ETV Bharat / state

দলীয় কর্মীদের অত্যাচারে তৃণমূল ছেড়ে BJP-তে 632 জন সংখ্যালঘু

author img

By

Published : Jun 15, 2019, 11:08 PM IST

গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের গোটাহার ও পৈতাদিঘিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬৩২ জন তৃণমূল থেকে BJP-তে যোগ দেন ।

তৃণমূল ছেড়ে BJP-তে

গঙ্গারামপুর, 15 জুন : দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের ভাঙন অব্যহত । আজ গঙ্গারামপুরের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের 632 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার ।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে BJP জয়ী হওয়ায় পর রোজ বিভিন্ন দল ছেড়ে কর্মীরা যোগদান করছেন । সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ব্যাপক পরিমাণে BJP-তে যোগ দিচ্ছেন ।

আজ দুপুরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের গোটাহার ও পৈতাদিঘিতে একটি অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬৩২ জন তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । সংখ্যালঘুর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও আজ BJP-তে যোগদান করেন । আজকের অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও ছিলেন BJP-র সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরি-সহ অন্য জেলা নেতৃত্ব ।

BJP-তে যোগ গিয়েই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন সংখ্যালঘু নেতা আবদুস সরকার । তিনি বলেন, "তৃণমূলের কর্মী হয়েও দলীয় কর্মীদের অত্যাচার সহ্য করতে হয়েছে । নিজের দলের কর্মীদের অত্যাচারে ভাই ও দাদাকে হারিয়েছি । তাই আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলাম ।"

গঙ্গারামপুর, 15 জুন : দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের ভাঙন অব্যহত । আজ গঙ্গারামপুরের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের 632 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার ।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে BJP জয়ী হওয়ায় পর রোজ বিভিন্ন দল ছেড়ে কর্মীরা যোগদান করছেন । সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ব্যাপক পরিমাণে BJP-তে যোগ দিচ্ছেন ।

আজ দুপুরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের গোটাহার ও পৈতাদিঘিতে একটি অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬৩২ জন তৃণমূল থেকে BJP-তে যোগ দেন । সংখ্যালঘুর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও আজ BJP-তে যোগদান করেন । আজকের অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও ছিলেন BJP-র সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরি-সহ অন্য জেলা নেতৃত্ব ।

BJP-তে যোগ গিয়েই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন সংখ্যালঘু নেতা আবদুস সরকার । তিনি বলেন, "তৃণমূলের কর্মী হয়েও দলীয় কর্মীদের অত্যাচার সহ্য করতে হয়েছে । নিজের দলের কর্মীদের অত্যাচারে ভাই ও দাদাকে হারিয়েছি । তাই আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলাম ।"

Intro:অত্যাচার সহ্য করতে না পেরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬৩২ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।।

গঙ্গারামপুর, ১৫ জুন: গঙ্গারামপুরের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৬৩২ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান করলেন। শনিবার গঙ্গারামপুরের গোটাহারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী দের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার। তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে আজ বিজেপিতে যোগ দিলেন বলে সদ্য যোগদানকারীরা জানিয়েছেন।

লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপিতে যোগদানের হিড়িক পরেছে। লোকসভায় বালুরঘাট আসনে বিজেপি জয়ী হওয়ায় যোগদানের পরিমাণ দ্বিগুণ হয়েছে। রোজ দিন কম বেশী বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ব্যাপক পরিমানে বিজেপিতে যোগ দিচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যোগদানের সংখ্যা সব থেকে বেশি গঙ্গারামপুরে। গতকাল বিকেলে ও আজ দুপুরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েতের গোটাহার ও পৈতাদিঘিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৬৩২ জন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। সংখ্যালঘুর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও এদিন বিজেপিতে যোগদান করেন। বোটাহারে আব্দুস সরকারের নেতৃত্বে ৪৭২ জন ও পৈটাদিঘিতে ১৬০ জন বিজেপিতে যোগ দান করে। এদিনের অনুষ্ঠানে জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয় গ্রাম পঞ্চায়েতের বোটাহারে আব্দুস সরকারের নেতৃত্বে প্রায় ৪৭২ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এছড়াও পৈতাদিঘিতে ১৬০ জন সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়।

অন্য দিকে সদ্য বিজেপিতে যোগদানকারী আব্দুস সরকার জানান, তৃণমূল কর্মী হলেও তাদের উপর দলীয় কর্মীরা অনেক অত্যাচার করেছে। এদের অত্যাচারে তার ভাই ও দাদা মারা গেছে। তাই আজ তার নেতৃত্ব ৪৭২ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।Body:Gangarampur Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.