ETV Bharat / state

Passengers Anguish on Rail Service: বন্দে ভারতের বিকল্প ট্রেনের ব্যবস্থাপনায় ক্ষোভ যাত্রীদের মধ্যে - ভারতীয় রেল

Passengers Anguish Over Vande Bharat Alternative Train: ভারতীয় রেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা ৷ বন্দে ভারতের বিকল্প যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল হাওড়া থেকে, তাঁর পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ করলেন যাত্রীরা ৷

Passengers Anguish on Rail Service ETV BHARAT
Passengers Anguish on Rail Service
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 5:59 PM IST

রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ

শিলিগুড়ি, 25 অগস্ট: যান্ত্রিক ত্রুটির জন্য আজ সকাল 5টা 55 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়েনি বন্দে ভারত এক্সপ্রেস ৷ বিকল্প হিসেবে বন্দে ভারতের যাত্রীদের জন্য সাধারণ যুব এক্সপ্রেস ৷ আর সেই বিকল্প ট্রেনের অবস্থাও ভয়াবহ বলে অভিযোগ করলেন যাত্রীরা ৷ নিউ জলপাইগুড়িতে সেই ট্রেন পৌঁছতেই ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা ৷ রেলের দুরাবস্থার অভিযোগে সমালোচনাও করতে শোনা গেল একাংশ যাত্রীকে ৷ এ দিন বন্দে ভারত এক্সপ্রেস না চলায়, রাজ্যপালও এই ট্রেনেই হাওড়া থেকে মালদা পৌঁছান ৷

কিন্তু, সাধারণ যাত্রীদের ক্ষোভ, বিকল্প ট্রেনে কোনও ব্যবস্থাপনাই ছিল না ৷ তা সে আসন হোক বা পরিচ্ছন্নতা ৷ এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রায় সাড়ে 8 ঘণ্টার যাত্রা করলেন তাঁরা ৷ বন্দে ভারতের মতো সেমি-বুলেট ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও, কেন এমন বেহাল একটা ট্রেন দেওয়া হল ? প্রশ্ন তুলেছে যাত্রীরা ৷ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, যুব এক্সপ্রেসে কামরা ও আসন খুঁজতে হাওড়ায় স্টেশনের এক মাথা থেকে আরেক মাথায় দৌঁড়াতে হয়েছে ৷ কোনও যাত্রী তালিকা দরজার বাইরে টাঙানো ছিল না ৷ আবার কাও অভিযোগ ট্রেনে বসার আসন খুবই খারাপ ৷ ট্রেনের ভিতরেও নোংরা ভরতি ছিল বলে অভিযোগ করেছেন মহিলা যাত্রীরা ৷

অসম থেকে আগত পর্যটক প্রান্তিক সেন বলেন, "আমরা পর্যটক ৷ এক-দু’বারই বন্দে ভারতে চড়ব ৷ কিন্তু, এত টাকা দিয়ে টিকিট কেটে, এই বেহাল ট্রেনে যাত্রা করানো হল আমাদের ৷ রেল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে ৷"

আরও পড়ুন: বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, হাওড়া স্টেশনে এক ঘণ্টা অপেক্ষায় রাজ্যপাল !

কলকাতার বাসিন্দা যাত্রী সুলগ্না বসু বলেন, "সিটের অবস্থা খুবই খারাপ ৷ পুরো কামরা নোংরা ৷" আরেক যাত্রী নাসির আহমেদ বলেন, "বিমানে না গিয়ে বন্দে ভারতের টিকিট কাটি ৷ যান্ত্রিক ত্রুটি হতেই পারে ৷ কিন্তু, তাই বলে এমন বেহাল দশার ট্রেন দেওয়া হল কেন ? কোথায় সিট খুঁজেই পাচ্ছি না ৷ স্টেশনের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেরিয়েছি ৷ রেল কর্তৃপক্ষও কিছু বলেনি ৷"

রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ

শিলিগুড়ি, 25 অগস্ট: যান্ত্রিক ত্রুটির জন্য আজ সকাল 5টা 55 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়েনি বন্দে ভারত এক্সপ্রেস ৷ বিকল্প হিসেবে বন্দে ভারতের যাত্রীদের জন্য সাধারণ যুব এক্সপ্রেস ৷ আর সেই বিকল্প ট্রেনের অবস্থাও ভয়াবহ বলে অভিযোগ করলেন যাত্রীরা ৷ নিউ জলপাইগুড়িতে সেই ট্রেন পৌঁছতেই ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা ৷ রেলের দুরাবস্থার অভিযোগে সমালোচনাও করতে শোনা গেল একাংশ যাত্রীকে ৷ এ দিন বন্দে ভারত এক্সপ্রেস না চলায়, রাজ্যপালও এই ট্রেনেই হাওড়া থেকে মালদা পৌঁছান ৷

কিন্তু, সাধারণ যাত্রীদের ক্ষোভ, বিকল্প ট্রেনে কোনও ব্যবস্থাপনাই ছিল না ৷ তা সে আসন হোক বা পরিচ্ছন্নতা ৷ এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রায় সাড়ে 8 ঘণ্টার যাত্রা করলেন তাঁরা ৷ বন্দে ভারতের মতো সেমি-বুলেট ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও, কেন এমন বেহাল একটা ট্রেন দেওয়া হল ? প্রশ্ন তুলেছে যাত্রীরা ৷ কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, যুব এক্সপ্রেসে কামরা ও আসন খুঁজতে হাওড়ায় স্টেশনের এক মাথা থেকে আরেক মাথায় দৌঁড়াতে হয়েছে ৷ কোনও যাত্রী তালিকা দরজার বাইরে টাঙানো ছিল না ৷ আবার কাও অভিযোগ ট্রেনে বসার আসন খুবই খারাপ ৷ ট্রেনের ভিতরেও নোংরা ভরতি ছিল বলে অভিযোগ করেছেন মহিলা যাত্রীরা ৷

অসম থেকে আগত পর্যটক প্রান্তিক সেন বলেন, "আমরা পর্যটক ৷ এক-দু’বারই বন্দে ভারতে চড়ব ৷ কিন্তু, এত টাকা দিয়ে টিকিট কেটে, এই বেহাল ট্রেনে যাত্রা করানো হল আমাদের ৷ রেল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে ৷"

আরও পড়ুন: বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, হাওড়া স্টেশনে এক ঘণ্টা অপেক্ষায় রাজ্যপাল !

কলকাতার বাসিন্দা যাত্রী সুলগ্না বসু বলেন, "সিটের অবস্থা খুবই খারাপ ৷ পুরো কামরা নোংরা ৷" আরেক যাত্রী নাসির আহমেদ বলেন, "বিমানে না গিয়ে বন্দে ভারতের টিকিট কাটি ৷ যান্ত্রিক ত্রুটি হতেই পারে ৷ কিন্তু, তাই বলে এমন বেহাল দশার ট্রেন দেওয়া হল কেন ? কোথায় সিট খুঁজেই পাচ্ছি না ৷ স্টেশনের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেরিয়েছি ৷ রেল কর্তৃপক্ষও কিছু বলেনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.