ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি , BDO-র কাছে অভিযোগ CPI(M) বিধায়কের - TMC leader accused of giving ration stuff from his home by CPI(M) MLA rafikul islam in harirampur, south dinajpur

বিধায়ক রফিকুল ইসলামের অভিযোগ, তৃণমূল খাদ্যসামগ্রী বিতরণ করছে এমনটাই প্রচার করা হচ্ছে ক্রেতাদের মধ্যে । ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিনি ।

TMC leader accused of giving ration stuff from his home by CPI(M) MLA rafikul islam in harirampur, south dinajpur
তৃণমূল নেতার বাড়ি থেকে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে , অভিযোগ CPI(M) বিধায়ক রফিকুল ইসলামের
author img

By

Published : May 1, 2020, 7:10 PM IST

হরিরামপুর, 1 মে : তৃণমূল নেতার বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি করার অভিযোগ তুললেন হরিরামপুরের CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । কয়েকদিন আগে হরিরামপুরে সঞ্জীব রায় নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রেশন দুর্নীতির ৷ জানা যায়, সে সরকার নির্দিষ্ট খাদ্যসামগ্রী কম দিচ্ছে । এরপর তাকে সাসপেন্ড করা হয় ৷ এরপর স্থানীয় অন্য একটি দোকানের সঙ্গে বাকি গ্রাহকদের যুক্ত করে দেয় প্রশাসন । সেই দোকানে জায়গা কম থাকায় আজ রেশন সামগ্রী বিলি করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস পালের বাড়ি থেকে । যা তৃণমূলের কার্যালয় বলেই এলাকায় পরিচিত । বিধায়ক রফিকুল ইসলামের অভিযোগ, তৃণমূল খাদ্যসামগ্রী বিতরণ করছে এমনটাই প্রচার করা হচ্ছে ক্রেতাদের মধ্যে । এর প্রতিবাদ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিনি ।

রেশন নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে । আর সেই অভিযোগ পেয়েই হরিরামপুর ব্লকে সঞ্জীব রায় নামে এক ডিলারকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর পরিবর্তে ওই এলাকার রাম দুলালি দেবীকে রেশন সামগ্রী দেওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয় ৷ কিন্তু দেখা যায় রাম দুলালি দেবীর বাড়ি থেকে রেশন না দিয়ে এলাকার তৃণমূল নেতা শুভাশিস পালের দাদা দেবাশীস পালের বাড়ি থেকে রেশন সামগ্রী বণ্টন করা হচ্ছে ।

এবিষয়ে হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, "হরিরামপুর এলাকায় সরকারের পক্ষ থেকে গণবণ্টন ব্যবস্থায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এখানে তারা প্রচুর সামগ্রী কম দিচ্ছে । এই অভিযোগ আসার পরেই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হয় ৷ সে ক্ষেত্রে সঞ্জীব রায় নামে একজনকে সাসপেন্ড করা হয় ৷ একজনকে শোকজ় করা হয় । কিন্তু এরপরও কোনও পরিবর্তন হয়নি ৷ বরং আরও বেশি করে দুর্নীতি হচ্ছে ৷ বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদেরকে ঠিকমতো জিনিসপত্র দিচ্ছে না ৷ অকারণে তাদের হেনস্থা করছিল । সেই অভিযোগের ভিত্তিতে হরিরামপুর এলাকার রামদুলালি দেবীকে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গ্রাহকদেরকে রেশন সামগ্রী দেওয়ার জন্য । কিন্তু তা না করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এলাকার তৃণমূল অফিস থেকে ৷ এলাকার তৃণমূল নেতারা বিভিন্ন দিকে বলে বেড়াচ্ছে তাদের পক্ষ থেকে রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে । সেই কারণে খাদ্যদপ্তরের আধিকারিককেও বিষয়টি জানানো হয় ৷ "

