ETV Bharat / state

Panchayat Elections 2023: সুকান্তের আশ্বাসে দুষ্কৃতীদের সন্ত্রাস ভুলে বুথে ভোটাররা - Sukanta Majumdar

তপনের দাউদপুরে বোমাবাজি ও গুলি চালিয়ে বাইক বাহিনীর সন্ত্রাসের অভিযোগ ৷ ভোট দিতে যেতে ভয় গ্রামবাসীদের ৷ অভয় দিয়ে ভোটারদের ভোট দিতে নিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি ।

Bengal polls 2023
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
author img

By

Published : Jul 10, 2023, 10:13 PM IST

সুকান্তর আশ্বাসে বুথে ভোটাররা

তপন, 10 জুলাই: পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর । রাতভর বোমাবাজি ও গুলি চালিয়ে আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হয় ৷ এমনটাই গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল আশ্রিত বাইক বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । সোমবার তাদের সঙ্গে করে ভোট দিতে নিয়ে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ব্লকের 18টি বুথে এ দিন ছিল পুনর্নির্বাচন । জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । 99 নম্বর দাউদপুর বুথে নির্বাচনের দিন ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ভোটের দিনে এই বুথে কেন্দ্রীয় বাহিনী দেখা মেলেনি । ঘটনায় উত্তেজিত জনতা জল ঢেলে দেয় ব্যালট বাক্সে । অতঃপর সমস্ত ব্যালট নষ্ট হয়ে যাওয়ায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় দাউদপুর বুথে ।

পুনর্নির্বাচনে গ্রামবাসীদের ভোট দিতে না দেওয়ার জন্য সন্ত্রাস ছড়াচ্ছে এলাকায় । বোমাবাজি থেকে গুলি সমস্ত কিছুই চলেছে দাউদপুর এলাকায় বলে অভিযোগ স্থানীয়দের । ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা সকাল থেকে ভোট দিতে যায়নি বলে জানান তারা । নির্বাচন কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ । দাউদপুর এলাকায় রবিবার রাত থেকে দশটি বোমা ও আট রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।

আরও পড়ুন: অশোকনগরে পুনর্নির্বাচনেও দেদার ছাপ্পা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি বামেদের

দাউদপুর গ্রামের বৃদ্ধ থেকে মহিলা সকলেই আতঙ্কিত । এলাকার বিজেপি সমর্থকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । দাউদপুর এলাকার বিজেপির নির্বাচনী প্রচারের ফ্লাক্স, ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । আগ্নেয়াস্ত্র সমেত একদল বাইক বাহিনী সারারাত সন্ত্রাস ছড়ায় দাউদপুর এলাকাগুলোতে, অভিযোগ গ্রামবাসীদের । ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালে সেখান থেকে কোন সুরাহা পায়নি গ্রামবাসীরা । এমনটাই দাবি তাদের ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা ।

জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস করার অভিযোগে একজন দুষ্কৃতীকে আটক করে গণপ্রহার দেয় স্থানীয় বাসিন্দারা । এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় । সঙ্গে দাউদপুর এলাকার বিজেপি বুথ সভাপতিকেও গ্রেফতার করে পুলিশ বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা । দাউদপুর এলাকার সন্ত্রাস চালানোর ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্থানীয় মহিলারা । নির্বাচনকে কেন্দ্র করে শাসক আশ্রিত দুষ্কৃতীদের ঘটানো গতকাল রাতের সন্ত্রাসের অভিযোগ জানায় বিজেপির রাজ্য সভাপতিকে । এলাকার আতঙ্কিত বাসিন্দাদের সান্তনা দেন সুকান্ত ৷ পরে গ্রামের মানুষদের সঙ্গে করে নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন বিজেপি রাজ্য সভাপতি ।

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার । সেখানে গিয়ে রাস্তার উপরে বোমার দাগ ঢাকতে মাটি ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীদের উপর মারধর-সহ অন্যান্য অত্যাচার হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত । তিনি বলেন, "তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে পুলিশ প্রশাসন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ শুনছে না ৷" পরিবর্তে নির্দোষ বিজেপি কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় আটক করছে পুলিশ বলে দাবি করেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন: আতঙ্ক কাটেনি বাসন্তীতে, ভোটারদের বুথমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস পুলিশের

সুকান্ত আতঙ্কিত এলাকবাসীদের ভোট দিতে নিয়ে যান ৷ তখন ভোটকেন্দ্রের সামনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । ভোট কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । সামনে পেয়ে গতকাল রাতের ঘটনার বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তার ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় বাসিন্দারাও । এরপর দাউদপুর-সহ পাশ্ববর্তী অন্যান্য এলাকার পায়ে হেঁটে ঘুরে দেখএন তিনি ৷ পুনর্নির্বাচনের ভোটদানের ও নিরাপত্তার বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি । প্রশাসনের কাছে এলাকায় সারারাত কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আর্জি জানাবেন বলে জানান সুকান্ত মজুমদার । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকলে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন তিনি ।

