শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর : চার কেপমারকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে এক সোনার দোকানদারের নাম উঠে আসে ৷ পরে সেই দোকানদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ চার কেপমারকে আদালতে তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে ৷ বিচারক 4 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গেছে, বছর দুই ধরে শিলিগুড়ি শহর ও পার্শবর্তী এলাকাজুড়ে সোনার গয়না এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে চলছিল ৷ একাধিক অভিযোগ দায়ের হয় ৷
আরও জানা যায়, গত শুক্রবার এই অভিযানে চার কেপমারকে ধরে ৷ তাদের জিজ্ঞাসাবাদে এক সোনার দোকানদারের নাম জড়ায় ৷ গতকাল পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে ৷ তাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে ৷
ধৃত চার কেপমারের নাম কিশোর রায়,অর্জুন মালি,নারু মালি এবং রাজু শাহ । এরা প্রত্যেকেই শিলিগুড়ি শহরের বাসিন্দা ৷ এদের কাছ থেকে উদ্ধার হয় চোরাই গয়না, বিভিন্ন সময়ে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ৷
গতকাল শিলিগুড়ি থানার DCP পূর্ব জয় টুডু, ACP স্বপন সরকার, IC সুদীপ চক্রবর্তীসহ অন্য পুলিশ আধিকারিকরা একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে উদ্ধার হওয়া 13 টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দেন ৷ তাঁরা জানান, তদন্তের স্বার্থে ওই সোনার দোকানদারের নাম প্রকাশ্যে আনা সম্ভব নয় ৷