ETV Bharat / state

তৃণমূলের কেউ কাটমানি নেয়নি, উলটে চাপমানি নিচ্ছে BJP : রবীন্দ্রনাথ - siliguri circuit house press meet

তৃণমূলের কেউ কাটমানি নেয়নি ৷ উলটে BJP ব্যবসায়ীদের থেকে চাপ দিয়ে চাপমানি নিচ্ছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷

সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Aug 3, 2019, 7:06 PM IST

শিলিগুড়ি, 3 অগাস্ট : তৃণমূল নেতানেত্রীরা কাটমানি নেননি ৷ BJP নেতারা ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদার সংস্থার উপর চাপ সৃষ্টি করে মোটা টাকা চাপমানি হিসেবে আদায় করছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷

আজ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজ়ে সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথবাবু বলেন, "সাধারণ মানুষকে নিশানা করে নিরীহ তৃণমূল নেতাদের উপর চাপ সৃষ্টি করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে BJP ৷ তাই আমরাও আন্দোলন শুরু করেছি ৷ এই চাপমানি BJP-কে অবিলম্বে ফেরত দিতে হবে ৷ " গতকাল 'দিদিকে বলো' কর্মসূচি চলাকালীন কাটমানি ইশুতে উত্তেজনা ছড়ায় কোচবিহারে ৷ এপ্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, "তৃণমূলের কোনও নেতা কাটমানি নেননি ৷ কাটমানি প্রসঙ্গে যত অভিযোগ উঠে আসছে সবটাই CPI(M) নেতাদের বিরুদ্ধে ৷ গতকালও যে অভিযোগ উঠেছিল তাও CPI(M) নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল ক্ষমতায় আসার আগে বাম আমল থেকেই কাটমানি নেওয়া শুরু হয়েছিল ৷ একথা CPI(M) নেতারা প্রকাশ্যেই জানিয়েছেন ৷"

আরও পড়ুন : ভোটে কালোটাকা ব্যবহার করেছে BJP, কাটমানির অভিযোগ মানায় না : গৌতম

কাটমানি ইশুতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় উত্তেজনা ছড়িয়েছে ৷ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু হয়েছে লাগাতার আন্দোলন ৷ এমনকী আন্দোলনের চাপে পড়ে টাকা দিতে বাধ্যও হচ্ছেন তৃণমূল নেতারা ৷ সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষ জানান, দল ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূলে যোগদান করেছে ৷ তারা যদি কাটমানি নিয়ে থাকেন তবে তা ফিরিয়ে দিতে হবে ৷ আর মুখ্যমন্ত্রীর সাহস আছে বলেই উনি কাটমানি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন ৷ কিন্তু BJP যা করছে তা মোটেও গ্রহণযোগ্য নয় ৷ চাপমানি ফেরতের আন্দোলন ক্রমেই জোরালো হবে ৷ আর BJP-কে সেই চাপমানি ফিরিয়ে দিতেই হবে ৷

শিলিগুড়ি, 3 অগাস্ট : তৃণমূল নেতানেত্রীরা কাটমানি নেননি ৷ BJP নেতারা ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদার সংস্থার উপর চাপ সৃষ্টি করে মোটা টাকা চাপমানি হিসেবে আদায় করছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷

আজ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজ়ে সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথবাবু বলেন, "সাধারণ মানুষকে নিশানা করে নিরীহ তৃণমূল নেতাদের উপর চাপ সৃষ্টি করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে BJP ৷ তাই আমরাও আন্দোলন শুরু করেছি ৷ এই চাপমানি BJP-কে অবিলম্বে ফেরত দিতে হবে ৷ " গতকাল 'দিদিকে বলো' কর্মসূচি চলাকালীন কাটমানি ইশুতে উত্তেজনা ছড়ায় কোচবিহারে ৷ এপ্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, "তৃণমূলের কোনও নেতা কাটমানি নেননি ৷ কাটমানি প্রসঙ্গে যত অভিযোগ উঠে আসছে সবটাই CPI(M) নেতাদের বিরুদ্ধে ৷ গতকালও যে অভিযোগ উঠেছিল তাও CPI(M) নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল ক্ষমতায় আসার আগে বাম আমল থেকেই কাটমানি নেওয়া শুরু হয়েছিল ৷ একথা CPI(M) নেতারা প্রকাশ্যেই জানিয়েছেন ৷"

