ETV Bharat / state

জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

100 দিনের টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে । ঘটনায় BDO-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে BJP ।

জবকার্ড
author img

By

Published : Jun 23, 2019, 6:38 AM IST

Updated : Jun 23, 2019, 6:55 AM IST

তপন, 23 জুন : 100 দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে । অভিযোগ, যারা ১০০ দিনের কাজ করেছেন তাঁদের অ্যাকাউন্টে না ঢুকে টাকা ঢুকছে অন্যদের অ্যাকাউন্টে । এবিষয়ে তপন ব্লকের BDO-র কাছে লিখিত অভিযোগ জমা করেছে BJP । যদিও বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস ।

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত আউটিনা গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে ১১টি তৃণমূলের ও ১টি বামফ্রন্টের দখলে । অভিযোগ, ২০১৮ সালে ১০০ দিনের কাজ করার পরও এই পঞ্চায়েতের জবকার্ডধারী বহু দরিদ্র মানুষ টাকা পাননি । অথচ যারা কাজ শুরুর অনেকদিন আগে মারা গেছে তাদের নামে কাজ দেখিয়ে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে টাকা ।

tmc
আউটিনা পঞ্চায়েত অফিস

বিষয়টির সত্যতা যাচাই করতে অনলাইন থেকে টাকা প্রাপকের নামের তালিকা বের করে স্থানীয় BJP নেতৃত্ব । তা দেখার পর চক্ষু চড়কগাছ । তথ্য অনুযায়ী, যাদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকেছে তাদের মধ্যে প্রায় 25 জনের জব কার্ড নেই । এখানেই শেষ হয়ে যায়নি । তালিকায় রয়েছেন মৃত ব্যক্তি থেকে শুরু করে স্কুল ছাত্রী, হাতুড়ে চিকিৎসক, দিল্লি নিবাসীও । ২০১৮ সালের কাজের হিসেব অনুযায়ী একেক জনের অ্যাকাউন্টে ঢুকেছে ১২ হাজার ২২৪ টাকা । বিষয়টি নজরে আসতেই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে BJP ।

এবিষয়ে স্থানীয় BJP নেতা মুকুল ও ভোলা বিশ্বাস জানান, অনলাইনে 100 দিনের কাজ সংক্রান্ত যে নথি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, অন্তত ২০ থেকে ২৫টি অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে । এদের কোনও জবকার্ডই নেই । পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্যরা এই আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত । তাঁরা সাধারণ মানুষের সঙ্গে 'সমঝোতা' করে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন । আর যাদের জবকার্ড রয়েছে তাঁরা কাজ করেও টাকা পাচ্ছেন না ।

১০০ দিনের কাজ করা দুই শ্রমিক বিশ্বনাথ ও অঞ্জলি ওরাওঁ বলেন, "আমরা অনেকদিন আগে কাজ করেছি । সেই টাকা এখনও পাইনি । বেশিরভাগ লোকই টাকা পায়নি । এই নিয়ে পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি ।"

আউটিনার বাসিন্দা নীরেন সরকার । তাঁর জবকার্ড রয়েছে । তিনি জানান, পঞ্চায়েত কর্তৃপক্ষ একদিন তাঁর কাছে আসে । অ্যাকাউন্টে নীরেনবাবুর টাকা ছাড়াও তাঁর কিছু আত্মীয়ের টাকা ঢুকবে বলে জানানো হয় । সেইমতো অ্যাকাউন্টে টাকাও ঢোকে । ওই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নিতে বলা হয় নীরেনকে । তারপর সেখান থেকে সবার টাকা ভাগ করে দেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ।

এবিষয়ে কোনওরকম অভিযোগ আসেনি বলে জানান পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস । যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তপনের BDO সুশান্ত মাইতি ।

তপন, 23 জুন : 100 দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে । অভিযোগ, যারা ১০০ দিনের কাজ করেছেন তাঁদের অ্যাকাউন্টে না ঢুকে টাকা ঢুকছে অন্যদের অ্যাকাউন্টে । এবিষয়ে তপন ব্লকের BDO-র কাছে লিখিত অভিযোগ জমা করেছে BJP । যদিও বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস ।

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত আউটিনা গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে ১১টি তৃণমূলের ও ১টি বামফ্রন্টের দখলে । অভিযোগ, ২০১৮ সালে ১০০ দিনের কাজ করার পরও এই পঞ্চায়েতের জবকার্ডধারী বহু দরিদ্র মানুষ টাকা পাননি । অথচ যারা কাজ শুরুর অনেকদিন আগে মারা গেছে তাদের নামে কাজ দেখিয়ে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে টাকা ।

tmc
আউটিনা পঞ্চায়েত অফিস

বিষয়টির সত্যতা যাচাই করতে অনলাইন থেকে টাকা প্রাপকের নামের তালিকা বের করে স্থানীয় BJP নেতৃত্ব । তা দেখার পর চক্ষু চড়কগাছ । তথ্য অনুযায়ী, যাদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকেছে তাদের মধ্যে প্রায় 25 জনের জব কার্ড নেই । এখানেই শেষ হয়ে যায়নি । তালিকায় রয়েছেন মৃত ব্যক্তি থেকে শুরু করে স্কুল ছাত্রী, হাতুড়ে চিকিৎসক, দিল্লি নিবাসীও । ২০১৮ সালের কাজের হিসেব অনুযায়ী একেক জনের অ্যাকাউন্টে ঢুকেছে ১২ হাজার ২২৪ টাকা । বিষয়টি নজরে আসতেই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে BJP ।

