শিলিগুড়ি, 21 সেপ্টেম্বর: "বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় না-থাকলে আমি চাকরি পেতাম না। আমার স্বপ্নপূরণ হতো না।" চাকরি হাতে পেয়ে প্রথম কথা অনামিকার ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে চাকরিতে যোগদান করলেন তিনি। আর চাকরিতে যোগ দিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন চাকরিপ্রাপ্ত শিক্ষিকা অনামিকা রায়। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষিকা হিসেবে যোগ দেন অনামিকা রায়।
তিনি শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আইনি লড়াইয়ের জটিলতায় নিজের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন অনামিকা রায়। সেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারির চাকরি পাওয়ার পর দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন শিলিগুড়ির আরেক চাকরির দাবিদার ববিতা সরকার। এরপর সেই মামলা চলে প্রায় পাঁচ মাস।
এরপর অঙ্কিতা অধিকারীর চাকরিই শুধু ববিতা পাননি ৷ বরং, প্রায় 18 লক্ষ টাকা ববিতা সরকারকে ফেরত দিতে হয় অঙ্কিতা অধিকারীকে। ববিতা সরকার চাকরি পেতেই পালটা সেই ক্রমিক নম্বর ও চাকরির আসল দাবিদার হিসেবে হাইকোর্টে মামলা দায়ের করেন অনামিকা রায়। প্রায় এক বছর চলে শুনানি। শুনানির সময় আদালত রায় দেয় ববিতা সরকার তাঁর পরীক্ষায় প্রাপ্ত নম্বর সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। যে কারণে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতাকে চাকরি থেকে সরিয়ে অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দেন।
সেই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। মে মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে অনামিকা রায়কে নিয়োগপত্র দেওয়া ও চাকরির পোস্টিং দেওয়া হোক। কিন্তু নিয়োগপত্র পেলেও পোস্টিং আটকে রাখার অভিযোগ উঠেছিল উচ্চশিক্ষা দফতরের বিরুদ্ধে। সম্প্রতি ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলা উঠলে অবিলম্বে অনামিকা রায়কে পোস্টিং দেওয়ার নির্দেশ দেন বিচারক গঙ্গোপাধ্যায়।
সেই মতো তড়িঘড়ি উচ্চশিক্ষা দফতরের তরফে বৃহস্পতিবার অনামিকা রায়কে আমবাড়ির হরিহর হাইস্কুলে যোগ দেওয়ার কথা জানিয়ে ফোন করা হয়। আজ, বৃহস্পতিবার সকালে স্কুলে যোগ দেন অনামিকা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনামিকা রায় বলেন, "আমার এই লড়াই অনেক কঠিন ছিল। আমি জয় পেয়েও চাকরিতে যোগ দিতে পারছিলাম না। আমার আজ সেই স্বপ্নপূরণ হল। পরিবারের সবাই আমাকে খুব সাহায্য করেছে এই লড়াইয়ে।" হরিহর হাইস্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ পাল বলেন, "অনামিকা রায় একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষিকা হিসেবে যোগ দিলেন। এদিন সকালেই আমার কাছে তাঁর নিয়োগ সংক্রান্ত অনুমোদন আসে।"
আরও পড়ুন: অনামিকাকে চাকরি দিতে দেরি কেন ? পর্ষদ সচিবকে জবাবদিহির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের