ETV Bharat / state

ভোররাতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন - dawn

আজ ভোররাতে বালুরঘাটের খানপুর এলাকার একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে । প্রায় 1 ঘণ্টার চেষ্টায় দমকলের 1টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।

দুটি বাসে আগুন
author img

By

Published : Apr 24, 2019, 8:21 AM IST

Updated : Apr 24, 2019, 10:12 AM IST

বালুরঘাট, 24 এপ্রিল : বালুরঘাটের খানপুর এলাকার একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটা ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ । 1 ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে দমকল কর্মীরা । প্রাথমিক অনুমান, কেউ আগুন লাগিয়ে দিয়েছে । গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, বালুরঘাট থানার খানপুরে বেশ কয়েকটি গাড়ি সারানোর গ্যারেজ রয়েছে । বিভিন্ন ধরনের গাড়ি ঠিক করা হয় সেখানে । সেখানেই দাঁড়িয়ে থাকা একটি বাসে আজ ভোরে হঠাৎই আগুন লাগে । দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন । মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন । পাশে দাঁড়ানো আর একটি বাসেও সেই আগুন লেগে যায় । বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । আসে দমকলের একটা ইঞ্জিন । প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর দেওয়া হয় বাস মালিককেও ।

এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী সজল দাস বলেন, "আজ ভোরে ডাক্তারের কাছে যাচ্ছিলাম । সেই সময় দেখি দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে । একটি বাসে পুরো ও একটির সামনের অংশে আগুন জ্বলছিল ।"

বালুরঘাট, 24 এপ্রিল : বালুরঘাটের খানপুর এলাকার একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটা ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ । 1 ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে দমকল কর্মীরা । প্রাথমিক অনুমান, কেউ আগুন লাগিয়ে দিয়েছে । গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, বালুরঘাট থানার খানপুরে বেশ কয়েকটি গাড়ি সারানোর গ্যারেজ রয়েছে । বিভিন্ন ধরনের গাড়ি ঠিক করা হয় সেখানে । সেখানেই দাঁড়িয়ে থাকা একটি বাসে আজ ভোরে হঠাৎই আগুন লাগে । দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন । মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন । পাশে দাঁড়ানো আর একটি বাসেও সেই আগুন লেগে যায় । বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । আসে দমকলের একটা ইঞ্জিন । প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর দেওয়া হয় বাস মালিককেও ।

এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী সজল দাস বলেন, "আজ ভোরে ডাক্তারের কাছে যাচ্ছিলাম । সেই সময় দেখি দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে । একটি বাসে পুরো ও একটির সামনের অংশে আগুন জ্বলছিল ।"

Intro:গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, চাঞ্চল্য বালুরঘাটের খানপুরে।।

বালুরঘাট, ২৪ এপ্রিল: বালুরঘাটের খানপুর এলাকার একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটা ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। কি ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে দমকল কর্মীরা। তবে দমকলের প্রাথমিক অনুমান কেউ আগুন লাগিয়ে দিয়েছে হয়তো। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, বালুরঘাট থানার খানপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি গ্যারেজ। যেখানে বিভিন্ন ধরনের গাড়ি ঠিক করা। খানপুর এলাকায় দাড়িয়ে থাকা একটি রাত্রি কালিন বুধবার ভোরে বাসে আগুন লাগে। দাউ দাই করে জ্বলতে থাকে আগুন। এদিকে মুহুর্তেই রাত্রি কালিন বাস লাগা সেই আগুন পাশের আর একটি বাসেও লেগে যায়। এদিকে আগুনের বিষয়টি জানাজস্নি হতেই আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। আসে দমকলের একটা ইঞ্জিন। প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। খবর দেওয়া হয় বাসের মালিককে। এদিকে কি ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে দমকল কর্মী থেকে স্থানীয়রা। যদিও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের। কি করে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী সজল মণ্ডল জানান,
আজ ভোরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। সেই সময় নজরে আসে দুটি বাসে আগুন দাউ দাউ করে জ্বলছে। একটি বাসে পুরো ও একটির সামনের অংশে আগুন লাগে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। তবে কি করে আগুন লাগেছে তা জানা নেই। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Apr 24, 2019, 10:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.