ETV Bharat / state

রাজ্যের অসহযোগিতার জন্যই চা বাগানগুলির হাল ফেরানো সম্ভব হয়নি : নির্মলা - রাজ্যের অসহযোগিতার জন্যই চা বাগান গুলির হাল ফেরানো সম্ভব হয়নি : নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যের রুগ্ন চা বাগানগুলির হাল ফেরানো সম্ভব হয়নি ৷ বুধবার বণিকমহলের সঙ্গে এক দফা আলোচনা সারেন কেন্দ্রীয় মন্ত্রী । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ করেন ।

চা বাগান নিয়ে রাজ্যকে দূষলেন নির্মলা সীতারমণ
চা বাগান নিয়ে রাজ্যকে দূষলেন নির্মলা সীতারমণ
author img

By

Published : Apr 14, 2021, 11:08 PM IST

শিলিগুড়ি, 14 এপ্রিল : চা বাগান নিয়ে আগাগোড়াই কেন্দ্র-রাজ্যের মধ্যেই নানাবিধি চাপানউতোর দেখা গিয়েছে । বন্ধ চা বাগান খোলা, রুগ্ন চা বাগানের হাল ফেরানোর ব্যাপারে কেন্দ্র-রাজ্যের মধ্যেও বিরোধ দেখা গিয়েছে একাধিকবার । তবে এবার সরাসরি রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যের রুগ্ন চা বাগানগুলির হাল ফেরানো সম্ভব হয়নি ৷ বুধবার বণিকমহলের সঙ্গে এক দফা আলোচনা সারেন কেন্দ্রীয় মন্ত্রী । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ করেন ।

আজকের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিহারের সহকরি মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ উপস্থিত ছিলেন । এর আগেও অবশ্য কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালীন 2016 সালে তিনি উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের বেশ কিছু চা বাগান পরিদর্শন করেছিলেন ৷

চা বাগানের দুর্দশা নিয়ে রাজ্যকে দূষলেন নির্মলা সীতারমণ

পঞ্চমদফার শেষ প্রচারের দিনে শিলিগুড়িতে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের আরও ঝাঁঝ বাড়ান অর্থমন্ত্রী । বলেন, "যে সংস্কৃতির বিরোধীতা করে বামদের হারিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল সেই সংস্কৃতিকে পরে নিজেদের সুবিধার জন্য আপন করে নেয় তৃণমূল কংগ্রেস । তাই এবার আসল পরিবর্তন চাই।" এছাড়াও বলেন, "বহুবার কেন্দ্রের তরফে এখানকার বন্ধ, রুগ্ন চা বাগানগুলিকে স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছিল । কিন্তু রাজ্যের তৃণমূল সরকারের অসহযোগিতার জন্য কিছু করা যায়নি । বিজেপি সরকার ক্ষমতায় এসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করবে । সবার জন্য ঘর প্রকল্পে রাজ্য সরকার টাকা আটকে রাখায় জাতীয় লক্ষ্যমাত্রায় পৌছানো সম্ভব হয়নি ।"

শিলিগুড়ি, 14 এপ্রিল : চা বাগান নিয়ে আগাগোড়াই কেন্দ্র-রাজ্যের মধ্যেই নানাবিধি চাপানউতোর দেখা গিয়েছে । বন্ধ চা বাগান খোলা, রুগ্ন চা বাগানের হাল ফেরানোর ব্যাপারে কেন্দ্র-রাজ্যের মধ্যেও বিরোধ দেখা গিয়েছে একাধিকবার । তবে এবার সরাসরি রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যের রুগ্ন চা বাগানগুলির হাল ফেরানো সম্ভব হয়নি ৷ বুধবার বণিকমহলের সঙ্গে এক দফা আলোচনা সারেন কেন্দ্রীয় মন্ত্রী । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ করেন ।

আজকের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিহারের সহকরি মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ উপস্থিত ছিলেন । এর আগেও অবশ্য কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালীন 2016 সালে তিনি উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের বেশ কিছু চা বাগান পরিদর্শন করেছিলেন ৷

চা বাগানের দুর্দশা নিয়ে রাজ্যকে দূষলেন নির্মলা সীতারমণ

পঞ্চমদফার শেষ প্রচারের দিনে শিলিগুড়িতে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের আরও ঝাঁঝ বাড়ান অর্থমন্ত্রী । বলেন, "যে সংস্কৃতির বিরোধীতা করে বামদের হারিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল সেই সংস্কৃতিকে পরে নিজেদের সুবিধার জন্য আপন করে নেয় তৃণমূল কংগ্রেস । তাই এবার আসল পরিবর্তন চাই।" এছাড়াও বলেন, "বহুবার কেন্দ্রের তরফে এখানকার বন্ধ, রুগ্ন চা বাগানগুলিকে স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছিল । কিন্তু রাজ্যের তৃণমূল সরকারের অসহযোগিতার জন্য কিছু করা যায়নি । বিজেপি সরকার ক্ষমতায় এসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করবে । সবার জন্য ঘর প্রকল্পে রাজ্য সরকার টাকা আটকে রাখায় জাতীয় লক্ষ্যমাত্রায় পৌছানো সম্ভব হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.