সুকান্তর আশ্বাসে বুথে ভোটাররা

তপন, 10 জুলাই: পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর । রাতভর বোমাবাজি ও গুলি চালিয়ে আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হয় ৷ এমনটাই গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল আশ্রিত বাইক বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । সোমবার তাদের সঙ্গে করে ভোট দিতে নিয়ে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ব্লকের 18টি বুথে এ দিন ছিল পুনর্নির্বাচন । জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । 99 নম্বর দাউদপুর বুথে নির্বাচনের দিন ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । ভোটের দিনে এই বুথে কেন্দ্রীয় বাহিনী দেখা মেলেনি । ঘটনায় উত্তেজিত জনতা জল ঢেলে দেয় ব্যালট বাক্সে । অতঃপর সমস্ত ব্যালট নষ্ট হয়ে যাওয়ায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় দাউদপুর বুথে ।

পুনর্নির্বাচনে গ্রামবাসীদের ভোট দিতে না দেওয়ার জন্য সন্ত্রাস ছড়াচ্ছে এলাকায় । বোমাবাজি থেকে গুলি সমস্ত কিছুই চলেছে দাউদপুর এলাকায় বলে অভিযোগ স্থানীয়দের । ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা সকাল থেকে ভোট দিতে যায়নি বলে জানান তারা । নির্বাচন কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ । দাউদপুর এলাকায় রবিবার রাত থেকে দশটি বোমা ও আট রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।

আরও পড়ুন: অশোকনগরে পুনর্নির্বাচনেও দেদার ছাপ্পা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি বামেদের

দাউদপুর গ্রামের বৃদ্ধ থেকে মহিলা সকলেই আতঙ্কিত । এলাকার বিজেপি সমর্থকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । দাউদপুর এলাকার বিজেপির নির্বাচনী প্রচারের ফ্লাক্স, ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । আগ্নেয়াস্ত্র সমেত একদল বাইক বাহিনী সারারাত সন্ত্রাস ছড়ায় দাউদপুর এলাকাগুলোতে, অভিযোগ গ্রামবাসীদের । ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালে সেখান থেকে কোন সুরাহা পায়নি গ্রামবাসীরা । এমনটাই দাবি তাদের ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা ।

জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস করার অভিযোগে একজন দুষ্কৃতীকে আটক করে গণপ্রহার দেয় স্থানীয় বাসিন্দারা । এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় । সঙ্গে দাউদপুর এলাকার বিজেপি বুথ সভাপতিকেও গ্রেফতার করে পুলিশ বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা । দাউদপুর এলাকার সন্ত্রাস চালানোর ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্থানীয় মহিলারা । নির্বাচনকে কেন্দ্র করে শাসক আশ্রিত দুষ্কৃতীদের ঘটানো গতকাল রাতের সন্ত্রাসের অভিযোগ জানায় বিজেপির রাজ্য সভাপতিকে । এলাকার আতঙ্কিত বাসিন্দাদের সান্তনা দেন সুকান্ত ৷ পরে গ্রামের মানুষদের সঙ্গে করে নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন বিজেপি রাজ্য সভাপতি ।

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার । সেখানে গিয়ে রাস্তার উপরে বোমার দাগ ঢাকতে মাটি ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীদের উপর মারধর-সহ অন্যান্য অত্যাচার হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত । তিনি বলেন, "তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে পুলিশ প্রশাসন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ শুনছে না ৷" পরিবর্তে নির্দোষ বিজেপি কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় আটক করছে পুলিশ বলে দাবি করেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন: আতঙ্ক কাটেনি বাসন্তীতে, ভোটারদের বুথমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস পুলিশের

সুকান্ত আতঙ্কিত এলাকবাসীদের ভোট দিতে নিয়ে যান ৷ তখন ভোটকেন্দ্রের সামনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । ভোট কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । সামনে পেয়ে গতকাল রাতের ঘটনার বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তার ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় বাসিন্দারাও । এরপর দাউদপুর-সহ পাশ্ববর্তী অন্যান্য এলাকার পায়ে হেঁটে ঘুরে দেখএন তিনি ৷ পুনর্নির্বাচনের ভোটদানের ও নিরাপত্তার বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি । প্রশাসনের কাছে এলাকায় সারারাত কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আর্জি জানাবেন বলে জানান সুকান্ত মজুমদার । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকলে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.