ETV Bharat / state

BGPM won Chairman Election: দার্জিলিং পৌরসভায় অনায়াস জয় অনিতদের, নয়া চেয়ারম্যান দীপেন ঠাকুরি - দীপেন ঠাকুরি

দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) চেয়ারম্য়ান নির্বাচনে সহজ জয় পেল বিজিপিএম (BGPM won Chairman Election) ৷ নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন দীপেন ঠাকুরি ৷

BGPM won Chairman Election in Darjeeling Municipality
দার্জিলিং পৌরসভার নয়া চেয়ারম্যান দীপেন ঠাকুরি ৷
author img

By

Published : Jan 16, 2023, 2:41 PM IST

Updated : Jan 16, 2023, 3:09 PM IST

মিলেমিশে কাজ করার বার্তা নয়া চেয়ারম্যানের ৷

দার্জিলিং, 16 জানুয়ারি: প্রত্যাশা মতোই দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) দখল নিল অনিত থাপার (Anit Thapa) নেতৃত্বাধীন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) ৷ সোমবার পৌরসভার নতুন চেয়ারম্য়ান হিসাবে দায়িত্বভার কাঁধে তুলে নিলেন দীপেন ঠাকুরি ৷ এদিন ছিল পৌরসভার চেয়ারম্যান নির্বাচন ৷ কিন্তু, সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণই করল না অজয় এডওয়ার্ডসের হামরো পার্টি ৷ নির্বাচন থেকে দূরত্ব বজায় রাখল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও ৷ এর ফলে অনায়াসেই এদিনের নির্বাচনে জয়ী হয় বিজিপিএম (BGPM won Chairman Election) ৷

রাজনৈতিক মহলের অধিকাংশেরই ধারণা ছিল, অনিত থাপার দল সহজেই দার্জিলিং পৌরসভার দখল করে নেবে ৷ বাস্তবেও তেমনটাই হয়েছে ৷ কিন্তু, এই পরিস্থিতিতেও 'অন্য কিছু' হওয়ার আশা করছিলেন রাজনীতির কারবারিদের একাংশ ৷ তাঁদের মনে হয়েছিল, অজয় এডওয়ার্ডস, বিমল গুরুং ও বিনয় তামাংরা একজোট হওয়ার পর দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে টানাপোড়েন হতে পারে ৷ এমনকী, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণাও করে দিয়েছিলেন অজয় এডওয়ার্ডস ৷ কিন্তু তারপরও পৌরসভার বোর্ড ধরে রাখতে পারল না তাঁর দল ৷

আরও পড়ুন: বিমল গুরুং ও রাজু বিস্তা'র গোপন বৈঠক, জোর জল্পনা পাহাড়ে

এদিন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার 14 জন এবং তৃণমূল কংগ্রেসের দু'জন কাউন্সিলর অংশ নেন ৷ অন্যদিকে, হামরো পার্টির 12 জন এবং গোর্খা জনমুক্তি মোর্চার তিনজন কাউন্সিলর এদিনের ভোটাভুটি চলাকালীন অনুপস্থিত ছিলেন ৷ অতিরিক্ত জেলাশাসক দুলেন রায় এদিনের নির্বাচন পরিচালনা করেন ৷ তাঁর উপস্থিতিতেই দার্জিলিং পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন ঠাকুরি ৷ নির্বাচনে জয়লাভের পর তিনি বলেন, "আমরা জয়লাভ করেছি ৷ তার জন্য পৌর এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানাতে চাই ৷ আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করব ৷ দার্জিলিংয়ের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য ৷"

এদিকে, সংশ্লিষ্ট সূত্র মারফত জানা যাচ্ছে, দার্জিলিং পৌরসভায় চেয়ারম্যান পদটি দেওয়া হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ৷ এর জন্য তৃণমূল কংগ্রেস বিজিপিএমকে সমর্থন জানিয়েছে ৷ এরই 'উপহার' হিসাবে পৌরসভার ভাইস চেয়ারম্যান পদটিতে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরের মধ্যে কোনও একজনকে বসানো হতে পারে ৷ এদিনের জয়ের পর পাহাড়ে বিজয় মিছিল বের করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতানেত্রী, কর্মী ও সমর্থকরা ৷ কার্শিয়াং মোটর স্ট্যান্ডে কালীপটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতেন তাঁরা ৷