এবিষয়ে তৃণমূল নেতা দেবাশীস পাল বলেন, " আমাদের এলাকার রেশন ডিলার সঞ্জীব রায়কে প্রশাসনের পক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় ৷ এলাকার রেশন সামগ্রী দেওয়ার জন্য রামদুলালি দেবীকে ট্যাগ করা হয় । যেহেতু রামদুলালি দেবীর বাড়িতে জায়গা নেই সেই জন্য আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে । "

হরিরামপুর, 1 মে : তৃণমূল নেতার বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি করার অভিযোগ তুললেন হরিরামপুরের CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । কয়েকদিন আগে হরিরামপুরে সঞ্জীব রায় নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রেশন দুর্নীতির ৷ জানা যায়, সে সরকার নির্দিষ্ট খাদ্যসামগ্রী কম দিচ্ছে । এরপর তাকে সাসপেন্ড করা হয় ৷ এরপর স্থানীয় অন্য একটি দোকানের সঙ্গে বাকি গ্রাহকদের যুক্ত করে দেয় প্রশাসন । সেই দোকানে জায়গা কম থাকায় আজ রেশন সামগ্রী বিলি করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস পালের বাড়ি থেকে । যা তৃণমূলের কার্যালয় বলেই এলাকায় পরিচিত । বিধায়ক রফিকুল ইসলামের অভিযোগ, তৃণমূল খাদ্যসামগ্রী বিতরণ করছে এমনটাই প্রচার করা হচ্ছে ক্রেতাদের মধ্যে । এর প্রতিবাদ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিনি ।

রেশন নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে । আর সেই অভিযোগ পেয়েই হরিরামপুর ব্লকে সঞ্জীব রায় নামে এক ডিলারকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর পরিবর্তে ওই এলাকার রাম দুলালি দেবীকে রেশন সামগ্রী দেওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয় ৷ কিন্তু দেখা যায় রাম দুলালি দেবীর বাড়ি থেকে রেশন না দিয়ে এলাকার তৃণমূল নেতা শুভাশিস পালের দাদা দেবাশীস পালের বাড়ি থেকে রেশন সামগ্রী বণ্টন করা হচ্ছে ।

এবিষয়ে হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, "হরিরামপুর এলাকায় সরকারের পক্ষ থেকে গণবণ্টন ব্যবস্থায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এখানে তারা প্রচুর সামগ্রী কম দিচ্ছে । এই অভিযোগ আসার পরেই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হয় ৷ সে ক্ষেত্রে সঞ্জীব রায় নামে একজনকে সাসপেন্ড করা হয় ৷ একজনকে শোকজ় করা হয় । কিন্তু এরপরও কোনও পরিবর্তন হয়নি ৷ বরং আরও বেশি করে দুর্নীতি হচ্ছে ৷ বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদেরকে ঠিকমতো জিনিসপত্র দিচ্ছে না ৷ অকারণে তাদের হেনস্থা করছিল । সেই অভিযোগের ভিত্তিতে হরিরামপুর এলাকার রামদুলালি দেবীকে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গ্রাহকদেরকে রেশন সামগ্রী দেওয়ার জন্য । কিন্তু তা না করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এলাকার তৃণমূল অফিস থেকে ৷ এলাকার তৃণমূল নেতারা বিভিন্ন দিকে বলে বেড়াচ্ছে তাদের পক্ষ থেকে রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে । সেই কারণে খাদ্যদপ্তরের আধিকারিককেও বিষয়টি জানানো হয় ৷ "

এবিষয়ে তৃণমূল নেতা দেবাশীস পাল বলেন, " আমাদের এলাকার রেশন ডিলার সঞ্জীব রায়কে প্রশাসনের পক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় ৷ এলাকার রেশন সামগ্রী দেওয়ার জন্য রামদুলালি দেবীকে ট্যাগ করা হয় । যেহেতু রামদুলালি দেবীর বাড়িতে জায়গা নেই সেই জন্য আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.