এবিষয়ে স্থানীয় BJP নেতা মুকুল ও ভোলা বিশ্বাস জানান, অনলাইনে 100 দিনের কাজ সংক্রান্ত যে নথি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, অন্তত ২০ থেকে ২৫টি অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে । এদের কোনও জবকার্ডই নেই । পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্যরা এই আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত । তাঁরা সাধারণ মানুষের সঙ্গে 'সমঝোতা' করে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন । আর যাদের জবকার্ড রয়েছে তাঁরা কাজ করেও টাকা পাচ্ছেন না ।

১০০ দিনের কাজ করা দুই শ্রমিক বিশ্বনাথ ও অঞ্জলি ওরাওঁ বলেন, "আমরা অনেকদিন আগে কাজ করেছি । সেই টাকা এখনও পাইনি । বেশিরভাগ লোকই টাকা পায়নি । এই নিয়ে পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি ।"

আউটিনার বাসিন্দা নীরেন সরকার । তাঁর জবকার্ড রয়েছে । তিনি জানান, পঞ্চায়েত কর্তৃপক্ষ একদিন তাঁর কাছে আসে । অ্যাকাউন্টে নীরেনবাবুর টাকা ছাড়াও তাঁর কিছু আত্মীয়ের টাকা ঢুকবে বলে জানানো হয় । সেইমতো অ্যাকাউন্টে টাকাও ঢোকে । ওই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নিতে বলা হয় নীরেনকে । তারপর সেখান থেকে সবার টাকা ভাগ করে দেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ।

এবিষয়ে কোনওরকম অভিযোগ আসেনি বলে জানান পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস । যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তপনের BDO সুশান্ত মাইতি ।

Intro:১০০ দিনের কাজ করেছেন মৃত ব্যক্তিরা, তাদের অ্যাকাউন্টেই ঢুকেছে টাকা; অর্থিক নয়ছয়ের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে।।

তপন, ২২ জুন: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল তপন ব্লকের আউট না গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সাধারণ মানুষের টাকা তছরুপ করার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে টাকা ঢুকছে মৃত ব্যাক্তিদের আকাউন্টে। ঘটনায় এবিষয়ে তপন ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। পুরো ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন তারা। যদিও বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস জানিয়েছেন।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত আউটিনা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ১১ টি তৃণমূলে ১ টি বামফ্রন্টের দখলে। এই পঞ্চায়েত ২০১৮ সালে ১০০ দিনের কাজ করানোর পরও জবকার্ড ধারী বহু দরিদ্র মানুষ টাকা পাননি। অথচ যারা কাজ শুরুর অনেক দিন আগে মারা গেছে তাদের নামে কাজ দেখিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অনলাইন থেকে টাকা প্রাপকের নামের তালিকা বের করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তা দেখার পরেই চক্ষু চড়কগাছ অবস্থা তাদের। অভিযোগ, অনলাইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জব কার্ড নেই এবং মৃত ব্যক্তিদের নামে কাজ দেখানো হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছে। জব কার্ড নেই এমন ২০ থেকে ২৫ জনের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ঢুকেছে। সেই তালিকায় রয়েছেন মৃত ব্যক্তি, স্কুল ছাত্রী, হাতুড়ে চিকিৎসক, দিল্লী নিবাসীও। ২০১৮ সালের কাজের টাকায় একেক জনের ঢুকেছে ১২ হাজার ২২৪ টাকা। বিষয়টি নজরে আসতে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এ নিয়ে তপন ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তারা।

এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা মুকুল ও ভোলা বিশ্বাস জানান, এখন অনলাইনে এসব তথ্য পাওয়া যায়। সেখানে তারা যে নথি পেয়েছেন তাতে অন্তত ২০ থেকে ২৫ টি অন্য অ্যাকাউন্টে ১০০ দিনের টাকা ঢুকানো হয়েছে। যাদের কোন জবকার্ডই নেই। পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্যরা আর্থিক টাকা নয় ছয় ও এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। তারা সাধারণ মানুষের সঙ্গে টাকার বিনিময়ে সমঝোতা করে তাদের একাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে। আর যারা আসল জব কার্ড ধারী তারা কাজ করেও টাকা পাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এনিয়ে তারা তপন ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তারা।

১০০ দিনের কাজ করা দুই শ্রমিক বিশ্বনাথ ও অঞ্জলি উরাও জানান, তারা অনেক দিন আগে কাজ করেছেন। সেই টাকা এখনও পান নি। বেশির ভাগ লোকই টাকা পায় নি। এ নিয়ে পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েছেন তারা তবে তার কোনো সুরাহা হয় নি। পঞ্চায়েত প্রধান নিজেদের লোকদেরকে টাকা দিচ্ছেন বলে তারা শুনেছেন। তারা অন্য দল করার জন্য হয়তো হকের টাকা পাচ্ছেন না।

এ বিষয়ে জব কার্ড ধারী নিরেন সরকার জানান, পঞ্চায়েত কর্তৃপক্ষ একদিন তার কাছে আসেন। তারা বলেন পাক থাকা ছাড়াও তারই কয়েকজন আত্মীয় টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। সেখান থেকে সেই টাকাটা পুরোটা তুলে নিজেরটা বাদ দিয়ে বাকিটা তাদের হাতে তুলে দিতে বলেন। বাকিদের হাতে টাকা তুলে দিন বলে জানান।

অন্যদিকে পঞ্চায়েত প্রধান পরমানন্দ বিশ্বাস সাংবাদিকদের দেখে হতচকিয়ে যান। পরে জানান এমন কোনো অভিযোগে তার কাছে আসেনি। এর বাইরে আর কিছু জানাতে চাননি তিনি।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তপনের বিডিও সুশান্ত মাইতি।


Body:Tapan


Conclusion:Tapan
Last Updated : Jun 23, 2019, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.