বালুরঘাট, 20 সেপ্টেম্বর : আজ সকালে বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের তরফে জারি করা হয় একটি বিজ্ঞপ্তি ৷ যার জেরে বিভ্রান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ৷ পরে অবশ্য সাংসদ সুকান্ত মজুমদার উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে বিজ্ঞপ্তিটি ভুল ৷
প্রকাশিত বিজ্ঞপ্তিতে লেখা ছিল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস এবার থেকে প্রতিদিন সকালের পরিবর্তে রাতে ছাড়বে ৷ আর এতেই ক্ষোভপ্রকাশ করেন সাধারণ যাত্রীরা ৷ কারণ জেলা থেকে কলকাতা যাওয়ার ট্রেনের সংখ্যা এমনিতেই কম ৷ পরে অবশ্য বিষয়টি জানতে পারেন সাংসদ ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের সঙ্গে যোগাযোগ করেন ৷ পরে সাংবাদিকদের জানান, রেলের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি ভুল ৷
সুকান্তবাবু বলেন, "আমি দাবি করেছিলাম বালুরঘাট-হাওড়া ট্রেনটিকে রেগুলার করা হবে ৷ তা ছাড়তে হবে রাতে ৷ সে নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে ৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে হাওড়ার বদলে ভুল করে তেভাগা এক্সপ্রেসের নম্বর দিয়ে রেগুলার রাতে চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি ৷ সংশোধন করতে বলেছি ৷ "
এ বিষয়ে CPI(M)-এর ব্লক আহ্বায়ক সকিরুদ্দিন আহমেদ সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ বলেন, "অর্পিতা ঘোষ শুধু লালবাতি ও সবুজ বাতি নিয়ে ঘুরেছেন ৷ মানুষের উন্নয়নের জন্য কোনও চিন্তাভাবনা করেননি ৷ কোনও কাজ করেননি ৷ "