বালুরঘাট, 24 এপ্রিল : বালুরঘাটের খানপুর এলাকার একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটা ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ । 1 ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে দমকল কর্মীরা । প্রাথমিক অনুমান, কেউ আগুন লাগিয়ে দিয়েছে । গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।
জানা গেছে, বালুরঘাট থানার খানপুরে বেশ কয়েকটি গাড়ি সারানোর গ্যারেজ রয়েছে । বিভিন্ন ধরনের গাড়ি ঠিক করা হয় সেখানে । সেখানেই দাঁড়িয়ে থাকা একটি বাসে আজ ভোরে হঠাৎই আগুন লাগে । দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন । মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন । পাশে দাঁড়ানো আর একটি বাসেও সেই আগুন লেগে যায় । বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । আসে দমকলের একটা ইঞ্জিন । প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর দেওয়া হয় বাস মালিককেও ।
এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী সজল দাস বলেন, "আজ ভোরে ডাক্তারের কাছে যাচ্ছিলাম । সেই সময় দেখি দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে । একটি বাসে পুরো ও একটির সামনের অংশে আগুন জ্বলছিল ।"