মিলেমিশে কাজ করার বার্তা নয়া চেয়ারম্যানের ৷

দার্জিলিং, 16 জানুয়ারি: প্রত্যাশা মতোই দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) দখল নিল অনিত থাপার (Anit Thapa) নেতৃত্বাধীন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) ৷ সোমবার পৌরসভার নতুন চেয়ারম্য়ান হিসাবে দায়িত্বভার কাঁধে তুলে নিলেন দীপেন ঠাকুরি ৷ এদিন ছিল পৌরসভার চেয়ারম্যান নির্বাচন ৷ কিন্তু, সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণই করল না অজয় এডওয়ার্ডসের হামরো পার্টি ৷ নির্বাচন থেকে দূরত্ব বজায় রাখল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাও ৷ এর ফলে অনায়াসেই এদিনের নির্বাচনে জয়ী হয় বিজিপিএম (BGPM won Chairman Election) ৷

রাজনৈতিক মহলের অধিকাংশেরই ধারণা ছিল, অনিত থাপার দল সহজেই দার্জিলিং পৌরসভার দখল করে নেবে ৷ বাস্তবেও তেমনটাই হয়েছে ৷ কিন্তু, এই পরিস্থিতিতেও 'অন্য কিছু' হওয়ার আশা করছিলেন রাজনীতির কারবারিদের একাংশ ৷ তাঁদের মনে হয়েছিল, অজয় এডওয়ার্ডস, বিমল গুরুং ও বিনয় তামাংরা একজোট হওয়ার পর দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে টানাপোড়েন হতে পারে ৷ এমনকী, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণাও করে দিয়েছিলেন অজয় এডওয়ার্ডস ৷ কিন্তু তারপরও পৌরসভার বোর্ড ধরে রাখতে পারল না তাঁর দল ৷

আরও পড়ুন: বিমল গুরুং ও রাজু বিস্তা'র গোপন বৈঠক, জোর জল্পনা পাহাড়ে

এদিন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার 14 জন এবং তৃণমূল কংগ্রেসের দু'জন কাউন্সিলর অংশ নেন ৷ অন্যদিকে, হামরো পার্টির 12 জন এবং গোর্খা জনমুক্তি মোর্চার তিনজন কাউন্সিলর এদিনের ভোটাভুটি চলাকালীন অনুপস্থিত ছিলেন ৷ অতিরিক্ত জেলাশাসক দুলেন রায় এদিনের নির্বাচন পরিচালনা করেন ৷ তাঁর উপস্থিতিতেই দার্জিলিং পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন ঠাকুরি ৷ নির্বাচনে জয়লাভের পর তিনি বলেন, "আমরা জয়লাভ করেছি ৷ তার জন্য পৌর এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানাতে চাই ৷ আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করব ৷ দার্জিলিংয়ের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য ৷"

এদিকে, সংশ্লিষ্ট সূত্র মারফত জানা যাচ্ছে, দার্জিলিং পৌরসভায় চেয়ারম্যান পদটি দেওয়া হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ৷ এর জন্য তৃণমূল কংগ্রেস বিজিপিএমকে সমর্থন জানিয়েছে ৷ এরই 'উপহার' হিসাবে পৌরসভার ভাইস চেয়ারম্যান পদটিতে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরের মধ্যে কোনও একজনকে বসানো হতে পারে ৷ এদিনের জয়ের পর পাহাড়ে বিজয় মিছিল বের করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতানেত্রী, কর্মী ও সমর্থকরা ৷ কার্শিয়াং মোটর স্ট্যান্ডে কালীপটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতেন তাঁরা ৷

Last Updated : Jan 16, 2023, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.