেটা আসছিল । ওঁর কনভয় মেরে দিয়ে চলে গেল । যখন দেখল আহত হয়েছে লোক জড়ো হয়ে গেছে তখন হসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় । ছেলেটির ক্রমাগত বমি হচ্ছিল । তাঁকে বার বার ফোন করা হয়েছে । পাওয়া যায়নি । যখন দেখছে অবস্থা খারাপ আবার ভরতি করা হয়েছে তখন উনি এসেছেন । হাসপাতালে কোনও চিকিৎসার ব্যবস্থা হয়নি । আমরা এখন নার্সিংহোমে নিয়ে যাচ্ছি । ছেলেটির কিছু হলে তার দায় কে নিত ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.