ETV Bharat / state

Extramarital Affair: পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হাসপাতালে নিয়ে গেল যুবক - Siliguri News

নিছক সন্দেহের বশে স্ত্রীকে কোপালেন যুবক (Murder for Suspecting Extramarital Affair)৷ তারপর আবার নিজেই নিয়ে গেলেন হাসপাতালে ৷ ঠিক কী হয়েছিল রবিবার বিকেলে ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 13, 2023, 7:03 AM IST

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: পরকীয়ায় লিপ্ত স্ত্রী ! নিছক এই সন্দেহের বশেই স্ত্রীকে খুন করলেন স্বামী । তারপর আবার নিজেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক ই-তে (Crime in Siliguri)। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুপ্রিয়া সিংহ । স্বামীর নাম সুদীপ বৈশ্য । কোচবিহারের সিতাইয়ের বাসিন্দা । তাঁদের চার বছরের একটি মেয়ে রয়েছে । অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকে মাঝেমধ্যেই সুদীপ মারধর করত সুপ্রিয়াকে । স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে মাস তিনেক আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সুদীপ । শিলিগুড়ি সংলগ্ন জলেশ্বরী এলাকায় একটি দোকানে কাজ করত ও সেখানেই থাকত । খুব একটা বেশি যোগাযোগ ছিল না স্ত্রীর সঙ্গে । এদিকে মেয়েকে নিয়ে একাই ভাড়া থাকতেন সুপ্রিয়া ।

এরপর এদিন বিকেলে আচমকাই সুদীপ ভাড়া বাড়িতে যায় । সেখানে সুপ্রিয়ার সঙ্গে তাঁর বিবাদ ক্রমশ বাড়তে থাকে । এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী'র গলায় কোপ বসায় সুদীপ । ঘটনায় গুরুতর জখম হন সুপ্রিয়া । এরপর হতচকিত হয়ে নিজেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছয় অভিযুক্ত । যদিও শেষ রক্ষা হয়নি । কর্তব্যরত চিকিৎসকরা সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে ঘটনার খবর পেতেই এনজেপি থানার পুলিশ শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় । শুরু হয় তদন্ত (Siliguri News)৷

বাড়ির মালিক কৃষ্ণা চৌধুরী বলেন, "বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকত সুপ্রিয়া । আড়াই মাস হয়েছে ভাড়া এসেছে । এর আগেও ওর স্বামী এসে বড়সড় ঝগড়া করে গিয়েছিল । সেবার কোনওমতে মেটানো হয়েছিল । আজকে বাড়ি ছিলাম না । সেই সময় প্রতিবেশীরা খবর দেয় সুপ্রিয়াকে চাকু দিয়ে মারা হয়েছে ।" মৃতার বোন সুজাতা সিংহের কথায়, "সন্দেহ করার রোগ ছিল জামাইবাবুর । দিদিকে মারধর করত । আর আমরা গেলে আমাদেরও চরম অপমান করত । সেজন্য আমরা যাওয়া ছেড়ে দিয়েছিলাম । দিদি একাই থাকত । আমরা ভাবতেই পারিনি যে খুন করবে । ওর ফাঁসি চাই ৷"

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: পরকীয়ায় লিপ্ত স্ত্রী ! নিছক এই সন্দেহের বশেই স্ত্রীকে খুন করলেন স্বামী । তারপর আবার নিজেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক ই-তে (Crime in Siliguri)। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুপ্রিয়া সিংহ । স্বামীর নাম সুদীপ বৈশ্য । কোচবিহারের সিতাইয়ের বাসিন্দা । তাঁদের চার বছরের একটি মেয়ে রয়েছে । অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকে মাঝেমধ্যেই সুদীপ মারধর করত সুপ্রিয়াকে । স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে মাস তিনেক আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সুদীপ । শিলিগুড়ি সংলগ্ন জলেশ্বরী এলাকায় একটি দোকানে কাজ করত ও সেখানেই থাকত । খুব একটা বেশি যোগাযোগ ছিল না স্ত্রীর সঙ্গে । এদিকে মেয়েকে নিয়ে একাই ভাড়া থাকতেন সুপ্রিয়া ।

এরপর এদিন বিকেলে আচমকাই সুদীপ ভাড়া বাড়িতে যায় । সেখানে সুপ্রিয়ার সঙ্গে তাঁর বিবাদ ক্রমশ বাড়তে থাকে । এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী'র গলায় কোপ বসায় সুদীপ । ঘটনায় গুরুতর জখম হন সুপ্রিয়া । এরপর হতচকিত হয়ে নিজেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছয় অভিযুক্ত । যদিও শেষ রক্ষা হয়নি । কর্তব্যরত চিকিৎসকরা সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে ঘটনার খবর পেতেই এনজেপি থানার পুলিশ শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় । শুরু হয় তদন্ত (Siliguri News)৷

বাড়ির মালিক কৃষ্ণা চৌধুরী বলেন, "বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকত সুপ্রিয়া । আড়াই মাস হয়েছে ভাড়া এসেছে । এর আগেও ওর স্বামী এসে বড়সড় ঝগড়া করে গিয়েছিল । সেবার কোনওমতে মেটানো হয়েছিল । আজকে বাড়ি ছিলাম না । সেই সময় প্রতিবেশীরা খবর দেয় সুপ্রিয়াকে চাকু দিয়ে মারা হয়েছে ।" মৃতার বোন সুজাতা সিংহের কথায়, "সন্দেহ করার রোগ ছিল জামাইবাবুর । দিদিকে মারধর করত । আর আমরা গেলে আমাদেরও চরম অপমান করত । সেজন্য আমরা যাওয়া ছেড়ে দিয়েছিলাম । দিদি একাই থাকত । আমরা ভাবতেই পারিনি যে খুন করবে । ওর ফাঁসি চাই ৷"

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.