ETV Bharat / state

হিলি সীমান্তে 50 লাখের সোনার বিস্কুট সহ ধৃত 1 - সোনার বিস্কুট

হিলিতে 11টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল BSF

gold biscuits
হিলি সীমান্তে 50 লাখের সোনার বিস্কুট সহ ধৃত 1
author img

By

Published : Dec 9, 2019, 1:28 AM IST

হিলি, 9 ডিসেম্বর: হিলি সীমান্তে 11টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল BSF । শনিবার গোপন সূত্রে খবর পেয়ে হিলি ব্লকের 2 নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বালুপাড়া এলাকায় অভিযান চালায় BSF ৷ সেখানেই 11টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ৷ সাহদুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন 199 ব্যাটেলিয়নের BSF জওয়ানরা । ওই ব্যক্তি ভারতীয় বলে জানিয়েছে BSF ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার দর প্রায় 50 লাখ টাকা।

সাহাদুলের বাড়ি হিলির উজালে। আইনি প্রক্রিয়া শেষে সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে হিলি কাস্টমসের হাতে তুলে দেয় BSF কর্তৃপক্ষ । ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয় ৷ বিস্কুটগুলির মোট ওজন এক কেজি 250.85 গ্রাম । বাজার দর প্রায় 49 লাখ 5834 টাকা ।

BSF সূত্রে খবর, সোনার বিস্কুটগুলি হাতবদল হয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে ৷ ভারতের কোন বড় শহরে পাচারের উদ্দেশ্য ছিল । বেশ কিছু দিন থেকে BSF-এর গোয়েন্দা সংস্থার সচেষ্ট ভূমিকায় সোনা পাচারের খবর এসেছিল । সেই মতোই হানা দিয়ে সাফল্য মেলে । অন্যদিকে, গোপন খবরের ভিত্তিতে হিলির ত্রিমোহিনীতেও দুটি ঠেকে অভিযান চালায় BSF এবং হিলি পুলিশ ।

হিলি, 9 ডিসেম্বর: হিলি সীমান্তে 11টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল BSF । শনিবার গোপন সূত্রে খবর পেয়ে হিলি ব্লকের 2 নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বালুপাড়া এলাকায় অভিযান চালায় BSF ৷ সেখানেই 11টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় ৷ সাহদুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন 199 ব্যাটেলিয়নের BSF জওয়ানরা । ওই ব্যক্তি ভারতীয় বলে জানিয়েছে BSF ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার দর প্রায় 50 লাখ টাকা।

সাহাদুলের বাড়ি হিলির উজালে। আইনি প্রক্রিয়া শেষে সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে হিলি কাস্টমসের হাতে তুলে দেয় BSF কর্তৃপক্ষ । ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয় ৷ বিস্কুটগুলির মোট ওজন এক কেজি 250.85 গ্রাম । বাজার দর প্রায় 49 লাখ 5834 টাকা ।

BSF সূত্রে খবর, সোনার বিস্কুটগুলি হাতবদল হয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে ৷ ভারতের কোন বড় শহরে পাচারের উদ্দেশ্য ছিল । বেশ কিছু দিন থেকে BSF-এর গোয়েন্দা সংস্থার সচেষ্ট ভূমিকায় সোনা পাচারের খবর এসেছিল । সেই মতোই হানা দিয়ে সাফল্য মেলে । অন্যদিকে, গোপন খবরের ভিত্তিতে হিলির ত্রিমোহিনীতেও দুটি ঠেকে অভিযান চালায় BSF এবং হিলি পুলিশ ।

Intro:হিলিতে ৪৯ লাখ টাকার সোনা সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করল বিএসএফ।।

হিলি, ৭ ডিসেম্বর: হিলিতে ১১টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার সকাল পৌনে নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হিলি ব্লকের ২ নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বালুপাড়া এলাকা থেকে হানা দিয়ে ১১ সোনার বিস্কুট উদ্ধার সহ সাহাদুল মণ্ডল(৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ১৯৯ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সাহাদুলের বাড়ি হিলির উজালে। এদিন বিকেলে আইননি প্রক্রিয়া শেষে সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে হিলি কাস্টমসের হাতে তুলে দেবে বিএসএফ কর্তৃপক্ষ। গোটা ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে বালুপাড়া এলাকায় হানা দেয় বিএসএফ একটি বিশেষ দল। ঘটনাস্থল থেকে সাহাদুল মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। জিজ্ঞেসাবাদের পর তল্লাশি চালিয়ে ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয় যার ওজন ১ কেজি ২৫০.৮৫ গ্রাম। উদ্ধার হওয়া বিস্কুট গুলির বাজার মূল্য ৪৯ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা। তারপর ব্যক্তিটিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ। আইননি প্রক্রিয়া শেষে হিলি কাস্টমসের হাতে উদ্ধার হওয়া বিস্কুট গুলি এবং ধৃত সাহাদুলকে তুলে দেবে বিএসএফ।

বিএসএফ সূত্র আরও খবর, সোনার বিস্কুট গুলি হাতবদল হয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে ভারতের কোন বড় শহরের পাচারের উদ্দেশ্য ছিল। বেশ কিছু দিন থেকে বিএসএফের গোয়েন্দা সংস্থার সচেষ্ট ভূমিকায় সোনা পাচারের খবর আসে। সেই গোপন খবর মোতাবেক হানা দিয়ে সাফল্য মেলে বিএসএফের।

অন্যদিকে, গোপন খবরের ভিত্তিতে হিলি ত্রিমোহিনীতে দুটি ঠেকে হানা দেয় বিএসএফ এবং হিলি পুলিশ। তবে সেখানে তেমন কিছু না মেলায় ফিরে আসতে হয় পুলিশ বিএসএফকে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ আধিকারিক জানান, বালুপাড়া এলাকায় হানা দিয়ে ১১টি বিস্কুট সহ একজনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শুরু করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি এবং সাহাদুল মণ্ডল'কে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.