ETV Bharat / state

একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ সেনাদের শ্রদ্ধা

একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ সেনাদের আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করল মাউন্ট ব্রিগেড । কোরোনা আবহের জন্য এ বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ।

একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ সেনাদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন হিলিতে
একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ সেনাদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন হিলিতে
author img

By

Published : Dec 13, 2020, 11:27 AM IST

হিলি, 13 ডিসেম্বর : 1971-র মুক্তিযুদ্ধে শহিদ সেনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল 202 মাউন্টেন ব্রিগেড । গতকাল হিলি শহিদ বেদি প্রাঙ্গণে শহিদ দিবস অনুষ্ঠানের আয়োজন করে জেলা অবসর প্রাপ্ত সৈনিক বোর্ড । অনুষ্ঠানে হাজির ছিলেন 202 মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব, 199 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর সহকারি কমান্ডান্ট জগদীশ প্রসাদ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, হিলি থানার ওসি প্রীতম সিং, হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাত, হিলি পঞ্চায়েত প্রধান নিভারানী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজন । তবে এবার করোনা আবহের জন্য একদম ছোটো করেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিলিতে ।

আরও পড়ুন : স্মরণে মুক্তিযুদ্ধ জয়ের নেপথ্য নায়ক : ফিল্ড মার্শাল স্যাম মানেকশ

উল্লেখ্য, 1971 সালের মুক্তিযুদ্ধে সামিল হয় ভারতীয় সেনা । মূল যুদ্ধটি হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি দিয়ে । ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার ভারতীয় সেনা । সেনার একটা বড় অংশ বাংলাদেশের (বর্তমান) অনেকটা ভেতরে ঢুকে ব্যাঙ্কারে আশ্রয় নিয়েছিল । সেখানেই পাকিস্তানের আচমকা হামলায় একসঙ্গে শহিদ হয় 400 বেশি ভারতীয় সেনা । পরবর্তীতে পালটা আঘাত হেনে হাজারের অধিক পাক-সেনাকে নিহত করে ভারতীয় সেনা । পরবর্তীতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ । শহিদ ওই ভারতীয় সেনাদের হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে দাহ করা হয় । একাত্তরের ইতিহাসে ওই দাহকে গণদাহ বলেই উল্লেখ করা হয় । তারপর থেকে 12 ডিসেম্বর দিনটিকে হিলি যুদ্ধের শহিদ দিবস বলে স্মরণ করা হয় ।

আরও পড়ুন : ভারত "ভাইয়ের বাড়ি", মুক্তিযুদ্ধের স্মৃতিতে মগ্ন সালাউদ্দিন

এ দিন প্রতি বছরের মতো নিয়ম মেনে পালন করা হয় শহিদ দিবস । কোভিড পরিস্থিতি থাকায় স্বাস্থ্যবিধি মেনে শহিদ স্মরণ অনুষ্ঠানটি করা হয় । অনুষ্ঠানের শুরুতে 202 মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । শহিদের স্মৃতির উদ্দেশ্যে নীরাবতা পালন করে স্যালুট জানান তিনি । এরপরে সাংসদ সুকান্ত মজুমদার শ্রদ্ধা জানান ।

আরও পড়ুন : কার্তুজ-কামানে স্মরণ বাংলাদেশের বিজয় দিবস

এবিষয়ে 202 মাউন্টেন ব্রিগেডিয়ার সুবেদার রবীন্দ্র কুমার যাদব জানান, 1971 সালে যুদ্ধে শহিদ হয়েছিলেন একাধিক ভারতীয় সৈন্য । সেই দিনটিকে স্মরণ করেই প্রত্যেক বছর মাউন্টেন ব্রিগেডের পক্ষ থেকে হিলিতে থাকা শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় । তবে কোরোনার জন্য এবার আড়ম্বর করে নয়, ছোটো করে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

হিলি, 13 ডিসেম্বর : 1971-র মুক্তিযুদ্ধে শহিদ সেনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল 202 মাউন্টেন ব্রিগেড । গতকাল হিলি শহিদ বেদি প্রাঙ্গণে শহিদ দিবস অনুষ্ঠানের আয়োজন করে জেলা অবসর প্রাপ্ত সৈনিক বোর্ড । অনুষ্ঠানে হাজির ছিলেন 202 মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব, 199 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর সহকারি কমান্ডান্ট জগদীশ প্রসাদ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, হিলি থানার ওসি প্রীতম সিং, হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাত, হিলি পঞ্চায়েত প্রধান নিভারানী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজন । তবে এবার করোনা আবহের জন্য একদম ছোটো করেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিলিতে ।

আরও পড়ুন : স্মরণে মুক্তিযুদ্ধ জয়ের নেপথ্য নায়ক : ফিল্ড মার্শাল স্যাম মানেকশ

উল্লেখ্য, 1971 সালের মুক্তিযুদ্ধে সামিল হয় ভারতীয় সেনা । মূল যুদ্ধটি হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি দিয়ে । ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার ভারতীয় সেনা । সেনার একটা বড় অংশ বাংলাদেশের (বর্তমান) অনেকটা ভেতরে ঢুকে ব্যাঙ্কারে আশ্রয় নিয়েছিল । সেখানেই পাকিস্তানের আচমকা হামলায় একসঙ্গে শহিদ হয় 400 বেশি ভারতীয় সেনা । পরবর্তীতে পালটা আঘাত হেনে হাজারের অধিক পাক-সেনাকে নিহত করে ভারতীয় সেনা । পরবর্তীতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ । শহিদ ওই ভারতীয় সেনাদের হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে দাহ করা হয় । একাত্তরের ইতিহাসে ওই দাহকে গণদাহ বলেই উল্লেখ করা হয় । তারপর থেকে 12 ডিসেম্বর দিনটিকে হিলি যুদ্ধের শহিদ দিবস বলে স্মরণ করা হয় ।

আরও পড়ুন : ভারত "ভাইয়ের বাড়ি", মুক্তিযুদ্ধের স্মৃতিতে মগ্ন সালাউদ্দিন

এ দিন প্রতি বছরের মতো নিয়ম মেনে পালন করা হয় শহিদ দিবস । কোভিড পরিস্থিতি থাকায় স্বাস্থ্যবিধি মেনে শহিদ স্মরণ অনুষ্ঠানটি করা হয় । অনুষ্ঠানের শুরুতে 202 মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । শহিদের স্মৃতির উদ্দেশ্যে নীরাবতা পালন করে স্যালুট জানান তিনি । এরপরে সাংসদ সুকান্ত মজুমদার শ্রদ্ধা জানান ।

আরও পড়ুন : কার্তুজ-কামানে স্মরণ বাংলাদেশের বিজয় দিবস

এবিষয়ে 202 মাউন্টেন ব্রিগেডিয়ার সুবেদার রবীন্দ্র কুমার যাদব জানান, 1971 সালে যুদ্ধে শহিদ হয়েছিলেন একাধিক ভারতীয় সৈন্য । সেই দিনটিকে স্মরণ করেই প্রত্যেক বছর মাউন্টেন ব্রিগেডের পক্ষ থেকে হিলিতে থাকা শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় । তবে কোরোনার জন্য এবার আড়ম্বর করে নয়, ছোটো করে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.