ETV Bharat / state

বালুরঘাট স্টেশনে ভুল বিজ্ঞপ্তির জের, বিভ্রান্তি যাত্রীদের মধ্যে - wrong notification mislead common passengers

বিজ্ঞপ্তিতে লেখা ছিল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস এবার থেকে প্রতিদিন সকালের পরিবর্তে রাতে ছাড়বে ৷ আর এতেই ক্ষোভপ্রকাশ করেন সাধারণ যাত্রীরা ৷ পরে অবশ্য সাংসদ সুকান্ত মজুমদার উত্তর-পূর্ব সীমান্ত রেলের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে বিজ্ঞপ্তিটি ভুল ৷

বালুরঘাট স্টেশন
author img

By

Published : Sep 20, 2019, 11:39 PM IST

বালুরঘাট, 20 সেপ্টেম্বর : আজ সকালে বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি ৷ যার জেরে বিভ্রান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ৷ পরে অবশ্য সাংসদ সুকান্ত মজুমদার উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে বিজ্ঞপ্তিটি ভুল ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা ছিল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস এবার থেকে প্রতিদিন সকালের পরিবর্তে রাতে ছাড়বে ৷ আর এতেই ক্ষোভপ্রকাশ করেন সাধারণ যাত্রীরা ৷ কারণ জেলা থেকে কলকাতা যাওয়ার ট্রেনের সংখ্যা এমনিতেই কম ৷ পরে অবশ্য বিষয়টি জানতে পারেন সাংসদ ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের সঙ্গে যোগাযোগ করেন ৷ পরে সাংবাদিকদের জানান, রেলের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি ভুল ৷

সুকান্তবাবু বলেন, "আমি দাবি করেছিলাম বালুরঘাট-হাওড়া ট্রেনটিকে রেগুলার করা হবে ৷ তা ছাড়তে হবে রাতে ৷ সে নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে ৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে হাওড়ার বদলে ভুল করে তেভাগা এক্সপ্রেসের নম্বর দিয়ে রেগুলার রাতে চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি ৷ সংশোধন করতে বলেছি ৷ "

এ বিষয়ে CPI(M)-এর ব্লক আহ্বায়ক সকিরুদ্দিন আহমেদ সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ বলেন, "অর্পিতা ঘোষ শুধু লালবাতি ও সবুজ বাতি নিয়ে ঘুরেছেন ৷ মানুষের উন্নয়নের জন্য কোনও চিন্তাভাবনা করেননি ৷ কোনও কাজ করেননি ৷ "

বালুরঘাট, 20 সেপ্টেম্বর : আজ সকালে বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি ৷ যার জেরে বিভ্রান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ৷ পরে অবশ্য সাংসদ সুকান্ত মজুমদার উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে বিজ্ঞপ্তিটি ভুল ৷

প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা ছিল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস এবার থেকে প্রতিদিন সকালের পরিবর্তে রাতে ছাড়বে ৷ আর এতেই ক্ষোভপ্রকাশ করেন সাধারণ যাত্রীরা ৷ কারণ জেলা থেকে কলকাতা যাওয়ার ট্রেনের সংখ্যা এমনিতেই কম ৷ পরে অবশ্য বিষয়টি জানতে পারেন সাংসদ ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের সঙ্গে যোগাযোগ করেন ৷ পরে সাংবাদিকদের জানান, রেলের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি ভুল ৷

সুকান্তবাবু বলেন, "আমি দাবি করেছিলাম বালুরঘাট-হাওড়া ট্রেনটিকে রেগুলার করা হবে ৷ তা ছাড়তে হবে রাতে ৷ সে নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে ৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে হাওড়ার বদলে ভুল করে তেভাগা এক্সপ্রেসের নম্বর দিয়ে রেগুলার রাতে চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি ৷ সংশোধন করতে বলেছি ৷ "

এ বিষয়ে CPI(M)-এর ব্লক আহ্বায়ক সকিরুদ্দিন আহমেদ সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ বলেন, "অর্পিতা ঘোষ শুধু লালবাতি ও সবুজ বাতি নিয়ে ঘুরেছেন ৷ মানুষের উন্নয়নের জন্য কোনও চিন্তাভাবনা করেননি ৷ কোনও কাজ করেননি ৷ "

