বালুরঘাট, 1 মার্চ : সম্প্রসারণ হবে রাস্তা । আর তার জন্য কাটা হল বালুরঘাট ব্লক গ্রাম পঞ্চায়েতের শরণগ্রাম এলাকার রাস্তার দু'পাশের একাধিক গাছ । বিনা অনুমতিতে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে তা বন্ধ করে দিলেন বন বিভাগের কর্মীরা । যদিও ততক্ষণে বেশিরভাগ গাছই কেটে ফেলা হয়ে গেছে । দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাটির কাছে গাছ কাটার প্রয়োজনীয় নথি ছিল কি না তা জানতে চাওয়া হয়েছে । যা দেখাতে পারলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে চলেছে বন বিভাগ ।
বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরণগ্রাম এলাকায় রাস্তা সম্প্রসারণ হচ্ছে । শিলিগুড়ি মোড় থেকে বাউল মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি দু'পাশেই নতুন করে সম্প্রসারণ হচ্ছে । সব মিলিয়ে তিন ফুট সম্প্রসারণ হবে । গত সপ্তাহ থেকেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা । দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তার কাজ শুরু করা হচ্ছে । বছর তিনেক আগে স্থানীয় বোল্লা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তার দু'পাশে গাছ লাগানো হয় । অভিযোগ, রাস্তা সম্প্রসারণের জন্য গতকাল থেকে দু'পাশের ওই গাছ কাটতে শুরু করেছে ঠিকাদার সংস্থা ।
এদিকে, একটি সংস্থা গাছ কাটছে এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও একাধিক গাছ কেটে নিয়ে চলে যায় । পুরো বিষয়টি জানতে পেরে বন বিভাগের বিট অফিসার বরুণ দাসশর্মাসহ অন্যান্য কর্মীরা এসে গাছ কাটা বন্ধ করে দেন। গাছ কাটার অনুমতি কে বা কারা দিয়েছে, এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাছে জানতে চাওয়া হলে তারা কোনও উত্তর দিতে পারেনি।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা রজত মণ্ডল জানান, গাছ কাটার প্রয়োজনীয় নথিসহ কর্তৃপক্ষকে বন বিভাগের সঙ্গে দেখা করতে বলা হয়েছে তা না হলে আগামী দিনে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে FIR করা হতে পারে । অন্যদিকে, এবিষয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ।