হিলি, 9 ডিসেম্বর: হিলি সীমান্তে 11টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল BSF । শনিবার গোপন সূত্রে খবর পেয়ে হিলি ব্লকের 2 নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বালুপাড়া এলাকায় অভিযান চালায় BSF ৷ সেখানেই 11টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ৷ সাহদুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন 199 ব্যাটেলিয়নের BSF জওয়ানরা । ওই ব্যক্তি ভারতীয় বলে জানিয়েছে BSF ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার দর প্রায় 50 লাখ টাকা।
সাহাদুলের বাড়ি হিলির উজালে। আইনি প্রক্রিয়া শেষে সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে হিলি কাস্টমসের হাতে তুলে দেয় BSF কর্তৃপক্ষ । ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয় ৷ বিস্কুটগুলির মোট ওজন এক কেজি 250.85 গ্রাম । বাজার দর প্রায় 49 লাখ 5834 টাকা ।
BSF সূত্রে খবর, সোনার বিস্কুটগুলি হাতবদল হয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে ৷ ভারতের কোন বড় শহরে পাচারের উদ্দেশ্য ছিল । বেশ কিছু দিন থেকে BSF-এর গোয়েন্দা সংস্থার সচেষ্ট ভূমিকায় সোনা পাচারের খবর এসেছিল । সেই মতোই হানা দিয়ে সাফল্য মেলে । অন্যদিকে, গোপন খবরের ভিত্তিতে হিলির ত্রিমোহিনীতেও দুটি ঠেকে অভিযান চালায় BSF এবং হিলি পুলিশ ।