ETV Bharat / state

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ২ নাবালক

আজ সকালে স্থানীয় এক ফাঁকা জায়গায় খেলা করছিল কয়েকজন ছেলে ৷ খেলতে গিয়ে বলটি পাশের জঙ্গলে পড়ে যায় ৷ সেখানেই রাখা ছিল বোমাটি ৷ বল ভেবে হকির ব্যাট দিয়ে আঘাত করে তাঁরা ৷ ফাটে বোমা ৷ জখম হয় দুই নাবালক ৷

photo
ছবি
author img

By

Published : Jan 12, 2020, 10:26 PM IST

বালুরঘাট, 12 জানুয়ারি : মাঠে হকি খেলছিল নাবালকরা ৷ হকির বল ভেবে বোমায় মারলে ফেটে যায় সেটি ৷ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের হলদিডাঙা এলাকার ঘটনা ৷ জখম দু'জনের নাম রিয়ান মণ্ডল ও সাইদুল মণ্ডল । দু'জনেরই বয়স 10 বছর । তাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে একজনের অবস্থা গুরুতর ।

আজ সকালে বাড়ির পাশের ফাঁকা জায়গায় বল বানিয়ে হকি খেলছিল স্থানীয়রা কয়েকজন ছেলে । খেলতে খেলতে বল পাশের জঙ্গলে গিয়ে পড়ে । জঙ্গল থেকে বল আনতে গিয়ে দেখে পাশে দড়ি দিয়ে বাঁধা আরও ভালো বল রয়েছে । এরপরই ওই বল তুলে নিয়ে আসে তারা । হকি দিয়ে সেই বলে আঘাত করতেই তা ফেটে যায় ৷ ঘটনায় দু'জন নাবালক গুরুতর জখম হয় ।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা জখম নাবালকদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । বম ডিটেক্টর মেশিন দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হয় । এদিকে, কোথা থেকে ওই এলাকায় বোমা এল তা নিয়ে ধন্দে স্থানীয়রা । কোনও সমাজ বিরোধী কার্যক্রমের জন্যই বোমা মজুত করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

এই বিষয়ে জখম নাবালকের বাবা জানান, তিনি কাজে মাহিনগর এসেছিলেন । সেই সময় শুনতে পান তাঁর ছেলে বোমা ফেটে জখম হয়েছে । বল ভেবে খেলতে গিয়ে বোমাটি ফেটে যায় । ঘটনায় শুধু তার ছেলে নয়, আরও একজন জখম হয়েছে । বর্তমানে দু'জনেরই বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছে । তবে কোথা থেকে বোমা এল তা জানা নেই ।

অন্যদিকে, এই বিষয়ে DCP হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷

বালুরঘাট, 12 জানুয়ারি : মাঠে হকি খেলছিল নাবালকরা ৷ হকির বল ভেবে বোমায় মারলে ফেটে যায় সেটি ৷ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের হলদিডাঙা এলাকার ঘটনা ৷ জখম দু'জনের নাম রিয়ান মণ্ডল ও সাইদুল মণ্ডল । দু'জনেরই বয়স 10 বছর । তাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে একজনের অবস্থা গুরুতর ।

আজ সকালে বাড়ির পাশের ফাঁকা জায়গায় বল বানিয়ে হকি খেলছিল স্থানীয়রা কয়েকজন ছেলে । খেলতে খেলতে বল পাশের জঙ্গলে গিয়ে পড়ে । জঙ্গল থেকে বল আনতে গিয়ে দেখে পাশে দড়ি দিয়ে বাঁধা আরও ভালো বল রয়েছে । এরপরই ওই বল তুলে নিয়ে আসে তারা । হকি দিয়ে সেই বলে আঘাত করতেই তা ফেটে যায় ৷ ঘটনায় দু'জন নাবালক গুরুতর জখম হয় ।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা জখম নাবালকদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । বম ডিটেক্টর মেশিন দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হয় । এদিকে, কোথা থেকে ওই এলাকায় বোমা এল তা নিয়ে ধন্দে স্থানীয়রা । কোনও সমাজ বিরোধী কার্যক্রমের জন্যই বোমা মজুত করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

এই বিষয়ে জখম নাবালকের বাবা জানান, তিনি কাজে মাহিনগর এসেছিলেন । সেই সময় শুনতে পান তাঁর ছেলে বোমা ফেটে জখম হয়েছে । বল ভেবে খেলতে গিয়ে বোমাটি ফেটে যায় । ঘটনায় শুধু তার ছেলে নয়, আরও একজন জখম হয়েছে । বর্তমানে দু'জনেরই বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছে । তবে কোথা থেকে বোমা এল তা জানা নেই ।

অন্যদিকে, এই বিষয়ে DCP হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷

Intro:বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ২ নাবালক, চাঞ্চল্য বালুরঘাটে।। 

বালুরঘাট, ১২ জানুয়ারি: বল ভেবে হকি খেলতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় জখম হলো দুই নাবালক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিডাঙ্গা এলাকায়। এদিকে খবর পেয়ে দ্রুত জখম নাবালকদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। দু'জনের মধ্যে একজন নাবালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে হাসপাতালে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কোথা থেকে বোম এল তা নিয়ে স্থানীয়রা গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

জানা গেছে এদিন সকালে বাড়ির পাশে ফাঁকা জায়গায় ক্রিকেট ও বল ও বাঁশের লাঠি দিয়ে বল বানিয়ে হকি খেলছিল গ্রামের ছেলেরা। খেলতে খেলতে বল পাশের জঙ্গলে গিয়ে পরে। জঙ্গল থেকে বল আনতে গিয়ে দেখে পাশে দড়ি দিয়ে বাধা আরো ভাল বল। এরপরই ওই বল তুলে নিয়ে আসে। হকি দিয়ে সেই বলে আঘাত করতেই তা ফেটে যায়। ঘটনায় দু'জন নাবালক গুরুতর জখম হয়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা জখম নাবালকদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। যখন দুই নাবালকের নাম আরিয়ান মণ্ডল(পরিবর্তিত নাম) ও সাইদুল মণ্ডল(পরিবর্তিত নাম)। দু'জনের বয়স ১০ বছর। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। বোম ডিটেক্টর মেশিন দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। এদিকে কোথা থেকে ওই এলাকায় বোমা এলো তা নিয়ে ধন্দে স্থানীয়রা। কোন সমাজ বিরোধী কার্যক্রমের জন্য কি বোমা মজুদ করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

এবিষয়ে বোমার আঘাতে আক্রান্তের বাবা জানান, তিনি কাজে মাহিনগর এসেছিলেন। সেই সময় হঠাৎ শুনতে পান তার ছেলে বোমা ফেটে জখম হয়েছে। বল ভেবে খেলতে গিয়ে বোমাটি ফেটে যায়। ঘটনায় শুধু তার ছেলে নয় আরও এক জন জখম হয়েছে। বর্তমানে দুজনেরই বালুঘাট হাসপাতালে চিকিৎসা চলছে। কোথা থেকে বোমা এলো তা তার জানা নেই। 

অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেডকোয়াটার ধীমান মিত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। গোটা ঘটনা খতিয়ে দেখছেন। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.