ফের ভোলবদল ! নিজের পার্টি ছেড়ে চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিচ্ছেন বাইচুং - বাইচুং ভুটিয়া
Bhaichung Bhutia: পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিচ্ছেন বাইচুং ভুটিয়া ৷ এই নিয়ে তৃতীয়বার বাইচুং তাঁর রাজনৈতিক পরিচয় বদল করছেন ৷ এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সিকিমে ৷
Published : Nov 22, 2023, 4:05 PM IST
|Updated : Nov 22, 2023, 5:07 PM IST
দার্জিলিং, 22 নভেম্বর: একবার ফের দলবদল করছেন পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া । ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেস থেকে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন ৷ পরে সিকিমে নিজের দল হামরো সিকিম তৈরি করেন ৷ এবার নিজের দলকেই জলাঞ্জলি দিয়ে যোগ দিতে চলেছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে (এসডিএফ) । বৃহস্পতিবার সকালে সিকিমের রাবাংলাতে এসডিএফ দলে যোগ দিচ্ছেন তিনি ।
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সভাপতি ডিবি থাপা বলেন, "এর আগে বেশ কয়েকবার আলোচনা হয়েছে । বাইচুং ভুটিয়া যোগ দিলে দলের ভালো হবে । দলের ক্ষমতা বাড়বে । আগামীতে দলের মুখ হতে চলেছেন বাইচুং ভুটিয়া । সম্প্রতি উত্তর সিকিমে প্রাকৃতিক দুর্যোগে আমরা একসঙ্গে মানুষের সঙ্গে কাজ করেছি ।"
এদিকে ফের বাইচুংয়ের রাজনৈতিক দল পরিবর্তন করায় জোর চর্চা ও সমালোচনার সৃষ্টি হয়েছে । এই নিয়ে বাইচুংকে কটাক্ষ করেছে সিকিমের শাসকদল প্রেম সিং গোলের সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। ওই দলের মুখ্য উপদেষ্টা চন্দ্রপ্রকাশ ভট্টরাই বলেন, "একসময় সবার থেকে বেশি পবন চামলিং ও তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বাইচুং ভুটিয়া । এখন তিনি নীতি-আদর্শ ভুলে সেখানে যোগ দিচ্ছেন । এর আগে তৃণমূলে গিয়েছিলেন । কী লাভ হয়েছে ? তাঁর রাজনীতির বা রাজনৈতিক দলের কোনও অস্তিত্ব সিকিমে নেই । কোনও প্রভাবই পড়বে না । তার সঙ্গে একটা লোক নেই । আমরা খেলোয়াড় বাইচুংকে শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতির বাইচুংকে পছন্দ করি না ।"
যদিও এই বিষয়ে খোলাভাবে কিছু বলতে চায়নি এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, "প্রত্যেকের অধিকার আছে যে কোনও দল করার । তবে বাইচুংয়ের রাজনীতির হাতেখড়ি তৃণমূল কংগ্রেস থেকে হয়েছিল । যে দলই করুক না কেন একাগ্রতা থাকা দরকার ।"
2016 সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে অশোক ভট্টাচার্যর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাইচুং । যদিও সেই বিধানসভা নির্বাচনে পরাজিত হন বাইচুং । পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাইচুংকে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বসান । কিন্তু পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি হয় বাইচুংয়ের ।
পদত্যাগ করে সিকিমে 2019 সালে হামরো সিকিম নামে নতুন রাজনৈতিক দল তৈরি করেন । কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি । এক বছরের মাথায় তার দলের প্রথম সারির নেতারা একে একে পদত্যাগ করে কেউ পবন চামলিং আবার কেউ প্রেম সিং গোলের শিবিরে নাম লেখান ।
এবার খোদ বাইচুং নিজের দল নিয়ে যোগ দিচ্ছেন এসডিএফে । ওই দলের সূত্রে জানা গিয়েছে, বাইচুংকে গুরুত্বপূর্ণ পদ দিতে চলেছেন চামলিং । আগামী নির্বাচনেও বাইচুংকে দলের অন্যতম মুখ হিসেবে তুলে ধরা হবে । বর্তমানে সিকিমের 32টি বিধানসভা আসনের মধ্যে 21টি সিকিম ক্রান্তিকারী মোর্চা, 10টি বিজেপি ও 1টি আসন এসডিএফের হাতে রয়েছে ।
আর কয়েকমাস পরই সিকিমে বিধানসভা নির্বাচন ৷ তার আগে বাইচুংয়ের দলবদল কি ওই রাজ্যের রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার !
আরও পড়ুন: