ETV Bharat / state

হিলি থেকে পাচারের আগে উদ্ধার 20 লাখের ইয়াবা - হিলি

হিলি থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার ২০ লাখ টাকার ইয়াবা ।

HILI
YABA TABLET RECOVER
author img

By

Published : Feb 24, 2020, 9:54 PM IST

হিলি, 24 ফেব্রুয়ারি : বাংলাদেশে পাচারের আগে হিলিতে উদ্ধার হল 20 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার সীমান্তবর্তী উত্তর আগ্রা এলাকা থেকে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে BSF-এর 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দেওয়া হয়েছে ।

BSF সূত্রে জানা গেছে, গতকাল গোপন সূত্রের খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর আগ্রা এলাকায় অভিযান চালান BSF জওয়ানরা ৷ সেখানেই উদ্ধার হয় ট্যাবলেটগুলি । এর আগেও একাধিকবার বাংলাদেশে পাচারের আগে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ৷ গত বছর সেপ্টেম্বরে হিলি চেকপোস্টে চার লাখ টাকা ও মার্চে হাড়িপুকুরে 75 লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছিল BSF। বাংলাদেশে পাচারের জন্য সেগুলি ওই এলাকায় মজুত রাখা হয়েছিল বলে অনুমান তাদের ৷

থাইল্যান্ডেই মূলত তৈরি হয়ে থাকে এই ইয়াবা ট্যাবলেট ৷ সেখান থেকেই তা বিভিন্ন দেশে পাচার হচ্ছে ৷ ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবেও ৷ কখনও ব্রাউন সুগার, কখনও হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় ৷ কখনও বা ট্যাবলেটের মতো জলের সঙ্গে গিলে ফেলা হয় এই ইয়াবা ৷

হিলি, 24 ফেব্রুয়ারি : বাংলাদেশে পাচারের আগে হিলিতে উদ্ধার হল 20 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার সীমান্তবর্তী উত্তর আগ্রা এলাকা থেকে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে BSF-এর 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দেওয়া হয়েছে ।

BSF সূত্রে জানা গেছে, গতকাল গোপন সূত্রের খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর আগ্রা এলাকায় অভিযান চালান BSF জওয়ানরা ৷ সেখানেই উদ্ধার হয় ট্যাবলেটগুলি । এর আগেও একাধিকবার বাংলাদেশে পাচারের আগে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ৷ গত বছর সেপ্টেম্বরে হিলি চেকপোস্টে চার লাখ টাকা ও মার্চে হাড়িপুকুরে 75 লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছিল BSF। বাংলাদেশে পাচারের জন্য সেগুলি ওই এলাকায় মজুত রাখা হয়েছিল বলে অনুমান তাদের ৷

থাইল্যান্ডেই মূলত তৈরি হয়ে থাকে এই ইয়াবা ট্যাবলেট ৷ সেখান থেকেই তা বিভিন্ন দেশে পাচার হচ্ছে ৷ ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবেও ৷ কখনও ব্রাউন সুগার, কখনও হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় ৷ কখনও বা ট্যাবলেটের মতো জলের সঙ্গে গিলে ফেলা হয় এই ইয়াবা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.