ETV Bharat / state

হেলমেট ছাড়াই বাইকে, দুর্ঘটনায় মৃত 3

মাহিনগর থেকে পতিরামের দিকে যাচ্ছিল বাইকটি । বালুরঘাটের দিকে আসছিল ট্রাক্টরটি । দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় ট্রাক্টরটি । ট্রাক্টর চালক পলাতক ।

Traffic Without helmet
দুর্ঘটনার ছবি
author img

By

Published : Dec 2, 2019, 8:48 PM IST

বালুরঘাট, 2 ডিসেম্বর: বালুরঘাটে মোটর বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 3 যুবকের । তাঁদের নাম গোপাল পাহান (26) শিবা পাহান (19) ও বিপুল পাহান (26) । বালুরঘাট থানার মাহিনগর ও দুর্লভপুর এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা । আজ দুপুরে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতের পরাণপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃতরা বাইকে ছিলেন । তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ । দুর্ঘটনার জেরে যানজট হয় জাতীয় সড়কে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । মাহিনগর থেকে পতিরামের দিকে যাচ্ছিল বাইকটি । বালুরঘাটের দিকে আসছিল ট্রাক্টরটি । দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় ট্রাক্টরটি । ট্রাক্টর চালক পলাতক ।

ভিডিয়োয় দেখুন পথ দুর্ঘটনায় মৃত 3 যুবকের

গত মাসেই গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে পথ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিষয়টি নিয়ে পুলিশ সুপারকে সতর্ক করেছিলেন । পথ দুর্ঘটনা কমানোর জন্য আরও বেশী করে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে প্রচার করার কথা বলেছিলেন তিনি । বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত বলেন, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । কী করে দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে ।

বালুরঘাট, 2 ডিসেম্বর: বালুরঘাটে মোটর বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 3 যুবকের । তাঁদের নাম গোপাল পাহান (26) শিবা পাহান (19) ও বিপুল পাহান (26) । বালুরঘাট থানার মাহিনগর ও দুর্লভপুর এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা । আজ দুপুরে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতের পরাণপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃতরা বাইকে ছিলেন । তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ । দুর্ঘটনার জেরে যানজট হয় জাতীয় সড়কে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । মাহিনগর থেকে পতিরামের দিকে যাচ্ছিল বাইকটি । বালুরঘাটের দিকে আসছিল ট্রাক্টরটি । দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় ট্রাক্টরটি । ট্রাক্টর চালক পলাতক ।

ভিডিয়োয় দেখুন পথ দুর্ঘটনায় মৃত 3 যুবকের

গত মাসেই গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে পথ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিষয়টি নিয়ে পুলিশ সুপারকে সতর্ক করেছিলেন । পথ দুর্ঘটনা কমানোর জন্য আরও বেশী করে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে প্রচার করার কথা বলেছিলেন তিনি । বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত বলেন, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । কী করে দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে ।

Intro:ট্র‍্যাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে বালুরঘাটে মৃত ৩।।

বালুরঘাট, ২ ডিসেম্বর: মোটর বাইক ও ট্র‍্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ, বালুরঘাটে পথ দুর্ঘটনায় মৃত ৩ যুবক। সোমবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত তিন জন মোটর বাইক আরোহী বলে জানা গেছে। মৃত যুবকদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। অবরুদ্ধ হয়ে আছে বালুরঘাট গাজোল ৫১২ জাতীয় সড়ক। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.