ETV Bharat / state

NRC নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল, মুখোশ খুলে দেবে অমিত শাহ : লকেট - TMC on NRC

বুনিয়াদপুরে BJP-র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দেবাশিস মিত্র সহ দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার । বৈঠকে ইটাহার ,কুশমণ্ডি, কুমারগঞ্জ বিধানসভায় দলের সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷

লকেট
author img

By

Published : Sep 24, 2019, 4:13 PM IST

বংশীহারী, 24 সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে BJP কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক ৷ বৈঠকে যোগ দেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চ্যাটার্জি । বৈঠক শুরুর আগে তিনি বলেন, "রাজ্য জুড়ে NRC নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ এর জবাব দিতে আগামী 1 অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ ৷ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কাঁকর দিয়ে মাটির রসগোল্লা খাওয়াব , কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হবে ,কান ধরে উঠবস করানো হবে ৷ এখন সেই অমিত শা এবং মোদির কাছেই ছুটে যেতে হয়েছে তাঁকে । রাজ্যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ । NRC নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল । নোটবন্দির সময় ঠিক একই ভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল তৃণমূল । "

লকেট চ্যাটার্জি আরও বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে ৷ আমরা BJP-র পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি যাতে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে ৷ এছাড়াও প্রচুর রোহিঙ্গা এদেশে ঢুকে যাচ্ছে । NRC হলে কোনও হিন্দু নাগরিক পঞ্জি থেকে বাদ যাবে না, সেই কারণে আগামী 1 অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসছেন অমিত শাহ৷ তিনি রাজ্য সরকারের মুখোশ খুলে দেবেন । "

বুনিয়াদপুরে BJP-র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দেবাশিস মিত্র সহ দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার । বৈঠকে ইটাহার ,কুশমণ্ডি, কুমারগঞ্জ বিধানসভায় দলের সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷

বংশীহারী, 24 সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে BJP কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক ৷ বৈঠকে যোগ দেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চ্যাটার্জি । বৈঠক শুরুর আগে তিনি বলেন, "রাজ্য জুড়ে NRC নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ এর জবাব দিতে আগামী 1 অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ ৷ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কাঁকর দিয়ে মাটির রসগোল্লা খাওয়াব , কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হবে ,কান ধরে উঠবস করানো হবে ৷ এখন সেই অমিত শা এবং মোদির কাছেই ছুটে যেতে হয়েছে তাঁকে । রাজ্যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ । NRC নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল । নোটবন্দির সময় ঠিক একই ভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল তৃণমূল । "

লকেট চ্যাটার্জি আরও বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে ৷ আমরা BJP-র পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি যাতে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে ৷ এছাড়াও প্রচুর রোহিঙ্গা এদেশে ঢুকে যাচ্ছে । NRC হলে কোনও হিন্দু নাগরিক পঞ্জি থেকে বাদ যাবে না, সেই কারণে আগামী 1 অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসছেন অমিত শাহ৷ তিনি রাজ্য সরকারের মুখোশ খুলে দেবেন । "

বুনিয়াদপুরে BJP-র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দেবাশিস মিত্র সহ দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার । বৈঠকে ইটাহার ,কুশমণ্ডি, কুমারগঞ্জ বিধানসভায় দলের সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷

Intro:NRC নিয়ে সাধারন মানুষকে ভুল বোঝাচ্ছে তৃনমূল ।।

বংশিহারি ; ২৪ সেপ্টেম্বর ;-দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে সাংগঠনিক মিটিংয়ে যোগ দেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জী।বুনিয়াদপুরে মিটিং শুরুর সময় জানান রাজ্য জুড়ে এআরসি নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে হয়রানী করাচ্ছে।এর জবাব দিতেআগামি ১তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ রাজ্য সরকারের মুখোশ খুলতে। এক্ সময় মমতা ব্যানারজি বলেছিলেন কাকর দিয়ে মাতির রসগোল্লা খাওয়াবো ,কোমরে দরি বেঁধে নিয়ে আশা হবে ,কান ধরে উঠবস করানো হবে ,সেই অমিত শা ,এবং মোদীর কাছেই ছুটে যেতে হয়েছে । রাজ্যে তৃনমূলের অবস্থা খুবি খারাপ । NRC নিয়ে মানুষ কে ভুল বোঝাচ্ছে তৃনমূল । নোট বন্দির সময় ঠিক একই ভাবে মানুষকে ভুল বুঝিয়ে ছিল তৃনমূল ।
মঙ্গলবার বুনিয়াদপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করতে এসে মমতা ব্যানারজিকে NRC নিয়ে তীব্র ভাসায় আক্রমন করলেন বিজেপির মহিলা মোরচার রাজ্য সভাপতি লকেট চাটারজি ।লকেট চাটারজি বলেন মমতা ব্যানারজির দল তৃনমূল অপপ্রচার চালাচ্ছে পরিকল্পিত ভাবে । আমরা বিজেপির পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি যে অনুপ্রবেশ কারিরা যেন এই পশ্চিম বঙ্গে ঢুকতে না পারে ,এছাড়াও রহিঙ্গারা প্রচুর পরিমানে এদেশে ঢুকে যাচ্ছে ।দিদি বসাচ্ছেন এই সমস্ত রোহিঙ্গাদের ।NRC হলে পড়ে কোন হিন্দু নাগরিকত্ত বিল থেকে বাদ যাবে না ,সেই কারনে আগামি ১লা অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোড় স্টেডিয়ামে আসছে অমিত শাহ রাজ্য সরকারের মুখোশ খুলতে। আজকে বুনিয়াদপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করতে উপস্থিত ছিল বিজেপির রাজ্য সভাপতি দেবাসিশ মিত্র , বিজেপির মহিলা মোরচার রাজ্য সভাপতি লকেট চাটারজি সহ দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ আরও অনেকে ।ইটাহার ,কুশমন্ডি, কুমারগঞ্জ ,এই সমস্ত বিধান সভা নিয়ে আলোচোনা করতে হাজির বিজেপির এই নেত্ত্রিত্ত ।
যাদবপুরের কে পি বসু মেমোরিয়াল হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ABVP ৷ আমন্ত্রণ পেয়ে বিশ্ববিদ্যালয়ে যান বাবুল সুপ্রিয়৷ এরপরই SFI ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে হেনস্থাও করা হয় এবং এই মন্ত্রী কে মারধোর পর্যন্ত করা হয় । শেষে তাঁকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল ৷ তাঁর গাড়িতেই বেরিয়ে আসেন তিনি ৷সেখানে পুলিশ প্রশাসন কে ঢোকান হয় নি ,পুলিশ প্রশাসন সব কিছু জেনেও ছুপচাপ বসে ছিল এর জন্য দায়ী প্রশাসন ,যেদিন এই ঘটনা ঘটে ঠিক সেই দিন অমিত শার কাছে আলোচনা করতে আসেন মমতা ব্যানারজি ।আমরা এই ঘটনার জন্য প্রশাসন কে ধিক্কার জানায় ।
Body:NRC নিয়ে সাধারন মানুষকে ভুল বোঝাচ্ছে তৃনমূল ।।Conclusion:NRC নিয়ে সাধারন মানুষকে ভুল বোঝাচ্ছে তৃনমূল ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.