ETV Bharat / state

টিউবওয়েলে বিষাক্ত কিছু মেশানোর অভিযোগ, কুশমণ্ডিতে জল সংকট মেটাল প্রশাসন

সকালে এলাকার টিউবওয়েলগুলি থেকে জল নিতে যান এলাকাবাসী । তখনই প্রত্যেকটি টিউবওয়েল থেকে গন্ধযুক্ত নোংরা জল বের হতে দেখেন । জল সংকট তৈরি হয় এলাকায় ।

water
জল
author img

By

Published : Apr 23, 2020, 1:54 PM IST

কুশমাণ্ডি, 23 এপ্রিল: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এবং বুড়িতলা গ্রামে 15টি টিউবওয়েল রয়েছে । গতকাল সকালে গ্রামবাসীরা জল নিতে যান । তখনই ওই টিউবওয়েলগুলি থেকে নোংরা গন্ধযুক্ত জল বের হতে দেখেন । এরপর আর কেউই জল নিতে পারেননি । মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা ওই টিউবওয়েলগুলিতে বিষাক্ত পাউডার মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ । সবক'টি টিউবওয়েল থেকেই গন্ধযুক্ত নোংরা জল বের হওয়ায় জল সংকট দেখা দেয় এলাকায় । খবর যায় পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের কাছে । কে বা কারা এই কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে । অন্যদিকে ব্লক প্রশাসনের তরফে পানীয় জলের ব্যবস্থা করা হয় এলাকাবাসীর জন্য । পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছায় । লাইন করে সেই জল নেন স্থানীয়রা ।

এলাকায় জল সংকট দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় । ঘটনাস্থানে পৌঁছান মালিগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল সরকার ,দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দ্বিজেন রায়সহ পুলিশ প্রসাশনের লোকজন । মালিগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল সরকার জানান, "15টি টিউবওয়েলই সিল করা হয়েছে । ব্লক প্রশাসন থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । "

water
টিউবওয়েলের জল পরীক্ষা করা হচ্ছে

এই বিষয়ে এক গ্রামবাসী উৎপল রায় জানান, "মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা 15টি টিউবওয়েলের মধ্যেই বিষাক্ত কিছু মিশিয়ে দিয়ে গেছে । সকাল থেকেই বিষাক্ত জল বের হচ্ছিল । সকলের মধ্যে আতঙ্ক ছড়ায় ।" অন্যদিকে আর এক স্থানীয় বাসিন্দা তরুণ রায় জানান, "টিউবওয়েল থেকে গন্ধযুক্ত নোংরা জল বের হচ্ছিল । কেউ বা কারা টিউবওয়েলের মধ্যে বিষাক্ত কিছু ঢুকিয়ে দেওয়ার ফলেই এইরকম হয়েছে । এর ফলে এলাকাবাসী খুবই অসুবিধায় পড়েন । ঘটনার সঠিক তদন্ত হোক । যে বা যারা এই যারা কাজ করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি"

কুশমাণ্ডি, 23 এপ্রিল: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এবং বুড়িতলা গ্রামে 15টি টিউবওয়েল রয়েছে । গতকাল সকালে গ্রামবাসীরা জল নিতে যান । তখনই ওই টিউবওয়েলগুলি থেকে নোংরা গন্ধযুক্ত জল বের হতে দেখেন । এরপর আর কেউই জল নিতে পারেননি । মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা ওই টিউবওয়েলগুলিতে বিষাক্ত পাউডার মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ । সবক'টি টিউবওয়েল থেকেই গন্ধযুক্ত নোংরা জল বের হওয়ায় জল সংকট দেখা দেয় এলাকায় । খবর যায় পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের কাছে । কে বা কারা এই কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে । অন্যদিকে ব্লক প্রশাসনের তরফে পানীয় জলের ব্যবস্থা করা হয় এলাকাবাসীর জন্য । পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছায় । লাইন করে সেই জল নেন স্থানীয়রা ।

এলাকায় জল সংকট দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় । ঘটনাস্থানে পৌঁছান মালিগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল সরকার ,দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দ্বিজেন রায়সহ পুলিশ প্রসাশনের লোকজন । মালিগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল সরকার জানান, "15টি টিউবওয়েলই সিল করা হয়েছে । ব্লক প্রশাসন থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । "

water
টিউবওয়েলের জল পরীক্ষা করা হচ্ছে

এই বিষয়ে এক গ্রামবাসী উৎপল রায় জানান, "মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা 15টি টিউবওয়েলের মধ্যেই বিষাক্ত কিছু মিশিয়ে দিয়ে গেছে । সকাল থেকেই বিষাক্ত জল বের হচ্ছিল । সকলের মধ্যে আতঙ্ক ছড়ায় ।" অন্যদিকে আর এক স্থানীয় বাসিন্দা তরুণ রায় জানান, "টিউবওয়েল থেকে গন্ধযুক্ত নোংরা জল বের হচ্ছিল । কেউ বা কারা টিউবওয়েলের মধ্যে বিষাক্ত কিছু ঢুকিয়ে দেওয়ার ফলেই এইরকম হয়েছে । এর ফলে এলাকাবাসী খুবই অসুবিধায় পড়েন । ঘটনার সঠিক তদন্ত হোক । যে বা যারা এই যারা কাজ করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.