বালুরঘাট, 29 জুলাই : কোরোনা ও লকডাউনের জেরে তীব্র রক্তসংকট দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লাডব্যাঙ্কে । রক্তের জন্য ব্লাডব্যাঙ্কে অনুরোধ করেও তা মিলছে না । জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাডব্যাঙ্কে মজুত থাকা রক্তের পরিমাণ তলানিতে এসে ঠেকেছে । কোরোনা ও লকডাউনের জন্য রক্তদান শিবির না হওয়ায় এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে । এই অবস্থায় রক্তদান দান করতে ব্লাডব্যাঙ্কে যোগাযোগ করার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।
কোরোনা ও লকডাউনের জন্য গত 19 জুলাইয়ের পর থেকে রক্তদান শিবির বাতিল হয়েছে। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে থাকা ব্লাডব্যাঙ্কে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে । ফলে সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়া থেকে জরুরি বিভাগে আসা রোগীরা । যেসব থ্যালাসেমিয়া রোগীরা রয়েছেন তাঁদের রক্তের জোগান দিতে হিমশিম খাচ্ছে ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ।
বালুরঘাট হাসপাতালে তীব্র রক্তসংকট, সমস্যায় রোগীরা
কোরোনা সংক্রমণের ফলে জেলায় রক্তদান শিবির বন্ধ আছে ৷ অথচ বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে প্রতিদিন করে 20 থেকে 25 ইউনিট রক্তের প্রয়োজন । এর মধ্যে 10-12 ইউনিট থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয় । রক্তদান শিবির বন্ধ থাকায় তীব্র রক্তসংকট দেখা দিয়েছে ৷
বালুরঘাট, 29 জুলাই : কোরোনা ও লকডাউনের জেরে তীব্র রক্তসংকট দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লাডব্যাঙ্কে । রক্তের জন্য ব্লাডব্যাঙ্কে অনুরোধ করেও তা মিলছে না । জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লাডব্যাঙ্কে মজুত থাকা রক্তের পরিমাণ তলানিতে এসে ঠেকেছে । কোরোনা ও লকডাউনের জন্য রক্তদান শিবির না হওয়ায় এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে । এই অবস্থায় রক্তদান দান করতে ব্লাডব্যাঙ্কে যোগাযোগ করার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।
কোরোনা ও লকডাউনের জন্য গত 19 জুলাইয়ের পর থেকে রক্তদান শিবির বাতিল হয়েছে। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে থাকা ব্লাডব্যাঙ্কে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে । ফলে সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়া থেকে জরুরি বিভাগে আসা রোগীরা । যেসব থ্যালাসেমিয়া রোগীরা রয়েছেন তাঁদের রক্তের জোগান দিতে হিমশিম খাচ্ছে ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ।