বালুরঘাট , 11 মে : ভিন রাজ্যে শ্রমিকদের জেলায় ফেরানো সহ মদ বিক্রি বন্ধের দাবিতে রবিবার দুপুরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল SUCI ও সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংঘ । পাশাপাশি মদ বিক্রি বন্ধ করতে আজ বিকেলে জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে বালুরঘাট শহরের দুটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় SUCI ও সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংঘের মহিলা কর্মী সমর্থকরা । পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । আজ লকডাউনের 48 তম দিন । লকডাউনের ফলে ভিন রাজ্যে বহু শ্রমিক আটকে রয়েছেন । এই অবস্থায় শ্রমিকদের বাড়ি ফেরাতে রাজ্য সরকার সেভাবে কোনও পদক্ষেপ করছে না । তাই শ্রমিকদের জেলায় ফেরাতে সোমবার দুপুরে SUCI ও সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংঘের মহিলা সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জেলাশাসককে । এদিকে ডেপুটেশনের আগে বালুরঘাট শহরে সোশাল ডিস্ট্যান্স বজায় রেখে ও মুখে মাস্ক পরে মিছিল করেন আন্দোলনকারীরা । মিছিলটি সারা শহর পরিক্রমার পর জেলা প্রশাসনিক ভবনের সামনে আসে । শুধুমাত্র ভিন রাজ্যের শ্রমিকদের ফেরানো নয় , পাশাপাশি লকডাউনের মধ্যে যেভাবে মদের দোকান খুলে দেওয়া হয়েছে , তা বন্ধ সহ মোট চার দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় SUCI ও অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ ।
এদিকে , জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে বের হয়েই বালুরঘাট শহরের দুটি খোলা মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় । বালুরঘাট বিশ্বাসপাড়া ও সাড়ে তিন নম্বর এলাকার দুটি মদের দোকানের সামনে আজ বিক্ষোভ দেখায় SUCI ও সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংঘের সদস্যরা । পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
এবিষয়ে SUCI এবং সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে নন্দা সাহা ও বাবলি বসাক জানান , পরিযায়ী শ্রমিকদের দ্রুত জেলায় ফিরিয়ে আনা , রেশন দুর্নীতি বন্ধ করা , মদ বিক্রি নিষেধ এবং জেলায় উপযুক্ত পরিকাঠামোর কোরোনা হাসপাতাল তৈরি , এই চার দফা দাবিতে আজ জেলা শাসককে ডেপুটেশন দিয়েছেন তাঁরা । দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন ।
তিনি আরও জানান , রাজ্য সরকার রাজস্ব আদায়ের জন্য যে ঘৃণ্য পন্থা অবলম্বন করেছে তার প্রতিবাদ জানাতেই আজ তাঁরা মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিখিল নির্মল ।