দার্জিলিং, 12 জুলাই : ইন্দো-নেপাল সীমান্তে দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর হাতে গ্রেফতার হলেন চার বিদেশি নাগরিক । রবিবার গভীর রাতে ওই চারজনকে গ্রেফতার করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা । ধৃতরা চারজনই ক্যামেরুনের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : সাদা থান পরা ওটা কে ? লাটাগুড়ির রাস্তায় ভূতের ভয়ে কাঁটা পর্যটকরা
ধৃতদের নাম - বেয়েগুয়ি বেলিমি (21), অ্যালিক্সিস ইসমেলি (19), সেডার আবান্ডা আনজুয়াপ (22), মোহামাদু মোসি (19) । ধৃতদের সোমবার সকালে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এরপর পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে । তবে তাঁদের পুলিশি হেফাজত হল নাকি বিচারবিভাগীয় হেফাজত, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ ও এসএসএসবি জানতে পেরেছে যে ওই চারজনই ফুটবলার ৷ তাঁরা খেলার জন্যই নেপালে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরছিলেন ৷ কিন্তু তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৷ আর সেই কারণেই সীমান্ত পারাপারের সময় তাঁদের প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন : পার্ক স্ট্রিটের হোটেলে কী প্রকৃতির মাদক সেবন করা হচ্ছিল ? উত্তর খুঁজছে লালবাজার
পুলিশ বা এসএসবি এই নিয়ে এখনই কিছু বলতে রাজি হয়নি ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁদের দাবিও খতিয়ে দেখা হচ্ছে ৷ ফুটবল খেলোয়াড়ের ছদ্মবেশে তাঁরা কোনও আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে পুলিশের ৷ তাই সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন : ট্রেনে বসে প্রসব যন্ত্রণা, ভুবনেশ্বর স্টেশনেই শিশুর জন্ম দিলেন মা