ETV Bharat / state

সামান্য উপসর্গ বা উপসর্গহীনদের বাড়িতেই কোরোনা চিকিৎসা, জানাচ্ছেন দার্জিলিং জেলাশাসক - Darjeeling

যে সব রোগীর উপসর্গ নেই বা সামান্য উপসর্গ রয়েছে, তাঁদের কোরোনা চিকিৎসা বাড়িতেই হবে ৷ তবে, সেক্ষেত্রে দেখা হবে ওই রোগীর বাড়িতে আলাদা শৌচাগার আছে কিনা ৷ আজ পৌরনিগমে বৈঠক শেষে এমনই জানালেন দার্জিলিং জেলাশাসক ৷

সাংবাদিক বৈঠকে দার্জিলিঙের জেলাশাসক
সাংবাদিক বৈঠকে দার্জিলিঙের জেলাশাসক
author img

By

Published : Jul 25, 2020, 9:35 PM IST

দার্জিলিং, 25 জুলাই : সামান্য উপসর্গ বা উপসর্গহীন কোরোনা আক্রান্তদের আর যেতে হবে না কোরোনা হাসপাতালে ৷ কয়েকটি বিষয় নিশ্চিত হলে বাড়িতেই হবে চিকিৎসা ৷ শিলিগুড়িতে আজ এমনই জানালেন দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম ৷

আজ শিলিগুড়িতে টাস্কফোর্সের তরফে শিলিগুড়ি পৌরনিগমে জরুরি বৈঠক হয় ৷ বৈঠক শেষে সাংবাদিকদের জেলাশাসক বলেন, যে সব রোগীর উপসর্গ নেই বা সামান্য উপসর্গ রয়েছে, তাঁদের কোরোনা চিকিৎসা বাড়িতেই হবে ৷ তবে, সেক্ষেত্রে দেখা হবে ওই রোগীর বাড়িতে আলাদা শৌচাগার আছে কিনা ৷ অন্য কোনও রোগে ওই রোগী আক্রান্ত না হলে তিনি যদি শুধু কোরোনা আক্রান্ত হন তাহলে বাড়িতে থেকেই চিকিৎসা চলবে তাঁর ৷

অবশ্য কোরোনা আক্রান্ত রোগীর বাড়িতে আলাদা শৌচাগার না থাকলে এবং মানসিকভাবে শক্তসামর্থ না হলে রোগীকে কোনও হাসপাতালে নয় নিয়ে যাওয়া হবে সেফ হোমে ৷ শুধুমাত্র যে সমস্ত রোগী কোরোনার পাশাপাশি অন্য কোনও রোগে আক্রান্ত এবং যাঁদের পরিস্থিতি জটিল তাঁদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ এই কারণে শিলিগুড়িতে সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান জেলাশাসক ৷

সামান্য উপসর্গ বা উপসর্গহীনদের বাড়িতেই কোরোনা চিকিৎসা

এই সেফ হোমে কাজের জন্য কোরোনা যোদ্ধা হিসেবে স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তিকে নিয়োগ করা হবে ৷ তাঁরা সেফ হোমে রোগীদের দেখভাল করবেন ৷ তাঁদের মাসে 15 হাজার টাকা সাম্মানিক অর্থ দেওয়া হবে বলেও জানান জেলাশাসক ৷ এছাড়া অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা কাটাতে একটি অ্যাম্বুলেন্স পুলও শিলিগুড়িতে তৈরি করা হবে ৷

দার্জিলিং, 25 জুলাই : সামান্য উপসর্গ বা উপসর্গহীন কোরোনা আক্রান্তদের আর যেতে হবে না কোরোনা হাসপাতালে ৷ কয়েকটি বিষয় নিশ্চিত হলে বাড়িতেই হবে চিকিৎসা ৷ শিলিগুড়িতে আজ এমনই জানালেন দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম ৷

আজ শিলিগুড়িতে টাস্কফোর্সের তরফে শিলিগুড়ি পৌরনিগমে জরুরি বৈঠক হয় ৷ বৈঠক শেষে সাংবাদিকদের জেলাশাসক বলেন, যে সব রোগীর উপসর্গ নেই বা সামান্য উপসর্গ রয়েছে, তাঁদের কোরোনা চিকিৎসা বাড়িতেই হবে ৷ তবে, সেক্ষেত্রে দেখা হবে ওই রোগীর বাড়িতে আলাদা শৌচাগার আছে কিনা ৷ অন্য কোনও রোগে ওই রোগী আক্রান্ত না হলে তিনি যদি শুধু কোরোনা আক্রান্ত হন তাহলে বাড়িতে থেকেই চিকিৎসা চলবে তাঁর ৷

অবশ্য কোরোনা আক্রান্ত রোগীর বাড়িতে আলাদা শৌচাগার না থাকলে এবং মানসিকভাবে শক্তসামর্থ না হলে রোগীকে কোনও হাসপাতালে নয় নিয়ে যাওয়া হবে সেফ হোমে ৷ শুধুমাত্র যে সমস্ত রোগী কোরোনার পাশাপাশি অন্য কোনও রোগে আক্রান্ত এবং যাঁদের পরিস্থিতি জটিল তাঁদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ এই কারণে শিলিগুড়িতে সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান জেলাশাসক ৷

সামান্য উপসর্গ বা উপসর্গহীনদের বাড়িতেই কোরোনা চিকিৎসা

এই সেফ হোমে কাজের জন্য কোরোনা যোদ্ধা হিসেবে স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তিকে নিয়োগ করা হবে ৷ তাঁরা সেফ হোমে রোগীদের দেখভাল করবেন ৷ তাঁদের মাসে 15 হাজার টাকা সাম্মানিক অর্থ দেওয়া হবে বলেও জানান জেলাশাসক ৷ এছাড়া অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা কাটাতে একটি অ্যাম্বুলেন্স পুলও শিলিগুড়িতে তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.