ETV Bharat / state

Bengal Safari Park: অ্যালেক্সার মৃত্যুর পরই পদত্যাগ বেঙ্গল সাফারি পার্কের সহকারী সুপারভাইজারের - ক্যাঙারু মৃত্যুর পরই পদত্যাগ সহকারী সুপারভাইজারের

ক্যাঙারু মৃত্যুর পর 24 ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগ করলনে বেঙ্গল সাফারি পার্কের সহকারী সুপারভাইজার ঈশ্বরমানি রাই(Bengal Safari Park) ৷ আর তা নিয়েই জল্পনা ছড়িয়েছে পার্কজুড়ে ৷

Etv Bharat
ক্যাঙারু অ্যালেক্সার মৃত্যুর পরই পদত্যাগ সহকারী সুপারভাইজারের
author img

By

Published : Dec 7, 2022, 7:25 PM IST

Updated : Dec 7, 2022, 7:48 PM IST

শিলিগুড়ি, 7 ডিসেম্বর: বেঙ্গল সাফারি পার্কের ক্যাঙারুর মৃত্যুর পরই পদত্যাগ করলেন অ্যানিম্যাল অ্যান্ড জু-এর সহকারী সুপারভাইজার ঈশ্বরমানি রাই (Assistant Supervisor Resigns after Kangaroo Death at Bengal Safari Park)। দেড় বছর ধরে কর্মরত সহকারী সুপারভাইজার বুধবার পদত্যাগ করার পরই পার্ক কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তার শরীরের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

মৃত ক্যাঙারু অ্যালেক্সার ফুসফুস, লিভার, কিডনি, প্যাংক্রিয়াস পরীক্ষার জন্য কলকাতার বেলগাছিয়ার ইনস্টিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেরেনারি বায়োলজিক্যাল গবেষণাগারে পাঠানো হয়েছে । আগামী 15-20 দিনের মধ্যে ওই গবেষণার রিপোর্ট আসার পরই ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ উঠে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । তবে বন দফতরকে দেওয়া পার্ক কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী ক্যাঙারুটির মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক বলেই জানানো হয়েছে ।

আরও পড়ুন : খাবারে বিষক্রিয়ার জের, বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু অস্ট্রেলিয়ান ক্যাঙারুর

এ বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "উত্তরবঙ্গের এক উচ্চপদস্থ বন আধিকারিক ও বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ জানানোর জন্য বলা হয়েছে ।"

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পার্কে থাকা আরেকটি ক্যাঙারু জেভিয়ারকে এখন বিশেষ সতর্কতা ও দেখভালের মধ্যে রাখা হয়েছে । তার স্যালাইনও চলছে । দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছে জেভিয়ারের ।

প্রসঙ্গত, পাচারের আগে শিলিগুড়ি সংলগ্ন বেলাকোবা ও বৈকুন্ঠপুর জঙ্গল থেকে উদ্ধার হওয়া দুটি ক্যাঙারুকে বেঙ্গল সাফারি পার্কে রাখা হয়েছিল । দীর্ঘ ন'মাস থাকার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার । অভিযোগ, ক্যাঙারুটি মাশরুম খাওয়ার ফলে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে । পাশাপাশি গুরুতর অসুস্থ হয় আরেক ক্যাঙারু জেভিয়ারও । ঈশ্বরমানি রাই মূলত রাজ্যের বন দফতরের সঙ্গে চুক্তিভিত্তিক একটি সংস্থার অধীনে সাফারি পার্কে কাজ করছিলেন । তার বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলেছিলেন পার্কের আধিকারিকরা । তারপরই তিনি বুধবার পদত্যাগ করেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বেঙ্গল সাফারি পার্কেই রাখা হতে পারে উদ্ধার হওয়া ক্যাঙারুদের

শিলিগুড়ি, 7 ডিসেম্বর: বেঙ্গল সাফারি পার্কের ক্যাঙারুর মৃত্যুর পরই পদত্যাগ করলেন অ্যানিম্যাল অ্যান্ড জু-এর সহকারী সুপারভাইজার ঈশ্বরমানি রাই (Assistant Supervisor Resigns after Kangaroo Death at Bengal Safari Park)। দেড় বছর ধরে কর্মরত সহকারী সুপারভাইজার বুধবার পদত্যাগ করার পরই পার্ক কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তার শরীরের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

মৃত ক্যাঙারু অ্যালেক্সার ফুসফুস, লিভার, কিডনি, প্যাংক্রিয়াস পরীক্ষার জন্য কলকাতার বেলগাছিয়ার ইনস্টিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেরেনারি বায়োলজিক্যাল গবেষণাগারে পাঠানো হয়েছে । আগামী 15-20 দিনের মধ্যে ওই গবেষণার রিপোর্ট আসার পরই ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ উঠে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । তবে বন দফতরকে দেওয়া পার্ক কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী ক্যাঙারুটির মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক বলেই জানানো হয়েছে ।

আরও পড়ুন : খাবারে বিষক্রিয়ার জের, বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু অস্ট্রেলিয়ান ক্যাঙারুর

এ বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "উত্তরবঙ্গের এক উচ্চপদস্থ বন আধিকারিক ও বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ক্যাঙারুটির মৃত্যুর সঠিক কারণ জানানোর জন্য বলা হয়েছে ।"

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পার্কে থাকা আরেকটি ক্যাঙারু জেভিয়ারকে এখন বিশেষ সতর্কতা ও দেখভালের মধ্যে রাখা হয়েছে । তার স্যালাইনও চলছে । দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছে জেভিয়ারের ।

প্রসঙ্গত, পাচারের আগে শিলিগুড়ি সংলগ্ন বেলাকোবা ও বৈকুন্ঠপুর জঙ্গল থেকে উদ্ধার হওয়া দুটি ক্যাঙারুকে বেঙ্গল সাফারি পার্কে রাখা হয়েছিল । দীর্ঘ ন'মাস থাকার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার । অভিযোগ, ক্যাঙারুটি মাশরুম খাওয়ার ফলে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে । পাশাপাশি গুরুতর অসুস্থ হয় আরেক ক্যাঙারু জেভিয়ারও । ঈশ্বরমানি রাই মূলত রাজ্যের বন দফতরের সঙ্গে চুক্তিভিত্তিক একটি সংস্থার অধীনে সাফারি পার্কে কাজ করছিলেন । তার বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলেছিলেন পার্কের আধিকারিকরা । তারপরই তিনি বুধবার পদত্যাগ করেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বেঙ্গল সাফারি পার্কেই রাখা হতে পারে উদ্ধার হওয়া ক্যাঙারুদের

Last Updated : Dec 7, 2022, 7:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.