ETV Bharat / state

সংকট মেটাতে বালুরঘাটে রক্তদান করলেন মহিলারা

আজ দুপুরে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছিল । সেখানে রক্তদান করলেন আটজন মহিলা । সব মিলিয়ে মোট 31জন রক্তদান করেন ।

রক্তদান
রক্তদান
author img

By

Published : May 11, 2020, 10:14 PM IST

বালুরঘাট, 11 মে : সংকট মেটাতে ভয়কে দূরে সরিয়ে এবার রক্তদানে এগিয়ে এলেন মহিলারা । আজ দুপুরে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছিল । সেখানে রক্তদান করলেন আটজন মহিলা । তাঁদের মধ্যে প্রথমবার রক্ত দিলেন ছয়জন । এমন ভয়ানক পরিস্থিতিতে রক্তদানে মহিলারা এগিয়ে আসায় অন্য মহিলারাও উৎসাহিত হবে বলে মনে করছে বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এদিন সব মিলিয়ে 31জন স্বেচ্ছায় রক্তদান করেন ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । 24 মার্চ থেকে দক্ষিণ দিনাজপুরে লকডাউন কার্যকরী হয় । কোরোনা ও লকডাউনের কারণে দক্ষিণ দিনাজপুরজুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে রক্তের । মূলত বিগত একমাস সেভাবে কোনও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়নি । তাই এই সংকট আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে । প্রথম দিকে কোরোনার জন্য রক্তদান শিবির বন্ধ থাকলেও পরে স্বাস্থ্য ভবনের অনুমতিক্রমে দক্ষিণ দিনাজপুরে রক্তদান শিবির শুরু হয়েছে । তবে রক্তদান শিবির করতে গেলে মানতে হবে সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশিকা । প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে একথা ।

সংকট মেটাতে এদিন মালঞ্চা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে একটি ক্লাব । এই রক্তদান শিবিরে মোট 31জন স্বেচ্ছায় রক্তদান করে । যার মধ্যে আটজন মহিলা ছিল । এই আটজন মহিলার মধ্যে ছয়জন প্রথমবার রক্তদান করলেন । কোরোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেই মেয়েদের রক্তদান অন্যদের উৎসাহিত করবে বলে জানান উদ্যোক্তারা ।

এবিষয়ে ওই ক্লাবের সদস্য সুধীন সাহা বলেন, কোরোনা ও লকডাউনের জন্য রক্ত সংকট রয়েছে তা বালুরঘাট ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে জানতে পারেন । এরপরই আজ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সব মিলিয়ে এদিন 31জন স্বেচ্ছায় রক্তদান করেন । যার মধ্যে আটজন মহিলা ছিলেন । এমন ভয়ানক পরিস্থিতিতেও মহিলারা রক্ত দিতে এগিয়ে আসায় অন্যদের রক্তদানে উৎসাহিত করবে ।

বালুরঘাট, 11 মে : সংকট মেটাতে ভয়কে দূরে সরিয়ে এবার রক্তদানে এগিয়ে এলেন মহিলারা । আজ দুপুরে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছিল । সেখানে রক্তদান করলেন আটজন মহিলা । তাঁদের মধ্যে প্রথমবার রক্ত দিলেন ছয়জন । এমন ভয়ানক পরিস্থিতিতে রক্তদানে মহিলারা এগিয়ে আসায় অন্য মহিলারাও উৎসাহিত হবে বলে মনে করছে বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এদিন সব মিলিয়ে 31জন স্বেচ্ছায় রক্তদান করেন ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । 24 মার্চ থেকে দক্ষিণ দিনাজপুরে লকডাউন কার্যকরী হয় । কোরোনা ও লকডাউনের কারণে দক্ষিণ দিনাজপুরজুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে রক্তের । মূলত বিগত একমাস সেভাবে কোনও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়নি । তাই এই সংকট আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে । প্রথম দিকে কোরোনার জন্য রক্তদান শিবির বন্ধ থাকলেও পরে স্বাস্থ্য ভবনের অনুমতিক্রমে দক্ষিণ দিনাজপুরে রক্তদান শিবির শুরু হয়েছে । তবে রক্তদান শিবির করতে গেলে মানতে হবে সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশিকা । প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে একথা ।

সংকট মেটাতে এদিন মালঞ্চা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে একটি ক্লাব । এই রক্তদান শিবিরে মোট 31জন স্বেচ্ছায় রক্তদান করে । যার মধ্যে আটজন মহিলা ছিল । এই আটজন মহিলার মধ্যে ছয়জন প্রথমবার রক্তদান করলেন । কোরোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেই মেয়েদের রক্তদান অন্যদের উৎসাহিত করবে বলে জানান উদ্যোক্তারা ।

এবিষয়ে ওই ক্লাবের সদস্য সুধীন সাহা বলেন, কোরোনা ও লকডাউনের জন্য রক্ত সংকট রয়েছে তা বালুরঘাট ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে জানতে পারেন । এরপরই আজ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সব মিলিয়ে এদিন 31জন স্বেচ্ছায় রক্তদান করেন । যার মধ্যে আটজন মহিলা ছিলেন । এমন ভয়ানক পরিস্থিতিতেও মহিলারা রক্ত দিতে এগিয়ে আসায় অন্যদের রক্তদানে উৎসাহিত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.