Intro:ভুল বিজ্ঞ্যপ্তি প্রকাশ হওয়ায় বালুরঘাট স্টেশনে চত্বরে ক্ষোভে ফেটে পড়ল জেলাবাসি ,

বংশী হারি ; ২০ সেপ্টেম্বর ;-দক্ষিণ দিনাজপুর জেলায় রেল পরিসেবা নিয়ে শুক্রবার সকাল বেলা একটি বিভ্রান্তি ছড়াল্ত বালুরঘাট স্টেশনে রেলের পক্ষ থেকে বিজ্ঞ্যপ্তি প্রকাশ হয় ,সেই বিজ্ঞ্যপ্তিতে লিখা রয়েছে তেভাগা ট্রেনকে সকালের পরিবর্তে রাত্রি বেলা যাবে এই নিয়ে জেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে, এমনিতেই জেলাতে কলকাতা যাবার জন্য ট্রেনের সংখ্যা কম, রেলপরিসেবা তে অনেকটা পিছিয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর , সেই তেভাগা এক্সপ্রেস ট্রেনকে সকালের পরিবর্তে রাত্রে করায় জেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
এই বিষয়ে সিপিএম ব্লক আহবাহক সকিরুদ্দিন আহমেদ জানিয়েছেন সাংসদের এই উদ্যোগে তিনি সাধুবাদ জানিয়েছেন ,কারন পরিবহন ব্যাবস্থার জন্য সাংসদের এই উদ্যোগ খুব ভালো , ,বালুরঘাট হাওড়া ট্রেনকে তিন দিনের পরিবর্তে সপ্তাহে প্রতিদিন করা হবে এই বিষয়টি জেলাবাসি অনেকদিন থেকে দাবী উঠেছিল তবে জেলা বাসীর দাবী নিয়ে বর্তমান সাংসদ চেষ্টা করে তাহলে আমরা ধন্যবাদ জানাবো জেলার মানুষ হিসাবে ।তবে আমাদের আরও ভালো হত যে গৌর এক্সপ্রেস কে যদি বন্ধ না করে তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে । গত ব্বিধান সভার তৃনমূলের সাংসদ অর্পিতা ঘোষ শুধুমাত্র লালবাতি এবং নিল বাতি নিয়ে ঘুরে বেরিয়েছে জেলার এপ্রান্ত থেকে ঐ প্রান্ত ,কিন্তু জেলার কোন উন্যয়ন করে নি ।শুধুমাত্র নিজের উন্যতি করেছে,মানুশের কোন উন্যতি করে নি

সম্প্রতি সেই ক্ষোভের কথা বালুরঘাট বিধান সভার সাংসদ সুকান্ত মজুমদারের কাছে পৌছায়, সাংসদ নিজে দায়িত্ত নিয়ে উত্তর পূর্ব সিমান্তর রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ,এবং সাংসদ জানিয়েছেন যে রেলের পক্ষ থেকে যে বিজ্ঞ্যপ্তি প্রকাশ করা হয়েছিল যে তেভাগা এক্সপ্রেস ট্রেনকে তুলে সকালের পরিবর্তে রাত্রিতে টা সম্পূর্ণ ভুল ,বালুরঘাট হাওড়া ট্রেনকে তিন দিনের পরিবর্তে সপ্তাহে প্রতিদিন করা হবে ।সম্প্রতি রেল দপ্তর একটি নতুন বিজ্ঞ্যপ্তি জারী করবে যে সমস্ত ট্রেন প্রতিদিন চলছে সেই সমস্ত ট্রেন কলকাতার উদ্দেশ্যে প্রতিদিন যাত্রা করবে ।
Body:ভুল বিজ্ঞ্যপ্তি প্রকাশ হওয়ায় বালুরঘাট স্টেশনে চত্বরে ক্ষোভে ফেটে পড়ল জেলাবাসি ।।

Conclusion:ভুল বিজ্ঞ্যপ্তি প্রকাশ হওয়ায় বালুরঘাট স্টেশনে চত্বরে ক্ষোভে ফেটে পড়ল জেলাবাসি ।।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.