আরও পড়ুন : ভোটে কালোটাকা ব্যবহার করেছে BJP, কাটমানির অভিযোগ মানায় না : গৌতম

কাটমানি ইশুতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় উত্তেজনা ছড়িয়েছে ৷ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু হয়েছে লাগাতার আন্দোলন ৷ এমনকী আন্দোলনের চাপে পড়ে টাকা দিতে বাধ্যও হচ্ছেন তৃণমূল নেতারা ৷ সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষ জানান, দল ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূলে যোগদান করেছে ৷ তারা যদি কাটমানি নিয়ে থাকেন তবে তা ফিরিয়ে দিতে হবে ৷ আর মুখ্যমন্ত্রীর সাহস আছে বলেই উনি কাটমানি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন ৷ কিন্তু BJP যা করছে তা মোটেও গ্রহণযোগ্য নয় ৷ চাপমানি ফেরতের আন্দোলন ক্রমেই জোরালো হবে ৷ আর BJP-কে সেই চাপমানি ফিরিয়ে দিতেই হবে ৷

Intro:কাটমানি নেয়নি তৃণমূলের নেতা-নেত্রীরা উলটে চাপমানি নিচ্ছে বিজেপিঃ রবীন্দ্রনাথ ঘোষ!

শিলিগুড়ি, ৩ আগস্টঃ তৃণমূলের নেতা নেত্রীরা কাটমানি নেয়নি বলে দাবী করলেন উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রীর দাবী, বিজেপি নেতারা ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদার সংস্থার ওপর চাপ সৃষ্টি করে মোটা টাকা আদায় করছে চাপমানি হিসেবে। অন্যদিকে, সাধারণ মানুষকে মোহরা করে নিরীহ তৃণমূল নেতাদের ওপর চাপ সৃষ্টি করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে কাটমানি বলে। সেক্ষেত্রে আমরা চুপ করে বসে থাকব না। আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সরব হব। চাপমানি ফিরিয়ে দিতে হবে বিজেপিকে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আন্দোলন সংঘটিত করছি।

Body:কাটমানি ইস্যুতে গোটা রাজ্যের পাশাপাশি উত্তরের একাধিক জেলা উত্তপ্ত হয়ে উঠেছে। তাতে মদত দিচ্ছে বিজেপিত স্থানীয় নেতৃত্বরা। সেক্ষেত্রে কাটমানি ফেরতের দাবীতে বিশেষ আন্দোলন সংগঠিত হয়েছে কোচবিহারে। একপ্রকার লাগাতার আন্দোলন শুরু হয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এমনকি আন্দোলনের চাপে পড়ে টাকা দিতেও স্বীকার হচ্ছেন তৃণমূল নেতারা। গতকালও দিদিকে বলো কর্মসূচী চলাকালীন কাটমানি ইস্যুতে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার৷ এবিষয়ে মন্ত্রী বলেন, তৃণমূলের কোন নেতা কাটমানি নেয়নি৷ যত অভিযোগ উঠে আসছে কাটমানি প্রসঙ্গে সবটাই সিপিএম নেতাদের বিরুদ্ধে। কালকেও যে অভিযোগ উঠেছিল তাও সিপিএম নেতার বিরুদ্ধে। তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই কাটমানি নেওয়ার প্রবনতা শুরু হয়েছিল বাম আমল থেকে। সিপিএম নেতারা প্রকাশ্যেই একথা জানিয়েছেন। সেক্ষেত্রে স্পষ্ট কারা কাটমানি নিয়েছিল।

Conclusion:আজ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমাদের দল ক্ষমতায় আসার পর অনেকেই দলবদল করেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তারা যদি কাটমানি নিয়ে থাকে তবে তা ফিরিয়ে দিতে হবে অবশ্যই। আর মুখ্যমন্ত্রীর সাহস আছে বলেই উনি বলেছেন একথা। কিন্তু বিজেপি যা করছে তা মোটেও গ্রহণ যোগ্য নয়। আমরা আন্দোলন সংঘটিত করছি চাপ মানির বিরুদ্ধে। আমাদের আন্দোলন ক্রমেই জোড়াল হবে। আর বিজেপিকে সেই চাপমানি ফিরিয়ে দিতেই হবে। একইসঙ্গে ফিরিয়ে দিতে হবে ব্ল্যাক মানিও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.