বালুরঘাট, 12 জানুয়ারি : মাঠে হকি খেলছিল নাবালকরা ৷ হকির বল ভেবে বোমায় মারলে ফেটে যায় সেটি ৷ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের হলদিডাঙা এলাকার ঘটনা ৷ জখম দু'জনের নাম রিয়ান মণ্ডল ও সাইদুল মণ্ডল । দু'জনেরই বয়স 10 বছর । তাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে একজনের অবস্থা গুরুতর ।
আজ সকালে বাড়ির পাশের ফাঁকা জায়গায় বল বানিয়ে হকি খেলছিল স্থানীয়রা কয়েকজন ছেলে । খেলতে খেলতে বল পাশের জঙ্গলে গিয়ে পড়ে । জঙ্গল থেকে বল আনতে গিয়ে দেখে পাশে দড়ি দিয়ে বাঁধা আরও ভালো বল রয়েছে । এরপরই ওই বল তুলে নিয়ে আসে তারা । হকি দিয়ে সেই বলে আঘাত করতেই তা ফেটে যায় ৷ ঘটনায় দু'জন নাবালক গুরুতর জখম হয় ।
বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা জখম নাবালকদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । বম ডিটেক্টর মেশিন দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হয় । এদিকে, কোথা থেকে ওই এলাকায় বোমা এল তা নিয়ে ধন্দে স্থানীয়রা । কোনও সমাজ বিরোধী কার্যক্রমের জন্যই বোমা মজুত করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।
এই বিষয়ে জখম নাবালকের বাবা জানান, তিনি কাজে মাহিনগর এসেছিলেন । সেই সময় শুনতে পান তাঁর ছেলে বোমা ফেটে জখম হয়েছে । বল ভেবে খেলতে গিয়ে বোমাটি ফেটে যায় । ঘটনায় শুধু তার ছেলে নয়, আরও একজন জখম হয়েছে । বর্তমানে দু'জনেরই বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছে । তবে কোথা থেকে বোমা এল তা জানা নেই ।
অন্যদিকে, এই বিষয়ে DCP হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