শিলিগুড়ি, 14 মার্চ: সেনার গুলিতে মৃত্যু হল এক হস্তি শাবকের । ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়াতেই এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার ওই হস্তি শাবকের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে (After Enter Firing Range Elephant Cub Shot Dead)। এদিন সকালে শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের সরস্বতীপুর বিট থেকে ওই হাতির দেহ উদ্ধার করে বন কর্মীরা ।
তবে এহেন ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রসঙ্গত, জলপাইগুড়িতে এদিনই ফায়ারিং রেঞ্জে সেনার গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির । এবার মৃত্যু হল একটি বন্যপ্রাণীর ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বন কর্মীরা জঙ্গলে টহলদারির সময় সরস্বতীপুর জঙ্গলে ওই হস্তি শাবকের রক্তাক্ত দেহ দেখতে পান । এরপর তাঁরা খবর দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেঞ্জার-সহ অন্যান্য আধিকারিকরা । এরপর তাঁরা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠান ৷
জানা গিয়েছে, হস্তি শাবকটির বয়স ছিল 12 বছর । এদিন সকালে সরস্বতীপুর বিটে ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর প্রশিক্ষণ করছিল সেনা জওয়ানরা । সেই সময় আচমকা ফায়ারিং রেঞ্জে ঢুকে পরে এই অবলা প্রাণী । সেখানেই সেনাদের ছোড়া গুলি লেগে মৃত্যু হয় তার । বন দফতর সূত্রে খবর, হস্তি শাবকের দুটি গুলি লেগেছে ।
এই ঘটনায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হবে । তদন্ত করে দেখা হবে কীভাবে ঘটনাটি ঘটল ।" বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণা বলেন, "হস্তি শাবকটির দেহ ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে । সেনাদের গুলিতেই মৃত্যু হয়েছে তার । তবে বিষয়টি খতিয়ে দেখা হবে । বাচ্চা হাতিটি ফায়ারিং রেঞ্জে কীভাবে ঢুকল তাও দেখা হবে ৷"
আরও পড়ুন : একটি বাচ্চা হাতি আর এক দম্পতির ভালোবাসাই অস্কার এনে দিল 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'কে