হরিরামপুর, 1 মে : তৃণমূল নেতার বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি করার অভিযোগ তুললেন হরিরামপুরের CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । কয়েকদিন আগে হরিরামপুরে সঞ্জীব রায় নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রেশন দুর্নীতির ৷ জানা যায়, সে সরকার নির্দিষ্ট খাদ্যসামগ্রী কম দিচ্ছে । এরপর তাকে সাসপেন্ড করা হয় ৷ এরপর স্থানীয় অন্য একটি দোকানের সঙ্গে বাকি গ্রাহকদের যুক্ত করে দেয় প্রশাসন । সেই দোকানে জায়গা কম থাকায় আজ রেশন সামগ্রী বিলি করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস পালের বাড়ি থেকে । যা তৃণমূলের কার্যালয় বলেই এলাকায় পরিচিত । বিধায়ক রফিকুল ইসলামের অভিযোগ, তৃণমূল খাদ্যসামগ্রী বিতরণ করছে এমনটাই প্রচার করা হচ্ছে ক্রেতাদের মধ্যে । এর প্রতিবাদ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিনি ।
রেশন নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে । আর সেই অভিযোগ পেয়েই হরিরামপুর ব্লকে সঞ্জীব রায় নামে এক ডিলারকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর পরিবর্তে ওই এলাকার রাম দুলালি দেবীকে রেশন সামগ্রী দেওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয় ৷ কিন্তু দেখা যায় রাম দুলালি দেবীর বাড়ি থেকে রেশন না দিয়ে এলাকার তৃণমূল নেতা শুভাশিস পালের দাদা দেবাশীস পালের বাড়ি থেকে রেশন সামগ্রী বণ্টন করা হচ্ছে ।
এবিষয়ে হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, "হরিরামপুর এলাকায় সরকারের পক্ষ থেকে গণবণ্টন ব্যবস্থায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এখানে তারা প্রচুর সামগ্রী কম দিচ্ছে । এই অভিযোগ আসার পরেই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হয় ৷ সে ক্ষেত্রে সঞ্জীব রায় নামে একজনকে সাসপেন্ড করা হয় ৷ একজনকে শোকজ় করা হয় । কিন্তু এরপরও কোনও পরিবর্তন হয়নি ৷ বরং আরও বেশি করে দুর্নীতি হচ্ছে ৷ বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদেরকে ঠিকমতো জিনিসপত্র দিচ্ছে না ৷ অকারণে তাদের হেনস্থা করছিল । সেই অভিযোগের ভিত্তিতে হরিরামপুর এলাকার রামদুলালি দেবীকে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গ্রাহকদেরকে রেশন সামগ্রী দেওয়ার জন্য । কিন্তু তা না করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এলাকার তৃণমূল অফিস থেকে ৷ এলাকার তৃণমূল নেতারা বিভিন্ন দিকে বলে বেড়াচ্ছে তাদের পক্ষ থেকে রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে । সেই কারণে খাদ্যদপ্তরের আধিকারিককেও বিষয়টি জানানো হয় ৷ "
এবিষয়ে তৃণমূল নেতা দেবাশীস পাল বলেন, " আমাদের এলাকার রেশন ডিলার সঞ্জীব রায়কে প্রশাসনের পক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় ৷ এলাকার রেশন সামগ্রী দেওয়ার জন্য রামদুলালি দেবীকে ট্যাগ করা হয় । যেহেতু রামদুলালি দেবীর বাড়িতে জায়গা নেই সেই জন্য আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে । "