ETV Bharat / state

NJP-তে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার BJP নেতা , প্রতিবাদে থানা ঘেরাও

শুক্রবার সকালে ট্রেনের শৌচালয়ে জল ভরার কাজ নিয়ে গন্ডগোলের সূত্রপাত । BJP-র অভিযোগ, কাজের বরাতপ্রাপ্ত সংস্থার হয়ে ট্রেনের শৌচালয়ে জল ভরছিলেন BJP সমর্থক একদল কর্মী । তখন লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় । ঘটনায় গতকাল রাতে BJP নেতা জয়দীপ নন্দী-কে গ্রেপ্তার করে পুলিশ ৷ যদিও ,BJP-র দাবি গন্ডগোলের সময় তিনি এলাকায় ছিলেন না ৷

author img

By

Published : Oct 18, 2020, 1:11 PM IST

NJP BJP-TMC clash
BJP নেতা জয়দীপ নন্দী

শিলিগুড়ি , 18 অক্টোবর : শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজের বরাত নিয়ে তৃণমূল ও BJP-র সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হল BJP নেতা জয়দীপ নন্দী-কে । তিনি তৃণমূল ছেড়ে BJP যোগ দিয়েছেন ৷ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে NJP থানার পুলিশ ৷ এরপরেই রাতে থানা ঘেরাও করে BJP ।

উল্লেখ্য, শুক্রবার সকালে ট্রেনের শৌচালয়ে জল ভরার কাজ নিয়ে গন্ডগোলের সূত্রপাত । BJP-র অভিযোগ, কাজের বরাতপ্রাপ্ত সংস্থার হয়ে ট্রেনের শৌচালয়ে জল ভরছিলেন BJP সমর্থক একদল কর্মী । তখন লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় । সংবাদমাধ্যমের সামনেই চলে মারপিট । বরাতপ্রাপ্ত সংস্থার এক কর্মীর দাবি, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কর্মী-সমর্থক । কাজ শুরুর আগে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বলছিল তারা । অর্থ চাওয়া হয়েছিল । এনিয়ে ঝামেলা শুরু হতেই ধুন্ধুমার বাধে স্টেশন সংলগ্ন এলাকায় । ভাঙচুর হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় কার্যালয় ।

BJP-র জেলা সম্পাদক রাজু সাহার অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল । অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ এরপর এই ঘটনায় গতকাল রাতে গ্রেপ্তার করা হয় BJP নেতা জয়দীপ নন্দী-কে ৷ এই বিষয়ে রাজু সাহা বলেন , ’’ঝামোলা সময় এলাকাতেই ছিলেন না জয়দীপ নন্দী । অথচ , তৃণমূলের নির্দেশে তার নামে মামলা করে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর প্রতিবাদে রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে ৷’’

থানায় BJP নেতারা বলেন, ’’তৃণমূলের কার্যালয় স্থানীয় বাসিন্দারা ভেঙে দিয়েছেন । BJP একাজে যুক্ত ছিল না । তাছাড়া প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল ত্যাগী BJP নেতা জয়দীপ নন্দী গন্ডগোলের সময় এলাকায় ছিলেন না । ’’

অন্যদিকে, এই ঘটনার পর থেকে শুরু হয়েছে তৃণমূল-BJP চাপানউতোর । রাজ্য BJP-র সম্পাদক সায়ন্তন বসু বলেন, "নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূল তোলাবাজি করছিল । তার প্রতিবাদ করেছে BJP । ক্ষুব্ধ হয়ে এলাকার বাসিন্দারা তৃণমূলের কার্যালয় ভেঙে দেন ।" পালটা হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা গৌতম দেবও । বলেন, "ভুল শুধরে শান্তির পথে না চললে BJP যে ভাষা বোঝে সেই ভাষাতেই প্রত্যাঘাত হবে । এখনও সময় আছে নিজেদের শুধরে নিন ।"

শিলিগুড়ি , 18 অক্টোবর : শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজের বরাত নিয়ে তৃণমূল ও BJP-র সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হল BJP নেতা জয়দীপ নন্দী-কে । তিনি তৃণমূল ছেড়ে BJP যোগ দিয়েছেন ৷ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে NJP থানার পুলিশ ৷ এরপরেই রাতে থানা ঘেরাও করে BJP ।

উল্লেখ্য, শুক্রবার সকালে ট্রেনের শৌচালয়ে জল ভরার কাজ নিয়ে গন্ডগোলের সূত্রপাত । BJP-র অভিযোগ, কাজের বরাতপ্রাপ্ত সংস্থার হয়ে ট্রেনের শৌচালয়ে জল ভরছিলেন BJP সমর্থক একদল কর্মী । তখন লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় । সংবাদমাধ্যমের সামনেই চলে মারপিট । বরাতপ্রাপ্ত সংস্থার এক কর্মীর দাবি, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কর্মী-সমর্থক । কাজ শুরুর আগে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বলছিল তারা । অর্থ চাওয়া হয়েছিল । এনিয়ে ঝামেলা শুরু হতেই ধুন্ধুমার বাধে স্টেশন সংলগ্ন এলাকায় । ভাঙচুর হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় কার্যালয় ।

BJP-র জেলা সম্পাদক রাজু সাহার অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল । অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ এরপর এই ঘটনায় গতকাল রাতে গ্রেপ্তার করা হয় BJP নেতা জয়দীপ নন্দী-কে ৷ এই বিষয়ে রাজু সাহা বলেন , ’’ঝামোলা সময় এলাকাতেই ছিলেন না জয়দীপ নন্দী । অথচ , তৃণমূলের নির্দেশে তার নামে মামলা করে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর প্রতিবাদে রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে ৷’’

থানায় BJP নেতারা বলেন, ’’তৃণমূলের কার্যালয় স্থানীয় বাসিন্দারা ভেঙে দিয়েছেন । BJP একাজে যুক্ত ছিল না । তাছাড়া প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল ত্যাগী BJP নেতা জয়দীপ নন্দী গন্ডগোলের সময় এলাকায় ছিলেন না । ’’

অন্যদিকে, এই ঘটনার পর থেকে শুরু হয়েছে তৃণমূল-BJP চাপানউতোর । রাজ্য BJP-র সম্পাদক সায়ন্তন বসু বলেন, "নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূল তোলাবাজি করছিল । তার প্রতিবাদ করেছে BJP । ক্ষুব্ধ হয়ে এলাকার বাসিন্দারা তৃণমূলের কার্যালয় ভেঙে দেন ।" পালটা হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা গৌতম দেবও । বলেন, "ভুল শুধরে শান্তির পথে না চললে BJP যে ভাষা বোঝে সেই ভাষাতেই প্রত্যাঘাত হবে । এখনও সময় আছে নিজেদের শুধরে নিন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.