ETV Bharat / state

Ajay Edward : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে এসে ঘেরাও অজয় এডওয়ার্ড - Ajay Edward

ক্রবার সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে আসেন অজয় এডওয়ার্ড (Ajay Edward)। তিনি বলেন, রাজনীতি নিজের জায়গায় ৷

Ajay Edward
অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে ঘেরাও অজয় এডওয়ার্ড
author img

By

Published : May 27, 2022, 9:40 PM IST

দার্জিলিং, 27 মে : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড (Ajay Edward) । শুক্রবার সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান অজয় এডওয়ার্ড । জিটিএ নির্বাচনের বিরোধীতা করে বুধবার থেকে অনশন শুরু করেছেন বিমল গুরুং । তিনদিনের মাথায় তাঁর শারিরীক পরিস্থিতির খবর নিতে অনশন মঞ্চে যান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ।

দলীয় কর্মী সমর্থকদের ছাড়া একাই বাইকে করে অনশন মঞ্চে যান তিনি । আর অনশন মঞ্চে যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মোর্চার কর্মী সমর্থকরা । তাঁর বিরুদ্ধে গো-ব্যাক স্লোগানের পাশাপাশি ওঠে গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান ও জিটিএ বিরোধী স্লোগান । ঘটনায় ওই এলাকায় সাময়িক চাপা উত্তেজনার সৃষ্টি হয় । যদিও ওই সাক্ষাৎকে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । মঞ্চে উঠে বিমল গুরুংকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানান তিনি । শারীরিক পরিস্থিতির খবরাখবরও নেন তিনি ।

অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে ঘেরাও অজয় এডওয়ার্ড

আরও পড়ুন : জিটিএ নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশনে বসলেন বিমল গুরুং

এদিকে, শুক্রবার সকালে শারিরীক পরিস্থিতি কিছুটা খারাপ হলে চিকিৎসক গিয়ে বিমল গুরুংয়ের শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন । বিমল গুরুংয়ের অনশনকে কেন্দ্র করে জিটিএ বিরোধী সুর চড়তে শুরু করেছে পাহাড়ে । এদিন সাক্ষাতের পর অজয় এডওয়ার্ড সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিমল গুরুং আমার দাদার মতো । রাজনীতি নিজের জায়গায় । প্রত্যেকের আলাদা আলাদা মতভেদ থাকতেই পারে । তবে আমি সম্পূর্ণ মানবিকতার খাতিরে তাঁর সঙ্গে দেখা কর‍তে এসেছি । অনেকেই জিটিএ নির্বাচনের বিরোধীতা করছে । তবে আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি । এতে নতুন করে বলার কিছু নেই ।"

দার্জিলিং, 27 মে : অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড (Ajay Edward) । শুক্রবার সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান অজয় এডওয়ার্ড । জিটিএ নির্বাচনের বিরোধীতা করে বুধবার থেকে অনশন শুরু করেছেন বিমল গুরুং । তিনদিনের মাথায় তাঁর শারিরীক পরিস্থিতির খবর নিতে অনশন মঞ্চে যান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ।

দলীয় কর্মী সমর্থকদের ছাড়া একাই বাইকে করে অনশন মঞ্চে যান তিনি । আর অনশন মঞ্চে যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মোর্চার কর্মী সমর্থকরা । তাঁর বিরুদ্ধে গো-ব্যাক স্লোগানের পাশাপাশি ওঠে গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান ও জিটিএ বিরোধী স্লোগান । ঘটনায় ওই এলাকায় সাময়িক চাপা উত্তেজনার সৃষ্টি হয় । যদিও ওই সাক্ষাৎকে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । মঞ্চে উঠে বিমল গুরুংকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানান তিনি । শারীরিক পরিস্থিতির খবরাখবরও নেন তিনি ।

অনশনরত বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে ঘেরাও অজয় এডওয়ার্ড

আরও পড়ুন : জিটিএ নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশনে বসলেন বিমল গুরুং

এদিকে, শুক্রবার সকালে শারিরীক পরিস্থিতি কিছুটা খারাপ হলে চিকিৎসক গিয়ে বিমল গুরুংয়ের শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন । বিমল গুরুংয়ের অনশনকে কেন্দ্র করে জিটিএ বিরোধী সুর চড়তে শুরু করেছে পাহাড়ে । এদিন সাক্ষাতের পর অজয় এডওয়ার্ড সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিমল গুরুং আমার দাদার মতো । রাজনীতি নিজের জায়গায় । প্রত্যেকের আলাদা আলাদা মতভেদ থাকতেই পারে । তবে আমি সম্পূর্ণ মানবিকতার খাতিরে তাঁর সঙ্গে দেখা কর‍তে এসেছি । অনেকেই জিটিএ নির্বাচনের বিরোধীতা করছে । তবে আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি । এতে নতুন করে বলার কিছু নেই ।"

For All Latest Updates

TAGGED:

Ajay Edward
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.