ETV Bharat / state

Anit Thapa : 9 সেপ্টেম্বর অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা - Gorkha Territorial Administration

9 সেপ্টেম্বর পাহাড়ে প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপার নিজের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে ৷ শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতা তথা মুখপাত্র ৷ ওইদিন তাঁর নতুন দলের নাম এবং লোগো উদ্বোধন করবেন অনিত থাপা ৷

9th September Anit Thapa will Announce His New Political Partys Name and Logo
9 সেপ্টেম্বর অনিত থাপার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা
author img

By

Published : Aug 27, 2021, 2:35 PM IST

দার্জিলিং, 27 অগস্ট : আগামী 9 সেপ্টেম্বর নতুন দল গঠন করতে চলেছেন অনিত থাপা ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বেরিয়ে আসা নেতা অনিত থাপা ৷ আগেই তিনি জানিয়েছিলেন, পাহাড়ে তাঁর নিজের একটি রাজনৈতিক দল গঠন করা হবে ৷ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ প্রাক্তন চেয়ারম্য়ান অনিত থাপা বলেন, ‘‘পাহাড়ে এবার নতুন রাজনৈতিক দল আসছে ৷ আমি 9 সেপ্টেম্বর নতুন দলের নাম, প্রতীক এবং রং ঘোষণা করব ৷’’

এ নিয়ে অনিত থাপা জানিয়েছেন, তিনি সবার সঙ্গে নতুন দল গঠন নিয়ে আলোচনা করেছেন ৷ ওইদিন পাহাড়ের খেলোয়াড়, বুদ্ধিজীবী এবং আমজনতাকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ তাঁর দল পাহাড়ের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন অনিত থাপা ৷ তাঁর দলের দরজা সবার জন্য খোলা ৷ কারও নামে দলটি পরিচিত হবে না বলে জানিয়েছেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান ৷

আরও পড়ুন : বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল

তবে, অনিত থাপা তাঁর তৈরি দলের পরিচয় কারও নামে হবে না বললেও, আগামী 9 সেপ্টেম্বর তিনি যে নতুন রাজনৈতিক দলের সূচনা পাহাড়ে করছেন, তার শুরুতেই অনিত থাপার নাম রয়েছে ৷ ফলে দল আত্মপ্রকাশের আগেই তাঁর নাম প্রচার পেতে শুরু করেছে ৷ প্রসঙ্গত, এর আগেও গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে অনেকে পৃথক রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন ৷ যাঁদের মধ্যে অন্যতম হরকাবাহাদুর ছেত্রী ৷ কিন্তু, সেই দল মুখ থুবড়ে পড়েছে ৷ ফলে পাহাড়ের রাজনীতিতে অনিত থাপার দল কতটা কার্যকর হয়ে উঠবে, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে ৷ পাশাপাশি, পাহাড়ের প্রতিটি রাজনৈতিক দলই বর্তমানে কোনও না কোনও জাতীয় দলের ছত্রছায়ায় রয়েছে ৷ ফলে অনিত থাপার তৈরি এই দলও তেমনি কিছু করে, না কি সম্পূর্ণ স্বতন্ত্র দল হিসেবে নিজেদের তুলে ধরবে সেটাই দেখার ৷

আরও পড়ুন : Anit Thapa : পাহাড়ে ফের নয়া রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার

অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণভাবে একঘরে হয়ে গিয়েছেন পাহাড়ের আরেক রাজনীতিক বিনয় তামাং ৷ সেক্ষেত্রে বিনয় তামাংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ তবে অনিত থাপার নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ বিমল গুরুং ৷

দার্জিলিং, 27 অগস্ট : আগামী 9 সেপ্টেম্বর নতুন দল গঠন করতে চলেছেন অনিত থাপা ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে বেরিয়ে আসা নেতা অনিত থাপা ৷ আগেই তিনি জানিয়েছিলেন, পাহাড়ে তাঁর নিজের একটি রাজনৈতিক দল গঠন করা হবে ৷ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ প্রাক্তন চেয়ারম্য়ান অনিত থাপা বলেন, ‘‘পাহাড়ে এবার নতুন রাজনৈতিক দল আসছে ৷ আমি 9 সেপ্টেম্বর নতুন দলের নাম, প্রতীক এবং রং ঘোষণা করব ৷’’

এ নিয়ে অনিত থাপা জানিয়েছেন, তিনি সবার সঙ্গে নতুন দল গঠন নিয়ে আলোচনা করেছেন ৷ ওইদিন পাহাড়ের খেলোয়াড়, বুদ্ধিজীবী এবং আমজনতাকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ তাঁর দল পাহাড়ের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন অনিত থাপা ৷ তাঁর দলের দরজা সবার জন্য খোলা ৷ কারও নামে দলটি পরিচিত হবে না বলে জানিয়েছেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান ৷

আরও পড়ুন : বিনয়ের পদত্যাগ নিয়ে সরব বাম-বিজেপি, পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল

তবে, অনিত থাপা তাঁর তৈরি দলের পরিচয় কারও নামে হবে না বললেও, আগামী 9 সেপ্টেম্বর তিনি যে নতুন রাজনৈতিক দলের সূচনা পাহাড়ে করছেন, তার শুরুতেই অনিত থাপার নাম রয়েছে ৷ ফলে দল আত্মপ্রকাশের আগেই তাঁর নাম প্রচার পেতে শুরু করেছে ৷ প্রসঙ্গত, এর আগেও গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে অনেকে পৃথক রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন ৷ যাঁদের মধ্যে অন্যতম হরকাবাহাদুর ছেত্রী ৷ কিন্তু, সেই দল মুখ থুবড়ে পড়েছে ৷ ফলে পাহাড়ের রাজনীতিতে অনিত থাপার দল কতটা কার্যকর হয়ে উঠবে, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে ৷ পাশাপাশি, পাহাড়ের প্রতিটি রাজনৈতিক দলই বর্তমানে কোনও না কোনও জাতীয় দলের ছত্রছায়ায় রয়েছে ৷ ফলে অনিত থাপার তৈরি এই দলও তেমনি কিছু করে, না কি সম্পূর্ণ স্বতন্ত্র দল হিসেবে নিজেদের তুলে ধরবে সেটাই দেখার ৷

আরও পড়ুন : Anit Thapa : পাহাড়ে ফের নয়া রাজনৈতিক সমীকরণ, সেপ্টেম্বরেই নতুন দল ঘোষণা অনিত থাপার

অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণভাবে একঘরে হয়ে গিয়েছেন পাহাড়ের আরেক রাজনীতিক বিনয় তামাং ৷ সেক্ষেত্রে বিনয় তামাংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ তবে অনিত থাপার নতুন দলকে গুরুত্ব দিতে নারাজ বিমল গুরুং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.